১। 'মেঘনাদবধ কাব্য' কত সালে প্রকাশিত হয়?
ক) ১৮৫৬ খ্রিস্টাব্দে
খ) ১৮৬১ খ্রিস্টাব্দে
গ) ১৮৬২ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৭২ খ্রিস্টাব্দে
উত্তর: খ) ১৮৬১ খ্রিস্টাব্দে 
 ২। 'অভিষেক' কাব্যাংশটি 'মেঘনাদবধ কাব্যের' কোন সর্গ থেকে নেওয়া হয়েছে?
ক) নবম সর্গ
খ) দ্বিতীয় সর্গ
গ) প্রথম সর্গ
ঘ) তৃতীয় সর্গ
উত্তর: গ) প্রথম সর্গ
 ৩। কবিতায় 'মহাবাহু' বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) রামচন্দ্রকে
খ) রাবণকে
গ) ইন্দ্রজিৎকে
ঘ) বীরবাহুকে
উত্তর: গ) ইন্দ্রজিৎকে 
 ৪। 'এ বারতা' - এ অদ্ভুত বার্তা কে বলেছিলেন?
ক) রাক্ষসী
খ) মাতঃ
গ) জননী
ঘ) ভাগবতী
উত্তর: গ) জননী 
 ৫। 'কনক-আসন ত্যজি বীরেন্দ্রকেশরী' - এখানে 'বীরেন্দ্রকেশরী' কে?
ক) রাবণ
খ) কুম্ভকর্ণ
গ) ইন্দ্রজিৎ
ঘ) রাঘব
উত্তর: গ) ইন্দ্রজিৎ 
 ৬। ধাত্রী প্রভাষার ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে কে এসেছিলেন?
ক) দেবী দুর্গা
খ) দেবী লক্ষ্মী
গ) দেবী সরস্বতী
ঘ) দেবী চণ্ডী
উত্তর: খ) দেবী লক্ষ্মী 
 ৭। 'দশাননাত্মজ' কাকে বলা হয়েছে?
ক) রামকে
খ) লক্ষণকে
গ) ইন্দ্রজিৎকে
ঘ) বিভীষণকে
উত্তর: গ) ইন্দ্রজিৎকে
 ৮। 'হৈমবতীসুতা' বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) গণেশকে
খ) কার্তিকেয়কে
গ) অর্জুনকে
ঘ) কুম্ভকর্ণকে
উত্তর: খ) কার্তিকেয়কে 
 ৯। 'বৃহন্নলারূপী কিরীটি' - এখানে 'কিরীটি' কে?
ক) রাবণ
খ) বিভীষণ
গ) অর্জুন
ঘ) ইন্দ্রজিৎ
উত্তর: গ) অর্জুন 
 ১০। 'রথে চড়ে বীর চূড়ামণি বীরদর্পে' - এখানে 'বীর চূড়ামণি' কে?
ক) রামচন্দ্র
খ) রাবণ
গ) বিভীষণ
ঘ) ইন্দ্রজিৎ
উত্তর: ঘ) ইন্দ্রজিৎ 
 ১১। 'নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গকর, বীরমণি' - এখানে 'বীরমণি' কে?
ক) কুম্ভকর্ণ
খ) বীরবাহু
গ) রাবণ
ঘ) ইন্দ্রজিৎ
উত্তর: ঘ) ইন্দ্রজিৎ 
 ১২। 'ঘুচাব এ অপবাদ' - ইন্দ্রজিৎ কীভাবে অপবাদ ঘোচাতে চেয়েছেন?
ক) আত্মবিসর্জন দিয়ে
খ) চন্দ্রকে বধ করে
গ) লক্ষণকে বধ করে
ঘ) রিপুকুলকে বধ করে
উত্তর: ঘ) রিপুকুলকে বধ করে 
 ১৩। 'রাক্ষসপতি' কাকে বলা হয়েছে?
ক) ইন্দ্রজিৎকে
খ) রাবণকে
গ) বিভীষণকে
ঘ) কুম্ভকর্ণকে
উত্তর: খ) রাবণকে
 ১৪। কুম্ভকর্ণ কে ছিলেন?
ক) রাবণের পুত্র
খ) রাবণের ভ্রাতা
গ) রাবণের সেনাপতি
ঘ) লঙ্কার রাজা
উত্তর: খ) রাবণের ভ্রাতা 
 ১৫। কুম্ভকর্ণের অকাল জাগরণকে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন?
ক) সাগরে ঢেউয়ের সঙ্গে
খ) সিন্ধুতীরে বজ্রাঘাতে ভূপতিত গিরিশৃঙ্গ বা তরুর সঙ্গে
গ) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সঙ্গে
ঘ) তীব্র ঝড়ের সঙ্গে
উত্তর: খ) সিন্ধুতীরে বজ্রাঘাতে ভূপতিত গিরিশৃঙ্গ বা তরুর সঙ্গে 
 ১৬। 'এ কলঙ্ক, পিতঃ ঘুষিবে জগতে' - কোন কলঙ্কের কথা বলা হয়েছে?
ক) রাবণের যুদ্ধক্ষেত্রে যাওয়া
খ) ইন্দ্রজিতের প্রমোদ-কাননে থাকা
গ) রামের হাতে বীরবাহুর মৃত্যু
ঘ) রাবণের পরাজয়
উত্তর: ক) রাবণের যুদ্ধক্ষেত্রে যাওয়া 
 ১৭। ইন্দ্রজিৎ কেন তাঁর সাজসজ্জা খুলে ফেললেন?
ক) রামের মৃত্যুর খবর শুনে
খ) বীরবাহুর মৃত্যুসংবাদ শুনে
গ) প্রমীলার অনুরোধে
ঘ) রাবণের নির্দেশে
উত্তর: খ) বীরবাহুর মৃত্যুসংবাদ শুনে 
 ১৮। ইন্দ্রজিতের রথের চাকার ঘর্ষণে কীসের ঝলকানি দেখা যাচ্ছিল?
ক) আগুনের
খ) বিদ্যুতের
গ) সূর্যের
ঘ) নক্ষত্রের
উত্তর: খ) বিদ্যুতের
১৯। 'বিদায় এবে দেহ বিধুমুখি' - কে কার কাছে বিদায় চেয়েছেন?
ক) রাবণ প্রমীলার কাছে
খ) ইন্দ্রজিৎ প্রমীলার কাছে
গ) রাম সীতার কাছে
ঘ) লক্ষণ উর্মিলার কাছে
উত্তর: খ) ইন্দ্রজিৎ প্রমীলার কাছে 
 ২০। 'কাঁপিলা লঙ্কা, কাঁপিলা জলধি!' - কী শুনে এমন হয়েছিল?
ক) রাবণের গর্জনে
খ) রামের অস্ত্রের আঘাতে
গ) ইন্দ্রজিতের ধনুকের টংকারে
ঘ) প্রমীলার কান্নায়
উত্তর: গ) ইন্দ্রজিতের ধনুকের টংকারে 
 ২১। রাবণের যুদ্ধসজ্জায় কয় প্রকার সেনাদলের উল্লেখ আছে?
ক) দুই প্রকার
খ) তিন প্রকার
গ) চার প্রকার
ঘ) পাঁচ প্রকার
উত্তর: গ) চার প্রকার 
 ২২। 'এ অদ্ভুত বারতা' - উক্তিটি কে করেছেন?
ক) রাবণ
খ) প্রমীলা
গ) ইন্দ্রজিৎ
ঘ) বীরবাহু
উত্তর: গ) ইন্দ্রজিৎ 
 ২৩। ইন্দ্রজিতের বিশ্বাস অনুসারে, তিনি কাকে যুদ্ধে পরাজিত করেছেন?
ক) লক্ষণকে
খ) বিভীষণকে
গ) রামকে
ঘ) কুম্ভকর্ণকে
উত্তর: গ) রামকে 
 ২৪। রাম কীভাবে প্রাণ ফিরে পান বলে ইন্দ্রজিৎ জানতে পেরেছেন?
ক) শিবের বরে
খ) লক্ষ্মীর বরে
গ) মায়াবলে
ঘ) ইন্দ্রের বরে
উত্তর: গ) মায়াবলে 
 ২৫। লঙ্কাকে উদ্ধার করতে একমাত্র কে পারেন বলে প্রভাষা জানিয়েছিলেন?
ক) রাবণ
খ) বিভীষণ
গ) ইন্দ্রজিৎ
ঘ) কুম্ভকর্ণ
উত্তর: গ) ইন্দ্রজিৎ 
 ২৬। স্বর্ণলঙ্কাপতি রাবণ কার কথার উত্তর দিয়েছেন?
ক) বীরবাহুর
খ) প্রমীলার
গ) ইন্দ্রজিতের
ঘ) লক্ষ্মীর
উত্তর: গ) ইন্দ্রজিতের 
 ২৭। রাবণের মতে, কীভাবে অসম্ভবও সম্ভব হয়েছে?
ক) দেবতা ও মানুষের সহায়তায়
খ) সাগরের জলে পাথর ভাসা ও মৃত রামের পুনর্জীবনে
গ) ইন্দ্রজিতের বীরত্বে
ঘ) নিজের শক্তিশালী সৈন্যদলে
উত্তর: খ) সাগরের জলে পাথর ভাসা ও মৃত রামের পুনর্জীবনে 
 ২৮। রাবণ ইন্দ্রজিৎকে কী বলে সেনাপতি পদে বরণ করে নিতে চেয়েছেন?
ক) তিলক কেটে
খ) পুষ্পমাল্য পরিয়ে
গ) গঙ্গাজল দিয়ে অভিষেক করে
ঘ) রাজদণ্ড তুলে দিয়ে
উত্তর: গ) গঙ্গাজল দিয়ে অভিষেক করে 
 ২৯। ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলাকে কবিতায় কী বলে সম্বোধন করা হয়েছে?
ক) বিধুমুখী
খ) রাক্ষসী
গ) দেবী
ঘ) রূপসী
উত্তর: ক) বিধুমুখী 
 ৩০। রাবণ যুদ্ধযাত্রার জন্য কোন সেনা প্রস্তুত করছিলেন?
ক) হস্তীপৃষ্ঠের আরোহী
খ) অশ্বারোহী
গ) রথী ও পদাতিক
ঘ) উপরের সবগুলো
উত্তর: ঘ) উপরের সবগুলো 
 ৩১। 'অকাল জাগরণ' কার হয়েছিল?
ক) রাবণের
খ) কুম্ভকর্ণের
গ) ইন্দ্রজিতের
ঘ) বীরবাহুর
উত্তর: খ) কুম্ভকর্ণের 
 ৩২। 'অভিষেক' কবিতায় কার মৃত্যু দিয়ে কাহিনি শুরু হয়েছে?
ক) রাবণের
খ) রামের
গ) বীরবাহুর
ঘ) কুম্ভকর্ণের
উত্তর: গ) বীরবাহুর 
 ৩৩। 'অভিষেক' কাব্যাংশটি মাইকেল মধুসূদন দত্তের কোন কাব্যের অংশ?
ক) শর্মিষ্ঠা নাটক
খ) তিলোত্তমাসম্ভব কাব্য
গ) মেঘনাদবধ কাব্য
ঘ) বীরাঙ্গনা কাব্য
উত্তর: গ) মেঘনাদবধ কাব্য 
 ৩৪। শোকসংবাদে বিহ্বল কে হয়েছিলেন?
ক) ইন্দ্রজিৎ
খ) প্রমীলা
গ) রাবণ
ঘ) লক্ষ্মী
উত্তর: গ) রাবণ 
 ৩৫। রাবণ এর আগে কাকে এই ভয়াল যুদ্ধে হারিয়েছেন?
ক) বিভীষণকে
খ) কুম্ভকর্ণকে
গ) ইন্দ্রজিৎকে
ঘ) বীরবাহুকে
উত্তর: খ) কুম্ভকর্ণকে 
 ৩৬। লক্ষ্মী ছদ্মবেশে লঙ্কার রাজপথে বেরিয়ে পড়েন কেন?
ক) রাবণকে দেখতে
খ) প্রমীলার সাথে দেখা করতে
গ) পরিস্থিতি নিজের চোখে দেখতে
ঘ) ইন্দ্রজিৎকে খবর দিতে
উত্তর: গ) পরিস্থিতি নিজের চোখে দেখতে 
 ৩৭। ইন্দ্রজিৎ যখন প্রমোদ-কাননে ছিলেন, তখন তার সাথে কে ছিলেন?
ক) লক্ষ্মী
খ) মুরলা
গ) প্রভাষা
ঘ) প্রমীলা
উত্তর: ঘ) প্রমীলা
  
 
 
 
 
0 Comments