2. ‘Sanskrit Buddhist Literature in Nepal’ শীর্ষক তালিকাটি কার দ্বারা প্রকাশিত হয়েছিল?
(a) ভূদেব মুখোপাধ্যায়
(b) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(c) রাজা রাজেন্দ্রলাল মিত্র
(d) হরপ্রসাদ শাস্ত্রী
উত্তর: (c) রাজা রাজেন্দ্রলাল মিত্র
3. রাজা রাজেন্দ্রলাল মিত্রের মৃত্যুর পর কে সরকারিভাবে পুঁথি অনুসন্ধানের দায়িত্ব পেয়েছিলেন?
(a) প্রবোধচন্দ্র সেন
(b) ডক্টর শহীদুল্লাহ
(c) হরপ্রসাদ শাস্ত্রী
(d) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তর: (c) হরপ্রসাদ শাস্ত্রী
4. বাংলা ভাষার আদিমতম নিদর্শন কোনটি?
(a) শ্রীকৃষ্ণকীর্তন
(b) শ্রীচৈতন্যচরিতামৃত
(c) মনসামঙ্গল
(d) চর্যাপদ
উত্তর: (d) চর্যাপদ
5. চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেছিলেন?
(a) প্রবোধচন্দ্র সেন
(b) শিবনাথ শাস্ত্রী
(c) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(d) হরপ্রসাদ শাস্ত্রী
উত্তর: (d) হরপ্রসাদ শাস্ত্রী
6. চর্যাপদের পুঁথি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল?
(a) ১৯২০ খ্রিস্টাব্দে
(b) ১৯০৪ খ্রিস্টাব্দে
(c) ১৯০২ খ্রিস্টাব্দে
(d) ১৯০৭ খ্রিস্টাব্দে
উত্তর: (d) ১৯০৭ খ্রিস্টাব্দে
7. চর্যাপদের পুঁথি গ্রন্থাকারে কবে প্রকাশিত হয়?
(a) ১৯১০ খ্রিস্টাব্দে
(b) ১৯২৬ খ্রিস্টাব্দে
(c) ১৯১২ খ্রিস্টাব্দে
(d) ১৯১৬ খ্রিস্টাব্দে
উত্তর: (d) ১৯১৬ খ্রিস্টাব্দে
8. হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের কোন্ পুঁথিটি আবিষ্কার করেন?
(a) চর্যাপদকোষাবলি
(b) চর্যাকোষনিশ্চয়
(c) আশ্চর্যনিশ্চয়
(d) চর্যাচর্যবিনিশ্চয়
উত্তর: (d) চর্যাচর্যবিনিশ্চয়
9. কোথা থেকে চর্যাপদের পুঁথি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল?
(a) রাজ্য পুস্তক পরিষৎ
(b) কেন্দ্রীয় পুস্তক পরিষৎ
(c) বঙ্গীয় সাহিত্য পরিষৎ
(d) জাতীয় সাহিত্য পরিষৎ
উত্তর: (c) বঙ্গীয় সাহিত্য পরিষৎ
10. মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন?
(a) নেপালের পুথি সংরক্ষণ কেন্দ্র থেকে
(b) নেপালের মালখানা থেকে
(c) নেপাল দরবার লাইব্রেরি থেকে
(d) নেপালের রাজসভা থেকে
উত্তর: (c) নেপাল দরবার লাইব্রেরি থেকে
11. চর্যাপদের পদগুলি কোন্ ছন্দে রচিত?
(a) অমিত্রাক্ষর
(b) ত্রিপদী
(c) পয়ার
(d) পাদাকুলক
উত্তর: (d) পাদাকুলক
12. গ্রন্থাকারে প্রকাশের সময় চর্যাপদের কী নামকরণ করা হয়েছিল?
(a) হাজার বছরের প্রাচীন দোহা ও গান
(b) দোহাকোষপরিক্রমা
(c) হাজার বছরের পুরানো গান
(d) হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা
উত্তর: (d) হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা
13. চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার সময় তার পদের সংখ্যা কত ছিল?
(a) সাড়ে ঊনপঞ্চাশ
(b) সাড়ে ছেচল্লিশ
(c) সাড়ে বিয়াল্লিশ
(d) সাড়ে আটচল্লিশ
উত্তর: (b) সাড়ে ছেচল্লিশ
14. চর্যাপদের রচয়িতা কতজন ছিলেন?
(a) আটাশজন
(b) তেইশজন
(c) চব্বিশ জন
(d) ত্রিশজন
উত্তর:
15. চর্যাপদের মাধ্যমে প্রধানত কোন্ ধর্ম প্রতিফলিত হয়েছে?
(a) শৈবধর্ম
(b) নাথধর্ম
(c) জৈনধর্ম
(d) বৌদ্ধধর্ম
উত্তর: (d) বৌদ্ধধর্ম
16. চর্যাপদে ব্যবহৃত ভাষাকে কী বলা হয়?
(a) কন্নড় ভাষা
(b) প্রাকৃত ভাষা
(c) সংস্কৃত ভাষা
(d) সন্ধ্যাভাষা
উত্তর: (d) সন্ধ্যাভাষা
17. চর্যাপদে কোন্ পদকর্তার সর্বাধিক পদ গৃহীত হয়েছে?
(a) শবরপাদ
(b) সরহপাদ
(c) লুইপাদ
(d) কাহ্নপাদ
উত্তর: (d) কাহ্নপাদ
18. চর্যাপদে কাহ্নপাদের সর্বাধিক কতগুলি পদ গৃহীত হয়েছে?
(a) দশটি
(b) পনেরোটি
(c) তেরোটি
(d) বারোটি
উত্তর: (c) তেরোটি
19. চর্যাপদে সরহপাদের কয়টি পদ উদ্ধৃত আছে?
(a) দশটি
(b) ছয়টি
(c) পাঁচটি
(d) চারটি
উত্তর: (c) পাঁচটি
20. চর্যাপদের সবচেয়ে প্রাচীন পদকর্তা কে?
(a) ভুসুকপাদ
(b) শবরপাদ
(c) কাহ্নপাদ
(d) লুইপাদ
উত্তর: (d) লুইপাদ
21. চর্যাকারগণ মূলত কোন্ অঞ্চলের ভাষাকেই গ্রহণ করেছিলেন?
(a) রাঢ়
(b) উড়িষ্যা
(c) বিক্রমপুর
(d) কামরূপ
উত্তর: (d) কামরূপ
22. চর্যাপদে প্রধানত কোন্ সুর ধ্বনিত হয়েছে?
(a) অমিত্রাক্ষর
(b) পয়ার-ত্রিপদী
(c) রূপক
(d) গৈরিশ
উত্তর: (d) গৈরিশ
23. চর্যার পটভূমি কী ছিল?
(a) উত্তরবঙ্গ
(b) রাঢ় বাংলা
(c) অসম প্রদেশ
(d) নদীমাতৃক বাংলাদেশ
উত্তর: (d) নদীমাতৃক বাংলাদেশ
24. লুইপাদের একটি পরিচিত গ্রন্থের নাম কী?
(a) ভাষার বিভঙ্গ
(b) অভিনয় বিভঙ্গ
(c) অভিধানরচনা
(d) অভিসময় বিভঙ্গ
উত্তর: (d) অভিসময় বিভঙ্গ
25. কে চর্যাপদের সংস্কৃত টীকা লিখেছিলেন?
(a) শশীভূষণ দত্ত
(b) কাহ্নপাদ
(c) লুইপাদ
(d) মুনিদত্ত
উত্তর: (d) মুনিদত্ত
26. কে চর্যাপদের তিব্বতি অনুবাদ আবিষ্কার করেন?
(a) প্রবোধ দত্ত
(b) শশীভূষণ দাশগুপ্ত
(c) হরপ্রসাদ শাস্ত্রী
(d) প্রবোধচন্দ্র বাগচী
উত্তর: (d) প্রবোধচন্দ্র বাগচী
27. “উঁচা উঁচা পাবত তঁহি বসই শবরী বালী।” এই পদটির পদকর্তা কে?
(a) ঢেন্টনপাদ
(b) সরহপাদ
(c) লুইপাদ
(d) শবরপাদ
উত্তর: (d) শবরপাদ
28. ‘টালত মোর ঘর নাহি পড়বেষী।’ এই পদটির পদকর্তা কে?
(a) কাহ্নপাদ
(b) ঢেন্টনপাদ
(c) সরহপাদ
(d) লুইপাদ
উত্তর: (b) ঢেন্টনপাদ
29. চর্যাপদে শান্তিপাদের কয়টি পদ গৃহীত হয়েছে?
(a) সাতটি
(b) পাঁচটি
(c) তিনটি
(d) দুটি
উত্তর: (d) দুটি
30. কে চর্যার ভাষাকে ‘Alt Bengalisch’ বা প্রাচীন বাংলা হিসেবে অভিহিত করেছেন?
(a) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(b) সুকুমার সেন
(c) জেকব সাহেব
(d) গ্রীয়ার্সন
উত্তর: (a) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
31. চর্যাগীতিগুলি মূলত কী ছিল?
(a) শাক্তসঙ্গীত
(b) বৈয়বসঙ্গীত
(c) রামপ্রসাদী গান
(d) সাধনসঙ্গীত
উত্তর: (d) সাধনসঙ্গীত
32. চর্যাপদের সময়ে বাঙালির প্রিয় খাদ্য কী ছিল?
(a) ভুট্টা
(b) বাজরা
(c) রুটি
(d) ভাত
উত্তর: (d) ভাত
33. চর্যাপদের কালে ডোম, নিষাদ, শবররা কোথায় বাস করত?
(a) পাহাড়ে
(b) অন্য গ্রামে
(c) গ্রামের বাইরে
(d) গ্রামের ভিতরে
উত্তর: (c) গ্রামের বাইরে
34. চর্যাপদের সময়কার অধিবাসীদের বিনোদন কী ছিল?
(a) সাঁতার, কুস্তি, গ্রামীণ উৎসব
(b) ছবি আঁকা, সার্কাস, গ্রামীণ উৎসব
(c) সার্কাস, জাদুখেলা, নাচ
(d) নাচ, গান, গ্রামীণ উৎসব
উত্তর: (b) নাচ, গান, গ্রামীণ উৎসব
35. বিবাহের সময় কারা যৌতুক গ্রহণ করত?
(a) বরপক্ষ
(b) গ্রামের সমাজপতিরা
(c) তৃতীয় পক্ষ
(d) কন্যাপক্ষ
উত্তর: (a) বরপক্ষ
36. কী কারণে আর্য সমাজের যুবকরা নীচজাতের মেয়েকেও বিয়ে করতে দ্বিধা করত না?
(a) কাজ পাওয়ার লোভে
(b) উঁচুনীচু ভেদাভেদ লোপের জন্য
(c) যৌতুকের লোভে
(d) সমাজে প্রতিষ্ঠার লোভে
উত্তর: (d) সমাজে প্রতিষ্ঠার লোভে
37. আর্য সমাজে চোর আটকানোর জন্য কাদের প্রয়োজন হত?
(a) দফাদারদের
(b) প্রহরীদের
(c) ইজারাদারদের
(d) চৌকিদারদের
উত্তর: (d) চৌকিদারদের
38. কাদের ঘরে সোনা-রুপোর অভাব ছিল না?
(a) মধ্যবিত্তদের ঘরে
(b) ব্রাহ্মণদের ঘরে
(c) ধনীদের ঘরে
(d) বণিকদের ঘরে
উত্তর: (c) ধনীদের ঘরে
39. মাছ ধরা, পশুপাখি শিকার, জাদুবিদ্যা কাদের জীবিকা ছিল?
(a) ব্রাহ্মণদের
(b) মধ্যবিত্তদের
(c) উঁচু সম্প্রদায়ের মানুষদের
(d) প্রান্তবাসী মানুষদের
উত্তর: (d) প্রান্তবাসী মানুষদের
40. চর্যাপদের পদকর্তাদের কী বলা হত?
(a) যোগী
(b) পদকর্তা
(c) কবি
(d) সিদ্ধাচার্য
উত্তর: (d) সিদ্ধাচার্য
41. চর্যাপদের গানগুলো কোন্ ছন্দে লেখা ছিল?
(a) কলাবৃত্ত ছন্দে
(b) ত্রিপদী ছন্দে
(c) মাত্রাবৃত্ত ছন্দে
(d) সরল কলাবৃত্ত ছন্দে
উত্তর: (d) সরল কলাবৃত্ত ছন্দে
42. চর্যাপদের গানে কোন্ রাগের ব্যবহার দেখা যায়?
(a) মালকোষ
(b) ভৈরবী
(c) ইমনকল্যাণ
(d) মল্লার
উত্তর: (b) ভৈরবী
43. কাহ্নপাদ যে বিশেষ নামে পরিচিত ছিলেন, তা হল-
(a) বিনয়াচার্য
(b) কাহ্নাচার্য
(c) অদ্বৈতাচার্য
(d) কৃষ্ণাচার্য
উত্তর: (d) কৃষ্ণাচার্য
44. “হেরি যে মেরি তইলা বাড়ী খসমে সমতুলা।”-এই পদটির রচয়িতা কে?
(a) শবরপাদ
(b) কুকুরীপাদ
(c) লুইপাদ
(d) কাহ্নপাদ
উত্তর: (c) কুকুরীপাদ
45. “ভবনির্ব্বাণে পড়হ মাদলা।”-এই পদটি কে রচনা করেন?
(a) চাটিলপাদ
(b) লুইপাদ
(c) শবরপাদ
(d) কাহ্নপাদ
উত্তর: (a) চাটিলপাদ
46. ‘Origin and Development of Bengali Language’ (ODBL) গ্রন্থটি কে রচনা করেন?
(a) ডঃ শহীদুল্লাহ
(b) সুকুমার সেন
(c) হরপ্রসাদ শাস্ত্রী
(d) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তর: (d) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
47. চর্যার কালে বিয়ের সময় বরেরা কী বাজিয়ে বিয়ে করতে যেত?
(a) মাদল
(b) বাঁশি
(c) ঢোল
(d) ঢাক
উত্তর: (a) মাদল
48. চর্যাপদের ছত্রে ছত্রে কাদের কোন্ জীবন প্রতিফলিত হয়েছে?
(a) সমাজের মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়ের কথা
(b) সমাজের উচ্চবর্ণের মানুষের দৈনন্দিন জীবনের কথা
(c) প্রান্তিক-অনার্য অতিসাধারণ মানুষের তথাকথিত অমার্জিত জীবন
(d) সমাজের নিম্নবিত্ত মানুষের পূজার্চনার কথা
উত্তর: (c) প্রান্তিক-অনার্য অতিসাধারণ মানুষের তথাকথিত অমার্জিত জীবন
49. “কাআ তরুবর পঞ্চ-বি ডাল চঞ্চল চীএ পইঠো কাল।”-পদটির রচয়িতা হলেন-
(a) কুকুরীপাদ
(b) লুইপাদ
(c) শবরপাদ
(d) কাহ্নপাদ
উত্তর: (b) লুইপাদ
50. চর্যাপদের পদগুলি কোন অঞ্চলের লোকজীবনের প্রতিফলন ঘটায়?
(a) বিহারের গ্রামীণ জীবন
(b) উড়িষ্যার প্রান্তিক সমাজের জীবন
(c) বাংলার নিম্নবর্গের জনজীবন
(d) আসামের আদিবাসী সংস্কৃতি
উত্তর: (c) বাংলার নিম্নবর্গের জনজীবন
0 Comments