কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি (CLASS IX , BENGALI)

1) "কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি" কবিতার উৎস কী ?

2) কবিতার কবির উপাধি কী ছিল?

3) কেউ কারো অঙ্গ দেখতে পাচ্ছে না কেন ?

4) 'চারিমেঘ' কী কী ?

5) 'অষ্ট গজরাজ' কী ?

6)  কলিঙ্গের  প্রজারা জৈমিনি কে স্মরণ করছেন কেন ? 

7) 'রড়' শব্দের অর্থ কী ?

8) কেউ কারো কথা শুনতে পাচ্ছিল না কেন ?

9)নিরবধি কত দিন বৃষ্টি হয়েছিল ?

10) 'ভুজঙ্গ' শব্দের অর্থ কি ?

11) কোন পবনে মেঘ ডাকে ? 

12)  'মহী' শব্দের অর্থ কি ? 

13 ) "আছুক শস্যের কার্য হেজ্যা গেল ঘর"---  'হেজ্যা' শব্দের অর্থ কী ? 

14)  'চিকুর' শব্দের অর্থ কী ?15) 'বেঙ্গ- তড়কা বাজ' শব্দের অর্থ কী ?

16) কেউ কেন রবির কিরণ দেখতে পাচ্ছে না ? 

17) উচ্চ নাদে ডাকে কারা ?

18) ধুলোই আচ্ছাদিত হয়ে পড়েছিল কী ? 

19) কী উল্টে পড়ে ? 

20) জলে কী ভাসিয়া বুলে? 

21) 'বুলে' শব্দের অর্থ কী ? 

22 ) কে 'অম্বিকামঙ্গল' গান করেন  ? 

23) নদীরা কার আদেশে চলে ? 

24) অট্টালিকা ভেঙ্গে খান খান করে দিল কে? 25) কোন মাসে তাল পড়ে ? 

26) শিল পড়াকে কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে ?

27) "নিমিষেকে জোড়ে মেঘ গগন মন্ডল"-- 'নিমিষেকে' বলতে কী বোঝানো হয়েছে? 

28) কি পরিচ্ছন্ন ছিল না ? 

29) "পথ হইল হারা" পথ হারিয়েছিল কেন ? 30) প্রজারা রড় দিল কেন? 

31) ঘরগুলো দল করার কারণ কী ?

32) ঘর হেজ্যে পচে নষ্ট হয়েছিল কেন ?

Post a Comment

11 Comments

  1. কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির ভূমিকা, উদ্দেশ্যে, মূল অংশ, project ar jnno lagbe answer

    ReplyDelete
  2. 'নিরবধি সাতদিন বৃষ্টি নিরন্তর' — এরফলে প্রজারা কেমন দুর্গতির সম্মুখীন হয়েছে?

    ReplyDelete
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)