১. চর্যাপদের আবিষ্কারক কে?
ক) হরপ্রসাদ শাস্ত্রী
খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ) মুহম্মদ শহীদুল্লাহ
ঘ) সুকুমার সেন
২. চর্যাপদ কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়?
ক) ১৯০৫ খ্রিস্টাব্দে
খ) ১৯০৭ খ্রিস্টাব্দে
গ) ১৯১০ খ্রিস্টাব্দে
ঘ) ১৯১৪ খ্রিস্টাব্দে
৩. চর্যাপদ কোত্থেকে আবিষ্কৃত হয়?
ক) নেপালের রাজদরবারের গ্রন্থাগার
খ) ভারতের জাতীয় জাদুঘর
গ) কলকাতার এশিয়াটিক সোসাইটি
ঘ) ব্রিটিশ লাইব্রেরি
৪. চর্যাপদের পুঁথিগুলো কী নামে প্রকাশিত হয়?
ক) হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা
খ) প্রাচীন বাংলা কাব্যসংগ্রহ
গ) বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন
ঘ) চর্যাগীতি কোষ
৫. চর্যাপদে মোট কতগুলি পদ ছিল বলে অনুমান করা হয়?
ক) ৫০টি
খ) ৫১টি
গ) ৫৩টি
ঘ) ৫৪টি
৬. চর্যাপদের রচয়িতা কারা ছিলেন?
ক) সাধারণ লোককবি
খ) বৌদ্ধ সিদ্ধাচার্যগণ
গ) পন্ডিতবর্গ
ঘ) রাজকবি
৭. চর্যাপদের প্রাপ্ত পদের সংখ্যা কত?
ক) ৪৬টি
খ) ৪৬টি ও কিছু অংশ
গ) ৪৭টি
ঘ) ৪৮টি
৮. চর্যাপদ কোন ছন্দে রচিত?
ক) পয়ার ও ত্রিপদী ছন্দ
খ) লৌকিক ও প্রাকৃত ছন্দ
গ) মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত ছন্দ
ঘ) পদ ছন্দ
৯. চর্যাপদের ভাষা কী নামে পরিচিত?
ক) সান্ধ্যভাষা বা আলো-আঁধারি ভাষা
খ) প্রাচীন বাংলা ভাষা
গ) প্রাকৃত ভাষা
ঘ) অপভ্রংশ ভাষা
১০. চর্যাপদ কোন সাহিত্যের অন্তর্গত?
ক) সংস্কৃত সাহিত্য
খ) পালি সাহিত্য
গ) বাংলা সাহিত্য
ঘ) মৈথিলী সাহিত্য
১১. চর্যাপদের পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করেন কে?
ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ) মুহম্মদ শহীদুল্লাহ
গ) হরপ্রসাদ শাস্ত্রী
ঘ) সুকুমার সেন
১২. চর্যাপদ কোন সময়ে রচিত হয়েছিল বলে অনুমান করা হয়?
ক) দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে
খ) অষ্টম থেকে দশম শতাব্দীর মধ্যবর্তী সময়ে
গ) দ্বাদশ থেকে চতুর্দশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে
ঘ) ষষ্ঠ থেকে অষ্টম শতাব্দীর মধ্যবর্তী সময়ে
১৩. চর্যাপদের গানগুলি কোন ধরনের সংগীতের অন্তর্গত?
ক) ধ্রুপদ
খ) কীর্তন
গ) রাগ-ভিত্তিক গান
ঘ) লোকসংগীত
১৪. চর্যাপদে উল্লিখিত চুরাশি সিদ্ধাচার্যদের মধ্যে প্রধান কারা ছিলেন?
ক) লুইপাদ, শবরপাদ, কুক্কুরীপাদ
খ) কাহ্নপাদ, সরহপাদ, ভুসুকুপাদ
গ) উপরের ক ও খ উভয়ই
ঘ) মীননাথ, গোরাক্ষনাথ
১৫. চর্যাপদের বিষয়বস্তু মূলত কী?
ক) সাধারণ মানুষের দৈনন্দিন জীবন
খ) বৌদ্ধ সহজিয়া সাধনতত্ত্ব ও দর্শন
গ) প্রেম ও বিরহের কথা
ঘ) যুদ্ধ ও বিজয় গাঁথা
উত্তর সহ
১. চর্যাপদের আবিষ্কারক কে?
ক) হরপ্রসাদ শাস্ত্রী
২. চর্যাপদ কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়?
খ) ১৯০৭ খ্রিস্টাব্দে
৩. চর্যাপদ কোত্থেকে আবিষ্কৃত হয়?
ক) নেপালের রাজদরবারের গ্রন্থাগার
৪. চর্যাপদের পুঁথিগুলো কী নামে প্রকাশিত হয়?
ক) হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা
৫. চর্যাপদে মোট কতগুলি পদ ছিল বলে অনুমান করা হয়?
খ) ৫১টি
৬. চর্যাপদের রচয়িতা কারা ছিলেন?
খ) বৌদ্ধ সিদ্ধাচার্যগণ
৭. চর্যাপদের প্রাপ্ত পদের সংখ্যা কত?
খ) ৪৬টি ও কিছু অংশ
৮. চর্যাপদ কোন ছন্দে রচিত?
ঘ) পাদাকুলক ছন্দ
৯. চর্যাপদের ভাষা কী নামে পরিচিত?
ক) সান্ধ্যভাষা বা আলো-আঁধারি ভাষা
১০. চর্যাপদ কোন সাহিত্যের অন্তর্গত?
গ) বাংলা সাহিত্য
১১. চর্যাপদের পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করেন কে?
ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
১২. চর্যাপদ কোন সময়ে রচিত হয়েছিল বলে অনুমান করা হয়?
ক) দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে
১৩. চর্যাপদের গানগুলি কোন ধরনের সংগীতের অন্তর্গত?
গ) রাগ-ভিত্তিক গান
১৪. চর্যাপদে উল্লিখিত চুরাশি সিদ্ধাচার্যদের মধ্যে প্রধান কারা ছিলেন?
গ) উপরের ক ও খ উভয়ই (লুইপাদ, শবরপাদ, কুক্কুরীপাদ এবং কাহ্নপাদ, সরহপাদ, ভুসুকুপাদ)
১৫. চর্যাপদের বিষয়বস্তু মূলত কী?
খ) বৌদ্ধ সহজিয়া সাধনতত্ত্ব ও দর্শন
0 Comments