শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রশ্ন উত্তর

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য: (MCQ) 1. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটিকে আদি-মধ্যযুগের প্রথম কোন্ ধরনের কাব্য বলা হয়? (a) গীতিকাব্য (b) শোককাব্য (c) আখ্যান কাব্য (d) মঙ্গলকাব্য উত্তর: (c) আখ্যান কাব্য 

 2. বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের পুঁথিটি কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন? (a) ১৯১৬ খ্রি. (b) ১৯০৭ খ্রি. (c) ১৯০৯ খ্রি. (d) ১৯১১ খ্রি. উত্তর: (c) ১৯০৯ খ্রি. 

 3. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি কোন্ প্রতিষ্ঠান থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়? (a) এশিয়াটিক সোসাইটি (b) আনন্দ প্রকাশনী (c) বঙ্গীয় সাহিত্য পরিষদ (d) বঙ্গদর্শন উত্তর: (c) বঙ্গীয় সাহিত্য পরিষদ 

 4. বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ-এর সম্পাদনায় ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? (a) ১৯০৯ খ্রি. (b) ১৯১৯ খ্রি. (c) ১৯০১ খ্রি. (d) ১৯১৬ খ্রি. উত্তর: (d) ১৯১৬ খ্রি. 

 5. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটির রচয়িতা হিসেবে কার নাম স্বীকৃত? (a) দীন চণ্ডীদাস (b) বড়ু চণ্ডীদাস (c) দ্বিজ চণ্ডীদাস (d) পদাবলীর চণ্ডীদাস উত্তর: (b) বড়ু চণ্ডীদাস 

 6. পুঁথিটির নামকরণ ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কে করেছিলেন? (a) বড়ু চণ্ডীদাস (b) দীনেশচন্দ্র সেন (c) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ (d) দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় উত্তর: (c) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ 

 7. ‘শ্রীকৃষ্ণসন্দর্ভ’ নামক একটি গ্রন্থের চিরকুট কোন পুঁথিতে পাওয়া গিয়েছিল? (a) শ্রীকৃষ্ণকথামৃত (b) শ্রীকৃষ্ণচরিত (c) শ্রীকৃষ্ণকীর্তন (d) শ্রীকৃষ্ণলীলামৃত উত্তর: (c) শ্রীকৃষ্ণকীর্তন 

 8. কবি বড়ু চণ্ডীদাস তাঁর কাব্য রচনার সময় কোন্ সংস্কৃত কাব্য থেকে প্রভাবিত হয়েছিলেন? (a) কাশীরামের মহাভারত (b) বাল্মীকি রামায়ণ (c) জয়দেবের গীতগোবিন্দম্ (d) কালীদাসের রঘুবংশম উত্তর: (c) জয়দেবের গীতগোবিন্দম্ 

 9. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান চরিত্রগুলি কীসের মাধ্যমে কাহিনীর অগ্রসর ঘটিয়েছে? (a) বর্ণনা ও বিশ্লেষণ (b) উক্তি-প্রত্যুক্তি (c) যুদ্ধ-বিগ্রহ (d) গান ও নৃত্য উত্তর: (b) উক্তি-প্রত্যুক্তি 


 10. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি মোট কয়টি খণ্ডে বিভক্ত? (a) দশটি (b) বারোটি (c) তেরোটি (d) এগারোটি উত্তর: (c) তেরোটি

 11. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের প্রথম খণ্ডের নাম কী? (a) ছত্রখণ্ড (b) ভার খণ্ড (c) জন্মখণ্ড (d) হার খণ্ড উত্তর: (c) জন্মখণ্ড 


 12. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শেষ খণ্ডটির নাম কী, যাকে অনেকে প্রক্ষিপ্ত বলে মনে করেন? (a) বংশীখণ্ড (b) দানখন্ড (c) রাধাবিরহ (d) বৃন্দাবন খণ্ড উত্তর: (c) রাধাবিরহ 


 13. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথিটি কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল? (a) নেপালের রাজ দরবার গ্রন্থশালা থেকে (b) কোলকাতার বেলগাছিয়া রঙ্গমঞ্চ থেকে (c) বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘর থেকে (d) নবদ্বীপের মহারাজা কৃষ্ণচন্দ্রের গৃহ থেকে উত্তর: (c) বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘর থেকে 

 14. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের তিনটি প্রধান চরিত্র কারা? (a) রাধা – কৃষ্ণ – ললিতা (b) রাধা – কৃষ্ণ – বলরাম (c) দেবকী – কৃষ্ণ – বলরাম (d) রাধা – কৃষ্ণ – বড়াই উত্তর: (d) রাধা – কৃষ্ণ – বড়াই 

 15. রাধা ও কৃষ্ণ ছাড়া শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের অপর উল্লেখযোগ্য চরিত্রটি কে? (a) যশোদা (b) বলরাম (c) দুর্গা (d) বড়াই উত্তর: (d) বড়াই 

 16. বড়ু চণ্ডীদাস নামের এই ‘বড়ু’ কথাটির প্রচলিত অর্থ কী? (a) বালক (b) ছোট (c) ব্রাহ্মণ (d) বড় উত্তর: (c) ব্রাহ্মণ 

 17. ‘পটমঞ্জরী’, ‘কেদার’, ‘ভৈরবী’, ‘মল্লার’—এগুলো ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে কী হিসেবে ব্যবহৃত হয়েছে? (a) নাচের মুদ্রা (b) বিভিন্ন স্থানের নাম (c) সঙ্গীতের রাগ বা রাগিনী (d) গানের তাল উত্তর: (c) সঙ্গীতের রাগ বা রাগিনী 

 18. শ্রীকৃষ্ণকীর্তনের কবিকে কোন্ কোন্ নামে পাওয়া যায়? (a) বড়ু চণ্ডীদাস, কবিশেখর, অদ্বৈত আচার্য (b) বড়ু চণ্ডীদাস, চণ্ডীদাস, অনন্ত বড়ু চণ্ডীদাস (c) বড়ু চণ্ডীদাস, অভিনব জয়দেব, নব জয়দেব (d) বড়ু চণ্ডীদাস, কাব্য প্রভাকর, কবিশেখর উত্তর: (b) বড়ু চণ্ডীদাস, চণ্ডীদাস, অনন্ত বড়ু চণ্ডীদাস 

 19. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের দূতী চরিত্রটির নাম কী? (a) রাই (b) মন্থরা (c) বলাই (d) বড়াই উত্তর: (d) বড়াই 

 20. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটির মূল বিষয়বস্তু কী? (a) লৌকিক কাহিনি (b) বৈষ্ণব তত্ত্বকথা (c) কৃষ্ণের জীবনকথা (d) রাধাকৃষ্ণের প্রেমলীলা উত্তর: (d) রাধাকৃষ্ণের প্রেমলীলা

Post a Comment

0 Comments