২. ধ্বনির পরিবর্তনশীলতা বাংলা ভাষাকে কী রকম করে তুলেছে?
ক) জটিল ও দুর্বোধ্য
খ) আন্তরিক ও প্রাণবন্ত
গ) স্থির ও অনমনীয়
ঘ) কৃত্রিম ও যান্ত্রিক
উত্তর: খ) আন্তরিক ও প্রাণবন্ত
৩. ধ্বনি পরিবর্তনের একটি কারণ কোনটি?
ক) ভাষার নতুন শব্দ তৈরি
খ) ভৌগোলিক পরিবেশ ও জলবায়ু
গ) লেখার পদ্ধতির পরিবর্তন
ঘ) ব্যাকরণের কঠোর নিয়ম
উত্তর: খ) ভৌগোলিক পরিবেশ ও জলবায়ু
৪. উচ্চারণ-কষ্ট লাঘবের জন্য ধ্বনি পরিবর্তন ঘটে - এটি কোন কারণের অংশ?
ক) শ্রবণ ও বোধের ত্রুটি
খ) উচ্চারণে অসাবধানতা ও উচ্চারণ-কষ্ট লাঘব
গ) অন্য ভাষার প্রভাব
ঘ) সন্নিহিত ধ্বনির প্রভাব
উত্তর: খ) উচ্চারণে অসাবধানতা ও উচ্চারণ-কষ্ট লাঘব
৫. ভাষা বিজ্ঞানীরা ধ্বনি পরিবর্তনকে প্রধানত কয়টি শ্রেণিতে বিভক্ত করেছেন?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
উত্তর: গ) চারটি
৬. ধ্বনি পরিবর্তনের চারটি শ্রেণির মধ্যে কোনটি পড়ে না?
ক) ধ্বনির আগম
খ) ধ্বনির লোপ
গ) ধ্বনির সৃষ্টি
ঘ) ধ্বনির রূপান্তর
উত্তর: গ) ধ্বনির সৃষ্টি
৭. যখন উচ্চারণের সুবিধার জন্য কোনো শব্দের আদি, মধ্য বা অন্তে নতুন ধ্বনির আগমন ঘটে, তাকে কী বলে?
ক) ধ্বন্যালোপ
খ) ধ্বন্যাগম
গ) ধ্বনির স্থানান্তর
ঘ) ধ্বনির রূপান্তর
উত্তর: খ) ধ্বন্যাগম
৮. ধ্বন্যাগম কয় প্রকারের হয়?
ক) এক প্রকার
খ) দুই প্রকার
গ) তিন প্রকার
ঘ) চার প্রকার
উত্তর: খ) দুই প্রকার
৯. 'স্বরাগম' বলতে কী বোঝায়?
ক) শব্দের মধ্যে ব্যঞ্জনধ্বনির আগমন
খ) শব্দের প্রথমে, মধ্যে বা অন্তে স্বরবর্ণের আগমন
গ) শব্দের শেষে ব্যঞ্জনধ্বনির আগমন
ঘ) স্বর ও ব্যঞ্জনের মিশ্রণ
উত্তর: খ) শব্দের প্রথমে, মধ্যে বা অন্তে স্বরবর্ণের আগমন
১০. 'আদি স্বরাগম'-এর একটি উদাহরণ কোনটি?
ক) শ্লোক > শোলোক
খ) স্পর্ধা > আস্পর্ধা
গ) বেঞ্চ > বেঞ্চি
ঘ) রত্ন > রতন
উত্তর: খ) স্পর্ধা > আস্পর্ধা
১১. 'স্টেশন > ইস্টিশন' - এটি স্বরাগমের কোন প্রকারের উদাহরণ?
ক) মধ্য স্বরাগম
খ) অন্ত স্বরাগম
গ) আদি স্বরাগম
ঘ) কোনোটিই নয়
উত্তর: গ) আদি স্বরাগম
১২. 'মধ্য স্বরাগম'-এর উদাহরণ কোনটি?
ক) স্পর্ধা > আস্পর্ধা
খ) রত্ন > রতন
গ) বেঞ্চ > বেঞ্চি
ঘ) ওঝা > রোজা
উত্তর: খ) রত্ন > রতন
১৩. 'প্রীতি > পিরীতি' - এই উদাহরণটি ধ্বনি পরিবর্তনের কোন ধারাকে নির্দেশ করে?
ক) আদি স্বরাগম
খ) মধ্য স্বরাগম
গ) অন্ত স্বরাগম
ঘ) ব্যঞ্জনাগম
উত্তর: খ) মধ্য স্বরাগম
১৪. 'বেঞ্চ > বেঞ্চি' - এটি কোন স্বরাগমের উদাহরণ?
ক) আদি স্বরাগম
খ) মধ্য স্বরাগম
গ) অন্ত স্বরাগম
ঘ) ব্যঞ্জনাগম
উত্তর: গ) অন্ত স্বরাগম
১৫. 'সত্য > সত্যি' - এখানে কোন স্বরধ্বনি শব্দের সঙ্গে যুক্ত হয়েছে?
ক) অ
খ) আ
গ) ই
ঘ) ও
উত্তর: গ) ই
১৬. যখন শব্দমধ্যে ব্যঞ্জনধ্বনির আগমন ঘটে, সেই প্রক্রিয়াকে কী বলে?
ক) স্বরাগম
খ) ব্যঞ্জনাগম
গ) স্বরলোপ
ঘ) ব্যঞ্জনলোপ
উত্তর: খ) ব্যঞ্জনাগম
১৭. ব্যঞ্জনাগম কয় প্রকারের হয়?
ক) দুই প্রকার
খ) তিন প্রকার
গ) চার প্রকার
ঘ) পাঁচ প্রকার
উত্তর: খ) তিন প্রকার
১৮. 'উজু > রুজু' - এটি কোন ব্যঞ্জনগমের উদাহরণ?
ক) মধ্য ব্যঞ্জনাগম
খ) অন্ত ব্যঞ্জনাগম
গ) আদি ব্যঞ্জনাগম
ঘ) কোনোটিই নয়
উত্তর: গ) আদি ব্যঞ্জনাগম
১৯. 'বানর > বান্দর' - এখানে কোন ব্যঞ্জনধ্বনি শব্দের মধ্যে এসেছে?
ক) ব
খ) দ
গ) র
ঘ) ল
উত্তর: খ) দ
২০. 'পোড়ামুখী > পোড়ারমুখী' - এটি ব্যঞ্জনগমের কোন প্রকারের উদাহরণ?
ক) আদি ব্যঞ্জনাগম
খ) মধ্য ব্যঞ্জনাগম
গ) অন্ত ব্যঞ্জনাগম
ঘ) স্বরাগম
উত্তর: খ) মধ্য ব্যঞ্জনাগম
২১. 'সীমা > সীমানা' - এই উদাহরণটি কোন ব্যঞ্জনগমের অংশ?
ক) আদি ব্যঞ্জনাগম
খ) মধ্য ব্যঞ্জনাগম
গ) অন্ত ব্যঞ্জনাগম
ঘ) স্বরলোপ
উত্তর: গ) অন্ত ব্যঞ্জনাগম
২২. 'ধনু > ধনুক' - শব্দের শেষে কোন বর্ণের আগমন ঘটেছে?
ক) ন
খ) ম
গ) ক
ঘ) খ
উত্তর: গ) ক
২৩. যখন শব্দের আদি, মধ্য বা অন্তে ধ্বনির লোপ ঘটে, তখন তাকে কী বলে?
ক) ধ্বন্যাগম
খ) ধ্বন্যালোপ
গ) ধ্বনির স্থানান্তর
ঘ) ধ্বনির রূপান্তর
উত্তর: খ) ধ্বন্যালোপ
২৪. ধ্বনিলোপ কয় প্রকারের হয়?
ক) এক প্রকার
খ) দুই প্রকার
গ) তিন প্রকার
ঘ) চার প্রকার
উত্তর: খ) দুই প্রকার
২৫. 'অলাবু > লাউ' - এটি স্বরলোপের কোন প্রকারের উদাহরণ?
ক) মধ্য স্বরলোপ
খ) অন্ত্য স্বরলোপ
গ) আদি স্বরলোপ
ঘ) কোনোটিই নয়
উত্তর: গ) আদি স্বরলোপ
২৬. 'অভ্যন্তর > ভিতর' - এখানে কোন ধ্বনি লোপ পেয়েছে?
ক) ত
খ) র
গ) অ
ঘ) ভ
উত্তর: গ) অ
২৭. 'গামোছা > গামছা' - এটি কোন স্বরলোপের উদাহরণ?
ক) আদি স্বরলোপ
খ) মধ্য স্বরলোপ
গ) অন্ত্য স্বরলোপ
ঘ) ব্যঞ্জনলোপ
উত্তর: খ) মধ্য স্বরলোপ
২৮. 'জানলা' শব্দটি 'জানালা' থেকে এসেছে। এখানে কী ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে?
ক) আদি স্বরলোপ
খ) মধ্য স্বরলোপ
গ) অন্ত্য স্বরলোপ
ঘ) স্বরাগম
উত্তর: খ) মধ্য স্বরলোপ
২৯. 'আশা > আশ' - এটি কোন স্বরলোপের উদাহরণ?
ক) আদি স্বরলোপ
খ) মধ্য স্বরলোপ
গ) অন্ত্য স্বরলোপ
ঘ) ব্যঞ্জনাগম
উত্তর: গ) অন্ত্য স্বরলোপ
৩০. 'কালি > কাল' - এখানে শব্দের অন্ত্যস্থিত কোন ধ্বনি লোপ পেয়েছে?
ক) ল
খ) আ
গ) ই
ঘ) ক
উত্তর: গ) ই
৩১. বাংলা ভাষায় কোন ব্যঞ্জনালোপের ব্যবহার তেমন প্রচলিত নেই?
ক) মধ্য ব্যঞ্জনলোপ
খ) অন্ত ব্যঞ্জনলোপ
গ) আদি ব্যঞ্জনলোপ
ঘ) সব ধরনের
উত্তর: গ) আদি ব্যঞ্জনলোপ
৩২. 'মরছে > মচ্ছে' - এই উদাহরণে কী ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে?
ক) আদি ব্যঞ্জনলোপ
খ) মধ্য ব্যঞ্জনলোপ
গ) অন্ত ব্যঞ্জনলোপ
ঘ) স্বরলোপ
উত্তর: খ) মধ্য ব্যঞ্জনলোপ
৩৩. 'গোষ্ঠ > গোঠ' - এখানে শব্দের মধ্যস্থিত কোন ব্যঞ্জন লুপ্ত হয়েছে?
ক) গ
খ) ট
গ) ষ
ঘ) ও
উত্তর: গ) ষ
৩৪. 'মালদহ > মালদা' - এই শব্দে শেষে অবস্থিত কোন ব্যঞ্জনধ্বনি লুপ্ত হয়েছে?
ক) ম
খ) ল
গ) দ
ঘ) হ
উত্তর: ঘ) হ
৩৫. 'আলোক > আলো' - এই উদাহরণটি কোন ব্যঞ্জনলোপের অন্তর্ভুক্ত?
ক) আদি ব্যঞ্জনলোপ
খ) মধ্য ব্যঞ্জনলোপ
গ) অন্ত ব্যঞ্জনলোপ
ঘ) স্বরলোপ
উত্তর: গ) অন্ত ব্যঞ্জনলোপ
৩৬. শব্দমধ্যস্থ একাধিক স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি স্থান পরিবর্তন করলে তাকে কী বলে?
ক) ধ্বনির আগম
খ) ধ্বনির লোপ
গ) ধ্বনির স্থানান্তর
ঘ) ধ্বনির রূপান্তর
উত্তর: গ) ধ্বনির স্থানান্তর
৩৭. ধ্বনির স্থানান্তর প্রধানত কয় প্রকারের হয়?
ক) এক প্রকার
খ) দুই প্রকার
গ) তিন প্রকার
ঘ) চার প্রকার
উত্তর: খ) দুই প্রকার
৩৮. 'অপিনিহিতি' ধ্বনির স্থানান্তরের কোন প্রকারের অন্তর্ভুক্ত?
ক) ধ্বনি বিপর্যয়
খ) ধ্বনি রূপান্তর
গ) ধ্বনি আগম
ঘ) কোনোটিই নয়
উত্তর: ক) ধ্বনি বিপর্যয়
৩৯. 'অপিনিহিতি'র বুৎপত্তিগত অর্থ কী?
ক) শব্দের আগে বসা বা আগে স্থাপন
খ) শব্দের পরে বসা
গ) শব্দের মধ্য থেকে লোপ পাওয়া
ঘ) শব্দের রূপ পরিবর্তন
উত্তর: ক) শব্দের আগে বসা বা আগে স্থাপন
৪০. 'আজি > আইজ' - এখানে কোন স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনির আগে উচ্চারিত হয়েছে?
ক) অ
খ) আ
গ) ই
ঘ) জ
উত্তর: গ) ই
৪১. 'সাধু > সাউধ' - এটি 'অপিনিহিতি'র কোন প্রকারের উদাহরণ?
ক) ই-কারের অপিনিহিতি
খ) উ-কারের অপiniহিতি
গ) য-ফলার অন্তর্নিহিত ই-কারের অপিনিহিতি
ঘ) ক্ষ, ঞ্জ সংযুক্ত বর্ণের অপিনিহিতি
উত্তর: খ) উ-কারের অপিনিহিতি
৪২. 'বাক্য > বাইক্য' - এই উদাহরণটি 'অপিনিহিতি'র কোন প্রকারের অন্তর্গত?
ক) ই-কারের অপিনিহিতি
খ) উ-কারের অপিনিহিতি
গ) য-ফলার অন্তর্নিহিত ই-কারের অপিনিহিতি
ঘ) ক্ষ, ঞ্জ সংযুক্ত বর্ণের অপিনিহিতি
উত্তর: গ) য-ফলার অন্তর্নিহিত ই-কারের অপiniহিতি
৪৩. 'যজ্ঞ > যইগ্গ' - এটি অপিনিহিতির কোন নিয়মের উদাহরণ?
ক) ই-কারের অপিনিহিতি
খ) উ-কারের অপিনিহিতি
গ) য-ফলার অন্তর্নিহিত ই-কারের অপিনিহিতি
ঘ) ক্ষ, ঞ্জ সংযুক্ত বর্ণ দুটির অন্তর্নিহিত ই-কারের অপিনিহিতি
উত্তর: ঘ) ক্ষ, ঞ্জ সংযুক্ত বর্ণ দুটির অন্তর্নিহিত ই-কারের অপিনিহিতি
৪৪. বাংলা ভাষার অপিনিহিতির প্রয়োগ কোন শতাব্দীর আগে তেমন প্রচলিত ছিল না?
ক) পঞ্চদশ শতাব্দীর
খ) ষোড়শ শতাব্দীর
গ) সপ্তদশ শতাব্দীর
ঘ) অষ্টাদশ শতাব্দীর
উত্তর: গ) সপ্তদশ শতাব্দীর
৪৫. 'বঙ্গালী' উপভাষায় ধ্বনি পরিবর্তনের কোন রীতি প্রচলিত আছে?
ক) স্বরসঙ্গতি
খ) সমীভবন
গ) অপিনিহিতি
ঘ) অভিশ্রুতি
উত্তর: গ) অপিনিহিতি
৪৬. পশ্চিমবঙ্গের কোন জেলায় গ্রাম্য ভাষায় অপিনিহিতির প্রচলন লক্ষ্য করা যায়?
ক) কলকাতা, ২৪ পরগনা
খ) হাওড়া, হুগলি
গ) বাঁকুড়া, পুরুলিয়া
ঘ) মুর্শিদাবাদ, নদিয়া
উত্তর: খ) হাওড়া, হুগলি
৪৭. 'দাঁড়িয়ে > দাঁইড়ে' - এই উদাহরণটি কীসের প্রয়োগ দেখায়?
ক) স্বরসঙ্গতি
খ) সমীভবন
গ) অপিনিহিতি
ঘ) ধ্বনি বিপর্যয়
উত্তর: গ) অপিনিহিতি
৪৮. 'ধ্বনি বিপর্যয়' বা 'বিপর্যাস' বলতে কী বোঝায়?
ক) ব্যঞ্জনধ্বনির আগমন
খ) ব্যঞ্জনধ্বনির লোপ
গ) পাশাপাশি দুটি ব্যঞ্জনধ্বনির স্থান পরিবর্তন
ঘ) স্বরধ্বনির রূপান্তর
উত্তর: গ) পাশাপাশি দুটি ব্যঞ্জনধ্বনির স্থান পরিবর্তন
৪৯. 'বাক্স > বাস্ক' - এটি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
ক) অপিনিহিতি
খ) ধ্বনি বিপর্যয়
গ) স্বরাগম
ঘ) ব্যঞ্জনাগম
উত্তর: খ) ধ্বনি বিপর্যয়
৫০. 'তলোয়ার > তরোয়াল' - এই উদাহরণে কী ধরনের পরিবর্তন ঘটেছে?
ক) স্বরলোপ
খ) ব্যঞ্জনলোপ
গ) ধ্বনি বিপর্যয়
ঘ) স্বরসঙ্গতি
উত্তর: গ) ধ্বনি বিপর্যয়
৫১. 'দহ > হ্রদ' - এটি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
ক) স্বরলোপ
খ) ব্যঞ্জনলোপ
গ) ধ্বনি বিপর্যয়
ঘ) স্বরাগম
উত্তর: গ) ধ্বনি বিপর্যয়
৫২. শব্দমধ্যস্থ একটি স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি রূপান্তরিত হয়ে অন্য কোনো স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনিতে রূপান্তরিত হলে তাকে কী বলে?
ক) ধ্বনির আগম
খ) ধ্বনির লোপ
গ) ধ্বনির স্থানান্তর
ঘ) ধ্বনির রূপান্তর
উত্তর: ঘ) ধ্বনির রূপান্তর
৫৩. ধ্বনির রূপান্তর কয় প্রকারের হয়?
ক) দুই প্রকার
খ) তিন প্রকার
গ) চার প্রকার
ঘ) পাঁচ প্রকার
উত্তর: খ) তিন প্রকার
৫৪. 'স্বরসংগতি' ধ্বনির রূপান্তরের কোন প্রকারের অন্তর্ভুক্ত?
ক) অভিশ্রুতি
খ) সমীভবন
গ) ব্যঞ্জন সংগতি
ঘ) কোনোটিই নয়
উত্তর: ক) অভিশ্রুতি
৫৫. 'স্বরসংগতি' কথাটির অর্থ কী?
ক) স্বরের মিশ্রণ
খ) স্বরের বৈষম্য
গ) স্বরের সাম্য বা সংগতি
ঘ) স্বরের বিন্যাস
উত্তর: গ) স্বরের সাম্য বা সংগতি
৫৬. স্বরসংগতি কয় প্রকারের হয়?
ক) এক প্রকার
খ) দুই প্রকার
গ) তিন প্রকার
ঘ) চার প্রকার
উত্তর: গ) তিন প্রকার
৫৭. 'পূজা > পূজো' - এটি কোন স্বরসংগতির উদাহরণ?
ক) পরাগত স্বরসংগতি
খ) অন্যোন্য স্বরসংগতি
গ) প্রগত স্বরসংগতি
ঘ) অভিশ্রুতি
উত্তর: গ) প্রগত স্বরসংগতি
৫৮. 'ঠিকা > ঠিকে' - এখানে পূর্ববর্তী ধ্বনির প্রভাবে কোন ধ্বনি প্রভাবিত হয়েছে?
ক) ঠ
খ) ক
গ) আ
ঘ) ই
উত্তর: গ) আ
৫৯. 'শুনা > শোনা' - এটি কোন স্বরসংগতির উদাহরণ?
ক) প্রগত স্বরসংগতি
খ) অন্যোন্য স্বরসংগতি
গ) পরাগত স্বরসংগতি
ঘ) অভিশ্রুতি
উত্তর: গ) পরাগত স্বরসংগতি
৬০. 'নাই > নেই' - এই উদাহরণে কী ধরনের স্বরসংগতি ঘটেছে?
ক) প্রগত
খ) পরাগত
গ) অন্যোন্য
ঘ) পারস্পরিক
উত্তর: খ) পরাগত
৬১. 'বিলাতি > বিলিতি' - এটি কোন স্বরসংগতির দৃষ্টান্ত?
ক) প্রগত
খ) পরাগত
গ) অন্যোন্য
ঘ) পারস্পরিক
উত্তর: খ) পরাগত
৬২. যখন পূর্ববর্তী ও পরবর্তী দুটি স্বরধ্বনির পরস্পরের প্রভাবে উভয় ধ্বনি প্রভাবিত হয়, তখন তাকে কী বলে?
ক) প্রগত স্বরসংগতি
খ) পরাগত স্বরসংগতি
গ) অন্যোন্য বা পারস্পরিক স্বরসংগতি
ঘ) স্বরলোপ
উত্তর: গ) অন্যোন্য বা পারস্পরিক স্বরসংগতি
৬৩. 'যদু > যোদো' - এটি কোন স্বরসংগতির উদাহরণ?
ক) প্রগত
খ) পরাগত
গ) অন্যোন্য
ঘ) কোনোটিই নয়
উত্তর: গ) অন্যোন্য
৬৪. 'মধু > মোধু' - এই উদাহরণটি ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়াকে নির্দেশ করে?
ক) অভিশ্রুতি
খ) অপিনিহিতি
গ) অন্যোন্য স্বরসংগতি
ঘ) সমীভবন
উত্তর: গ) অন্যোন্য স্বরসংগতি
৬৫. 'অভিশ্রুতি' হল অপিনিহিতির পরবর্তী ধাপ। এটি বাংলা ভাষার কোন রীতিতে বেশি ব্যবহৃত হয়?
ক) সাধু বাংলা
খ) আঞ্চলিক বাংলা
গ) পশ্চিমবঙ্গের চলিত বাংলা
ঘ) কাব্যিক বাংলা
উত্তর: গ) পশ্চিমবঙ্গের চলিত বাংলা
৬৬. অপিনিহিতি সৃষ্ট কোনো শব্দ যখন ধ্বনিলোপ, স্বরসংগতি প্রভৃতি একাধিক ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার ফলে মান্য চলিত ভাষায় ব্যবহারের উপযোগী রূপ লাভ করে, তখন তাকে কী বলে?
ক) স্বরাগম
খ) অভিশ্রুতি
গ) সমীভবন
ঘ) ধ্বনি বিপর্যয়
উত্তর: খ) অভিশ্রুতি
৬৭. 'রাখিয়া > রাইখিয়া (অপিনিহিতি), রাইখিয়া > রাইখিয়ে (স্বরসংগতি), রাইখিয়ে > রেখে (অভিশ্রুতি)' - এটি কীসের উদাহরণ?
ক) স্বরাগম
খ) অভিশ্রুতি
গ) সমীভবন
ঘ) ধ্বনি স্থানান্তর
উত্তর: খ) অভিশ্রুতি
৬৮. 'পটুয়া > পউটা > পোটো' - এই ক্রমিক পরিবর্তনটি কোন ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার উদাহরণ?
ক) স্বরলোপ
খ) ব্যঞ্জনলোপ
গ) অভিশ্রুতি
ঘ) অপিনিহিতি
উত্তর: গ) অভিশ্রুতি
৬৯. 'কন্যা > কইন্যা > কনে' - এই উদাহরণে কোন দুটি ধ্বনি পরিবর্তন একসাথে দেখা যায়?
ক) স্বরাগম ও স্বরলোপ
খ) অপিনিহিতি ও অভিশ্রুতি
গ) সমীভবন ও স্বরসঙ্গতি
ঘ) ধ্বনি বিপর্যয় ও ব্যঞ্জনাগম
উত্তর: খ) অপিনিহিতি ও অভিশ্রুতি
৭০. 'বেদিয়া > বাইদ্যা > বেদে' - এটি কোন ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার অন্তর্গত?
ক) স্বরসঙ্গতি
খ) অভিশ্রুতি
গ) সমীভবন
ঘ) অপিনিহিতি
উত্তর: খ) অভিশ্রুতি
৭১. 'কলিকাতা > কইলকাতা > কোলকাতা' - এই পরিবর্তনটি কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটেছে?
ক) প্রগত স্বরসঙ্গতি
খ) পরাগত স্বরসঙ্গতি
গ) অভিশ্রুতি
ঘ) ধ্বনি বিপর্যয়
উত্তর: গ) অভিশ্রুতি
৭২. 'সমীভবন' বা 'সমীকরণ' বা 'ব্যঞ্জন সংগতি' কথাটির অর্থ কী?
ক) সমান হওয়া বা সমান করা
খ) ধ্বনির আগমন
গ) ধ্বনির লোপ
ঘ) ধ্বনির স্থানান্তর
উত্তর: ক) সমান হওয়া বা সমান করা
৭৩. যখন পাশাপাশি অবস্থিত দুটি পৃথক ব্যঞ্জন একে অপরের প্রভাবে একই ব্যঞ্জনে পরিণত হয়, তখন তাকে কী বলে?
ক) স্বরসঙ্গতি
খ) অভিশ্রুতি
গ) সমীভবন
ঘ) অপিনিহিতি
উত্তর: গ) সমীভবন
৭৪. উচ্চারণকে সরল ও সহজ করার জন্য কোন ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার জন্ম?
ক) স্বরাগম
খ) ধ্বন্যালোপ
গ) সমীভবন
ঘ) ধ্বনির স্থানান্তর
উত্তর: গ) সমীভবন
৭৫. সমীভবনকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক) দুই ভাগে
খ) তিন ভাগে
গ) চার ভাগে
ঘ) পাঁচ ভাগে
উত্তর: খ) তিন ভাগে
৭৬. 'পদ্ম > পদ্দ' - এটি কোন সমীভবনের উদাহরণ?
ক) পরাগত সমীভবন
খ) অন্যোন্য সমীভবন
গ) প্রগত সমীভবন
ঘ) ব্যঞ্জনলোপ
উত্তর: গ) প্রগত সমীভবন
৭৭. 'চন্দন > চন্নন' - এই উদাহরণে কোন ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি পরিবর্তিত হয়েছে?
ক) দ
খ) চ
গ) ন
ঘ) দ
উত্তর: গ) ন
৭৮. 'গলদা > গল্লা' - এটি সমীভবনের কোন প্রকারের অন্তর্গত?
ক) প্রগত
খ) পরাগত
গ) অন্যোন্য
ঘ) পারস্পরিক
উত্তর: ক) প্রগত
৭৯. 'গল্প > গপ্প' - এটি কোন সমীভবনের উদাহরণ?
ক) প্রগত সমীভবন
খ) অন্যোন্য সমীভবন
গ) পরাগত সমীভবন
ঘ) স্বরসঙ্গতি
উত্তর: গ) পরাগত সমীভবন
৮০. 'ধর্ম > ধম্ম' - এখানে কোন ব্যঞ্জনধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়েছে?
ক) ধ
খ) ম
গ) র
ঘ) ঘ
উত্তর: খ) ম
৮১. 'মুর্খ > মুখখ' - এই উদাহরণটি সমীভবনের কোন প্রকারের অন্তর্গত?
ক) প্রগত
খ) পরাগত
গ) অন্যোন্য
ঘ) পারস্পরিক
উত্তর: খ) পরাগত
৮২. যখন পূর্ববর্তী ও পরবর্তী উভয় ব্যঞ্জনধ্বনির প্রভাবে পারস্পরিক পরিবর্তন ঘটে, তখন তাকে কী বলে?
ক) প্রগত সমীভবন
খ) পরাগত সমীভবন
গ) অন্যোন্য বা পারস্পরিক সমীভবন
ঘ) ধ্বনি স্থানান্তর
উত্তর: গ) অন্যোন্য বা পারস্পরিক সমীভবন
৮৩. 'উৎশ্বাস > উচ্ছাস' - এটি কোন সমীভবনের উদাহরণ?
ক) প্রগত
খ) পরাগত
গ) অন্যোন্য
ঘ) কোনোটিই নয়
উত্তর: গ) অন্যোন্য
৮৪. 'মহোৎসব > মোচ্ছব' - এই উদাহরণে কী ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে?
ক) স্বরাগম
খ) ব্যঞ্জনাগম
গ) অন্যোন্য সমীভবন
ঘ) ধ্বনি বিপর্যয়
উত্তর: গ) অন্যোন্য সমীভবন
৮৫. 'কুৎসা > কেচ্ছা' - এটি কোন ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত?
ক) প্রগত সমীভবন
খ) পরাগত সমীভবন
গ) অন্যোন্য সমীভবন
ঘ) স্বরসঙ্গতি
উত্তর: গ) অন্যোন্য সমীভবন
৮৬. 'সত্য > সচ্চ > সাচ' - এই পরিবর্তনটি কোন সমীভবনের অন্তর্গত?
ক) প্রগত
খ) পরাগত
গ) অন্যোন্য
ঘ) পারস্পরিক
উত্তর: গ) অন্যোন্য
৮৭. 'অপিনিহিতি' সাধারণত বাংলার কোন উপভাষায় প্রচলিত বৈশিষ্ট্য?
ক) রাঢ়ী
খ) ঝাড়খন্ডি
গ) বঙ্গালী
ঘ) কামরূপী
উত্তর: গ) বঙ্গালী
৮৮. বাংলাদেশে ধ্বনি পরিবর্তনের কোন রীতি বেশি লক্ষ্য করা যায়?
ক) স্বরসঙ্গতি
খ) সমীভবন
গ) অপিনিহিতি
ঘ) অভিশ্রুতি
উত্তর: গ) অপিনিহিতি
৮৯. 'ঘষিয়া মাজিয়া বাপু কর্যাছ উজ্জ্বল' - এই পঙক্তিটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে যেখানে অপিনিহিতির চর্চা লক্ষ্য করা যায়?
ক) শ্রীকৃষ্ণকীর্তন
খ) চন্ডীমঙ্গল কাব্য
গ) মনসামঙ্গল কাব্য
ঘ) অন্নদামঙ্গল কাব্য
উত্তর: খ) চন্ডীমঙ্গল কাব্য
৯০. জ্ঞানদাসের পদাবলী সাহিত্যে অপিনিহিতির একটি উদাহরণ হলো -
ক) 'আমি কী হেরিলাম নবঘন শ্যাম'
খ) 'যে পণ কর্যাছি মনে । সে যে করিব ।'
গ) 'সবার উপরে মানুষ সত্য'
ঘ) 'ধন ধান্য পুষ্প ভরা'
উত্তর: খ) 'যে পণ কর্যাছি মনে । সে যে করিব ।'
৯১. বর্তমানে লেখ্য বাংলা ভাষায় অপিনিহিতির প্রয়োগ কেমন?
ক) ব্যাপক প্রচলিত
খ) সীমিত প্রচলিত
গ) একদম নেই
ঘ) মাঝে মাঝে দেখা যায়
উত্তর: গ) একদম নেই
৯২. 'স্বরসঙ্গতি'তে পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী স্বর কেমন হয়?
ক) অপরিবর্তিত থাকে
খ) বিপরীত হয়
গ) পরিবর্তিত হয়ে একই রকম বা কাছাকাছি ধ্বনিতে রূপান্তরিত হয়
ঘ) লোপ পায়
উত্তর: গ) পরিবর্তিত হয়ে একই রকম বা কাছাকাছি ধ্বনিতে রূপান্তরিত হয়
৯৩. 'হিসাব > হিসেব' - এটি কোন স্বরসঙ্গতির উদাহরণ?
ক) প্রগত
খ) পরাগত
গ) অন্যোন্য
ঘ) কোনোটিই নয়
উত্তর: খ) পরাগত
৯৪. 'ফিতা > ফিতে' - এই উদাহরণটি কোন স্বরসঙ্গতির অন্তর্গত?
ক) প্রগত
খ) পরাগত
গ) অন্যোন্য
ঘ) পারস্পরিক
উত্তর: খ) পরাগত
৯৫. 'লিখা > লেখা' - এখানে পূর্ববর্তী স্বর 'ই' পরিবর্তিত হয়ে 'এ' হয়েছে। এটি কোন স্বরসঙ্গতির উদাহরণ?
ক) প্রগত
খ) পরাগত
গ) অন্যোন্য
ঘ) পারস্পরিক
উত্তর: খ) পরাগত
৯৬. 'ধুলো' শব্দটি 'ধুলা' থেকে এসেছে। এটি কোন স্বরসঙ্গতির উদাহরণ?
ক) পরাগত
খ) অন্যোন্য
গ) প্রগত
ঘ) অভিশ্রুতি
উত্তর: গ) প্রগত
৯৭. 'মুঠা > মুঠো' - এখানে কী ধরনের স্বরসঙ্গতি ঘটেছে?
ক) পরাগত
খ) অন্যোন্য
গ) প্রগত
ঘ) পারস্পরিক
উত্তর: গ) প্রগত
৯৮. 'বেটি > বিটি' - এটি কোন স্বরসঙ্গতির দৃষ্টান্ত?
ক) প্রগত
খ) পরাগত
গ) অন্যোন্য
ঘ) পারস্পরিক
উত্তর: খ) পরাগত
৯৯. 'সন্ন্যাসী > সন্ন্যিসি' - এই উদাহরণটি স্বরসঙ্গতির কোন প্রকারের অন্তর্গত?
ক) প্রগত
খ) পরাগত
গ) অন্যোন্য
ঘ) অভিশ্রুতি
উত্তর: খ) পরাগত
১০০. 'ক্ষ' এবং 'জ্ঞ' সংযুক্ত বর্ণ দুটির অন্তর্নিহিত ই-কারের অপিনিহিতির উদাহরণ কোনটি?
ক) বাক্য > বাইক্য
খ) সত্য > সইত্ত
গ) যজ্ঞ > যইগ্গ
ঘ) পথ্য > পইথ্য
উত্তর: গ) যজ্ঞ > যইগ্গ
0 Comments