'আমরা' কবিতা: বহু-নির্বাচনী প্রশ্ন (MCQ)

'আমরা' কবিতা: বহু-নির্বাচনী প্রশ্ন (MCQ) ১. 'আমরা' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? ক) সবিতা খ) ফুলের ফসল গ) কুহু ও কেকা ঘ) বেণু ও বীণা উত্তর: গ) কুহু ও কেকা ২. কবি সত্যেন্দ্রনাথ দত্তকে কে 'ছন্দোরাজা' বলে অভিহিত করেছিলেন? ক) কাজী নজরুল ইসলাম খ) মাইকেল মধুসূদন দত্ত গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) জীবনানন্দ দাশ উত্তর: গ) রবীন্দ্রনাথ ঠাকুর ৩. সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম সাল কোনটি? ক) ১৮৮২ খ্রিস্টাব্দ খ) ১৮৯৪ খ্রিস্টাব্দ গ) ১৯০০ খ্রিস্টাব্দ ঘ) ১৯২২ খ্রিস্টাব্দ উত্তর: ক) ১৮৮২ খ্রিস্টাব্দ ৪. কবি সত্যেন্দ্রনাথ দত্তের পৈতৃক নিবাস কোথায় ছিল? ক) নিমতা খ) চুপিগ্রাম গ) কলকাতা ঘ) হাবড়া উত্তর: খ) চুপিগ্রাম ৫. সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহের নাম কী ছিল? ক) রজনীনাথ দত্ত খ) দেবেন্দ্রনাথ সেন গ) অক্ষয়কুমার দত্ত ঘ) ঈশানচন্দ্র বসু উত্তর: গ) অক্ষয়কুমার দত্ত ৬. সত্যেন্দ্রনাথ দত্ত কোন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন? ক) হেয়ার স্কুল খ) সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল গ) সেন্ট্রাল কলেজিয়েট স্কুল ঘ) হিন্দু স্কুল উত্তর: গ) সেন্ট্রাল কলেজিয়েট স্কুল ৭. সত্যেন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? ক) হোমশিখা খ) সবিতা গ) তীর্থসলিল ঘ) ফুলের ফসল উত্তর: খ) সবিতা ৮. সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনামগুলির মধ্যে কোনটি সঠিক নয়? ক) নবকুমার খ) কবিরত্ন গ) অশীতিপর শর্মা ঘ) ভানুসিংহ উত্তর: ঘ) ভানুসিংহ ৯. কোন ঘটনা উপলক্ষ্যে সত্যেন্দ্রনাথ 'কবিপ্রশস্তি' রচনা করে রবীন্দ্রনাথকে উপহার দেন? ক) রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্তি খ) রবীন্দ্রনাথের পঞ্চাশ বছর পূর্তি গ) রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী ঘ) রবীন্দ্রনাথের প্রথম কাব্য প্রকাশ উত্তর: খ) রবীন্দ্রনাথের পঞ্চাশ বছর পূর্তি ১০. 'আমরা' কবিতায় বঙ্গভূমির কপালে কী শোভা পায়? ক) কনক মুকুট খ) কাঞ্চন মুকুট গ) কাঞ্চন-শৃঙ্গ মুকুট ঘ) হীরক মুকুট উত্তর: গ) কাঞ্চন-শৃঙ্গ মুকুট ১১. বাংলার দক্ষিণের বনভূমিতে বাঙালিরা কোন প্রাণীর সাথে যুদ্ধ করে বেঁচে থাকে? ক) সিংহ খ) বাঘ গ) হাতি ঘ) গণ্ডার উত্তর: খ) বাঘ ১২. কবি কেন বলেছেন 'আমরা হেলায় নাগেরে খেলাই'? ক) বাঙালিরা সাপকে পোষ মানাতে পারে খ) কিছু বাঙালির পেশা সাপ খেলা দেখানো গ) সাপ বাংলার একটি পরিচিত প্রাণী ঘ) পৌরাণিক কাহিনির উল্লেখ করতে উত্তর: খ) কিছু বাঙালির পেশা সাপ খেলা দেখানো ১৩. পৌরাণিক কাহিনি অনুসারে কে কালিয় নাগের মাথায় নেচেছিলেন? ক) রামচন্দ্র খ) লক্ষণ গ) শ্রীকৃষ্ণ ঘ) সুগ্রীব উত্তর: গ) শ্রীকৃষ্ণ ১৪. চতুরঙ্গ বলতে কী বোঝানো হয়েছে? ক) চারটি খেলার নাম খ) চারটি ঋতুর সমষ্টি গ) হাতি, ঘোড়া, রথ ও পদাতি সমন্বিত সেনাবাহিনী ঘ) চার প্রকার অস্ত্র উত্তর: গ) হাতি, ঘোড়া, রথ ও পদাতি সমন্বিত সেনাবাহিনী ১৫. কোন বাঙালি রাজপুত্র লঙ্কাদ্বীপ জয় করে নিজের শৌর্যের পরিচয় রেখেছিলেন? ক) প্রতাপাদিত্য খ) চাঁদ রায় গ) বিজয়সিংহ ঘ) সংগ্রাম সিংহ উত্তর: গ) বিজয়সিংহ ১৬. বিজয়সিংহ কোন অঞ্চলের রাজপুত্র ছিলেন? ক) রাঢ় বাংলার সিংহপুর খ) গৌড় গ) নবদ্বীপ ঘ) শ্রীহট্ট উত্তর: ক) রাঢ় বাংলার সিংহপুর ১৭. তিব্বতে জ্ঞানের দ্বীপ কে জ্বেলেছিলেন? ক) কপিলমুনি খ) রঘুনাথ শিরোমণি গ) অতীশ দীপঙ্কর ঘ) জয়দেব উত্তর: গ) অতীশ দীপঙ্কর ১৮. জয়দেবের 'গীতগোবিন্দ' কাব্যটি কোন ভাষার অমূল্য সম্পদ? ক) বাংলা খ) পালি গ) সংস্কৃত ঘ) প্রাকৃত উত্তর: গ) সংস্কৃত ১৯. কবি জয়দেবকে বাংলার কী বলা হয়েছে? ক) সুর্য খ) রবি গ) চাঁদ ঘ) তারা উত্তর: খ) রবি ২০. মন্বন্তরেও কারা মরেনি বলে কবিতায় উল্লেখ করা হয়েছে? ক) সকল মানুষ খ) বাঙালি জাতি গ) কৃষকেরা ঘ) শাসকেরা উত্তর: খ) বাঙালি জাতি ২১. কবি বাংলা দেশকে 'বাঞ্ছিত ভূমি' বলেছেন কেন? ক) এখানে ভালো ফসল হয় খ) এখানে অনেক নদী আছে গ) এটি সকলের আকাঙ্ক্ষার স্থান ঘ) এখানে অনেক সম্পদ আছে উত্তর: গ) এটি সকলের আকাঙ্ক্ষার স্থান ২২. বঙ্গমাতার বাম হাতে কীসের ফুল শোভা পায়? ক) পদ্ম খ) জবা গ) শাপলা ঘ) গোলাপ উত্তর: ক) পদ্ম ২৩. বাংলার কোন নদীকে কবি পুণ্যসলিলা বলেছেন? ক) যমুনা খ) ব্রহ্মপুত্র গ) পদ্মা ঘ) গঙ্গা উত্তর: ঘ) গঙ্গা ২৪. 'বরভূধর' বা 'ওংকারধাম' মন্দির তৈরিতে কাদের স্থাপত্যকীর্তির নিদর্শন রয়েছে? ক) পাল যুগের ভাস্করদের খ) বাঙালি স্থপতিদের গ) হিন্দু রাজাদের ঘ) বৌদ্ধ সন্ন্যাসীদের উত্তর: খ) বাঙালি স্থপতিদের ২৫. বিটপাল ও ধীমান কিসের জন্য বিখ্যাত ছিলেন? ক) কাব্য রচনা খ) যুদ্ধ কৌশল গ) ভাস্কর্য ও স্থাপত্য ঘ) বিজ্ঞান গবেষণা উত্তর: গ) ভাস্কর্য ও স্থাপত্য ২৬. বিটপাল ও ধীমান কোন যুগের মানুষ ছিলেন? ক) গুপ্ত যুগ খ) পাল যুগ গ) সেন যুগ ঘ) আধুনিক যুগ উত্তর: খ) পাল যুগ ২৭. কোন দুটি গীতিধারার মাধ্যমে বাঙালি তার হৃদয়ের তত্ত্বকথা প্রকাশ করেছে? ক) রবীন্দ্রসংগীত ও নজরুলগীতি খ) লোকগীতি ও ভাওয়াইয়া গ) কীর্তন ও বাউল গান ঘ) ভজন ও গজল উত্তর: গ) কীর্তন ও বাউল গান ২৮. কে মানবতার বাণী প্রচার করে সমাজে আলোড়ন তুলেছিলেন? ক) শ্রীরামকৃষ্ণদেব খ) বিবেকানন্দ গ) শ্রীচৈতন্যদেব ঘ) আচার্য জগদীশচন্দ্র বসু উত্তর: গ) শ্রীচৈতন্যদেব ২৯. কে বিশ্বকে পথ দেখিয়েছেন? ক) শ্রীরামকৃষ্ণদেব খ) বিবেকানন্দ গ) শ্রীচৈতন্যদেব ঘ) আচার্য প্রফুল্লচন্দ্র রায় উত্তর: খ) বিবেকানন্দ ৩০. বাঙালি তার বুদ্ধি দিয়ে বহু প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছে এবং কীসের সন্ধান পেয়েছে? ক) সম্পদের খ) জ্ঞানের গ) সত্যের ঘ) সুখের উত্তর: গ) সত্যের ৩১. কবিতার শেষে কবি বাঙালির ভবিষ্যতের সার্থকতা কিসের ওপর প্রতিষ্ঠিত হবে বলে আশা করেছেন? ক) শক্তির প্রয়োগ খ) অতীতের সাফল্য গ) ঈর্ষা-বিদ্বেষ ঘ) বিচ্ছেদ উত্তর: খ) অতীতের সাফল্য ৩২. কবি সত্যেন্দ্রনাথ দত্তের জাতীয়তাবাদী মানসিকতায় কীসের প্রকাশ ঘটেছে? ক) অন্য জাতির প্রতি ঘৃণা খ) নিজের দেশ ও জাতি সম্পর্কে তীব্র ভালোবাসা ও গৌরববোধ গ) সাম্রাজ্যবাদ ঘ) দেশপ্রেমহীনতা উত্তর: খ) নিজের দেশ ও জাতি সম্পর্কে তীব্র ভালোবাসা ও গৌরববোধ ৩৩. 'আমরা' কবিতায় কবি বাঙালির জয়গাথা রচনা করতে গিয়ে কিসের উপর নির্ভর করেছেন? ক) কেবল ইতিহাস খ) জনশ্রুতি গ) ইতিহাস ও জনশ্রুতি উভয়ই ঘ) কল্পকথা উত্তর: গ) ইতিহাস ও জনশ্রুতি উভয়ই ৩৪. বারোভূঁইয়ার অন্যতম কোন দুই বীর মোগলদের প্রতিরোধ করেছিলেন? ক) বিজয়সিংহ ও প্রতাপাদিত্য খ) চাঁদ রায় ও প্রতাপাদিত্য গ) রঘুনাথ শিরোমণি ও অতীশ দীপঙ্কর ঘ) বিটপাল ও ধীমান উত্তর: খ) চাঁদ রায় ও প্রতাপাদিত্য ৩৫. কপিলমুনির কোন দর্শন এই বাংলার রচনাভূমি বলে কবি মনে করেছেন? ক) ন্যায়দর্শন খ) বৈশেষিক দর্শন গ) সাংখ্যদর্শন ঘ) যোগদর্শন উত্তর: গ) সাংখ্যদর্শন ৩৬. নবদ্বীপের কোন পণ্ডিত মিথিলার পণ্ডিত পক্ষধর মিশ্রকে তর্কযুদ্ধে পরাজিত করেছিলেন? ক) শ্রীচৈতন্যদেব খ) রঘুনাথ শিরোমণি গ) জয়দেব ঘ) অতীশ দীপঙ্কর উত্তর: খ) রঘুনাথ শিরোমণি ৩৭. বাংলার সঙ্গে সমুদ্রপথে কোন অঞ্চলের বাণিজ্যিক যোগাযোগ ছিল? ক) দক্ষিণ-পূর্ব এশিয়া খ) মধ্যপ্রাচ্য গ) ইউরোপ ঘ) আফ্রিকা উত্তর: ক) দক্ষিণ-পূর্ব এশিয়া ৩৮. কোন দুজন বিজ্ঞানীকে কবি নাম করে বা ইশারা করে বাঙালির গৌরব হিসেবে উল্লেখ করেছেন? ক) আচার্য জগদীশচন্দ্র বসু ও আচার্য প্রফুল্লচন্দ্র রায় খ) মেঘনাদ সাহা ও সত্যেন্দ্রনাথ বসু গ) সি.ভি. রমন ও এ.পি.জে. আব্দুল কালাম ঘ) শ্রীনিবাস রামানুজন ও রামানন্দ চট্টোপাধ্যায় উত্তর: ক) আচার্য জগদীশচন্দ্র বসু ও আচার্য প্রফুল্লচন্দ্র রায় ৩৯. বাঙালির সংস্কৃতির মূল সুর কোনটি? ক) ধর্মীয় গোঁড়ামি খ) মানুষের সঙ্গে মানুষের মহামিলনের সুর গ) বিভেদ ঘ) সংকীর্ণতা উত্তর: খ) মানুষের সঙ্গে মানুষের মহামিলনের সুর ৪০. বাঙালি দেবতাকে কেমন করে হৃদয়ে স্থান দিয়েছে? ক) ভয় পেয়ে খ) শ্রদ্ধা করে গ) আত্মীয়ের মতো ঘ) ভক্তির সাথে উত্তর: গ) আত্মীয়ের মতো ৪১. কবির মতে, বাঙালির পা ধুয়ে দেয় কে? ক) গঙ্গা নদী খ) বঙ্গোপসাগর গ) ব্রহ্মপুত্র নদ ঘ) মেঘনা নদী উত্তর: খ) বঙ্গোপসাগর ৪২. কবি কল্পনায় হিমালয় পর্বতমালাকে কীসের সঙ্গে তুলনা করেছেন? ক) মুকুট খ) পাহারা গ) দেয়াল ঘ) ছাতা উত্তর: ক) মুকুট ৪৩. বাংলার সোনালি ধানখেতকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? ক) মায়ের আঁচল খ) মায়ের কোলভরা সোনার ধান গ) মায়ের সাজ ঘ) মায়ের উপহার উত্তর: খ) মায়ের কোলভরা সোনার ধান ৪৪. 'আমরা' কবিতায় কবি কিসের মাধ্যমে মহামিলনের গান শুনিয়েছেন? ক) ত্যাগের মন্ত্রে খ) শক্তির প্রয়োগে গ) মিলনের মন্ত্রে ঘ) ঈর্ষা-বিদ্বেষে উত্তর: গ) মিলনের মন্ত্রে ৪৫. সত্যেন্দ্রনাথ দত্ত কত খ্রিস্টাব্দে FA পরীক্ষায় পাস করেন? ক) ১৮৯৯ খ) ১৯০০ গ) ১৯০১ ঘ) ১৯০৩ উত্তর: গ) ১৯০১ ৪৬. সত্যেন্দ্রনাথ দত্তের কত বছর বয়সে মৃত্যু হয়? ক) ৩৫ বছর খ) ৩৮ বছর গ) ৪০ বছর ঘ) ৪২ বছর উত্তর: গ) ৪০ বছর ৪৭. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থে সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে কবিতা লেখেন? ক) মানসী খ) সোনার তরী গ) পুরবী ঘ) চিত্রাঙ্গদা উত্তর: গ) পুরবী ৪৮. বাংলার কোন দুই আক্রমণকারীকে বাঙালি প্রাণপণে লড়াই করে প্রতিরোধ করেছিল? ক) ইংরেজ ও ফরাসি খ) মগ ও মোগল গ) পাঠান ও তুর্কি ঘ) পর্তুগিজ ও ওলন্দাজ উত্তর: খ) মগ ও মোগল ৪৯. শ্রীচৈতন্যদেব বাঙালির আধ্যাত্মিক ও সামাজিক ক্ষেত্রে কী দান করেছেন? ক) জ্ঞান খ) সম্পদ গ) অপূর্ব মহিমা ঘ) ক্ষমতা উত্তর: গ) অপূর্ব মহিমা ৫০. কবি আশা করেছেন যে বাঙালি একদিন জগতে কী অর্জন করবে? ক) খ্যাতি খ) শ্রেষ্ঠত্বের শিরোপা গ) ক্ষমতা ঘ) সম্পদ উত্তর: খ) শ্রেষ্ঠত্বের শিরোপা

Post a Comment

0 Comments