বাঙ্গালার ইতিহাস: MCQ প্রশ্ন উত্তর

বাঙ্গালার ইতিহাস: MCQ প্রশ্ন উত্তর ১. বেলা পাঁচটার সময় সিরাজউদ্দৌলা কোথায় উপস্থিত হয়েছিলেন? ক) প্রাসাদে খ) শিবিরে গ) দুর্গ মধ্যে ঘ) ময়দানে ২. সিরাজউদ্দৌলার সামনে ইউরোপীয়দের আনা হলে হলওয়েল সাহেবের কী অবস্থা ছিল? ক) তার হাত বাঁধা ছিল খ) তিনি অসুস্থ ছিলেন গ) তিনি হাসছিলেন ঘ) তিনি অস্ত্র হাতে ছিলেন ৩. সিরাজউদ্দৌলা হলওয়েল সাহেবকে কী বলে আশ্বাস দিয়েছিলেন? ক) তোমাকে মুক্তি দেওয়া হবে না খ) তোমার একটি কেশও স্পর্শ হবে না গ) তোমাকে শাস্তি দেওয়া হবে ঘ) তোমাকে ধন দেওয়া হবে ৪. সিরাজউদ্দৌলা কী দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন? ক) এত কম লোক কীভাবে এতক্ষণ যুদ্ধ করল খ) এত কম লোক কীভাবে দুর্গ দখল করল গ) এত বেশি সৈন্য কেন পরাজিত হলো ঘ) এত কম লোক কেন আত্মসমর্পণ করল ৫. সিরাজউদ্দৌলা কাকে সামনে আনার আদেশ করলেন? ক) হলওয়েলকে খ) মানিকচাঁদকে গ) কৃষ্ণদাসকে ঘ) রবার্ট ক্লাইভকে ৬. নবাবের ইংরেজদের আক্রমণ করার একটি প্রধান কারণ কী ছিল? ক) অর্থলিপ্সা খ) কৃষ্ণদাসকে আশ্রয় দেওয়া গ) ফরাসিদের উস্কানি ঘ) ডাচদের বিরোধ ৭. সকলে কৃষ্ণদাসের কী হবে বলে অনুমান করেছিল? ক) তাকে পুরস্কৃত করা হবে খ) তাকে গুরুতর দণ্ড দেওয়া হবে গ) তাকে নির্বাসিত করা হবে ঘ) তাকে সেনাপতি বানানো হবে ৮. সিরাজউদ্দৌলা কৃষ্ণদাসকে কী পুরস্কার দিয়েছিলেন? ক) স্বর্ণমুদ্রা খ) একটি মহামূল্য পরিচ্ছদ গ) একটি জমি ঘ) একটি উপাধি ৯. বেলা ছয়-সাতটার সময় নবাব দুর্গ কার হাতে সমর্পণ করে শিবিরে গেলেন? ক) হলওয়েলের খ) মোহনলালের গ) মানিকচাঁদের ঘ) কৃষ্ণদাসের ১০. সে সময়ে মোট কতজন ইউরোপীয় বন্দী ছিল? ক) একশো ছেচল্লিশ জন খ) একশো কুড়ি জন গ) দুইশো জন ঘ) তেইশ জন ১১. দুর্গের মধ্যে বন্দীদের রাখার জন্য যে ঘরটি ছিল তার দৈর্ঘ্য কত ছিল? ক) দশ হাত খ) বারো হাত গ) পনেরো হাত ঘ) নয় হাত ১২. বন্দীদের রাখার ঘরের প্রস্থ কত ছিল? ক) বারো হাত খ) দশ হাত গ) নয় হাত ঘ) সাত হাত ১৩. ঘরের বায়ু চলাচলের জন্য কয়টি জানালা ছিল? ক) দুইটি খ) তিনটি গ) একটি ঘ) চারটি ১৪. ইংরেজরা আগে ওই ঘরে কাদেরকে বন্দি করে রাখত? ক) গুরুতর অপরাধীদের খ) কলহকারী দুর্বৃত্ত সৈনিকদের গ) রাজনৈতিক বন্দীদের ঘ) সাধারণ প্রজাদের ১৫. নবাবের সেনাপতি সমস্ত ইউরোপীয় বন্দীদের ওই ছোট ঘরে কখন নিক্ষেপ করলেন? ক) শীতকালে খ) বর্ষাকালে গ) দারুণ গ্রীষ্মকালে ঘ) বসন্তকালে ১৬. বন্দীরা ঘোরতর পিপাসায় কাতর হয়ে রক্ষকদের কাছে কী চেয়েছিল? ক) খাবার খ) আলো গ) জল ঘ) ওষুধ ১৭. রক্ষকদের দেওয়া জল বন্দীদের কী অবস্থা করেছিল? ক) তাদের শান্ত করেছিল খ) তাদের সুস্থ করেছিল গ) তাদের ক্ষিপ্তপ্রায় করেছিল ঘ) তাদের ঘুম পাড়িয়েছিল ১৮. বন্দীরা নিশ্বাস নেওয়ার জন্য কার কাছে যেতে চাইছিল? ক) দরজার কাছে খ) দেয়ালের কাছে গ) জানালার কাছে ঘ) রক্ষকদের কাছে ১৯. যন্ত্রণায় অস্থির হয়ে বন্দীরা রক্ষীদের কাছে কী প্রার্থনা করছিল? ক) তাদের খাবার দিতে খ) তাদের মুক্তি দিতে গ) গুলি করে তাদের যন্ত্রণা শেষ করতে ঘ) তাদের অন্য ঘরে নিয়ে যেতে ২০. কতজন ইউরোপীয় বন্দীর মধ্যে কতজন জীবিত ছিল পরদিন সকালে? ক) ১৫৬ জনের মধ্যে ৩৩ জন খ) ১৪৬ জনের মধ্যে ২৩ জন গ) ১৩৬ জনের মধ্যে ১৩ জন ঘ) ১২৬ জনের মধ্যে ২১ জন ২১. ইতিহাসে এই ভয়ঙ্কর ঘটনা কী নামে পরিচিত? ক) কলকাতা অবরোধ খ) সিরাজের প্রতিহিংসা গ) অন্ধকূপ হত্যা ঘ) মীরজাফরের বিশ্বাসঘাতকতা ২২. অন্ধকূপ হত্যার জন্য সিরাজউদ্দৌলাকে কী বলে প্রসিদ্ধ করা হয়েছিল? ক) মহৎ শাসক খ) বীর যোদ্ধা গ) নৃশংস রাক্ষস ঘ) প্রজাবৎসল রাজা ২৩. সিরাজউদ্দৌলা অন্ধকূপ হত্যার ব্যাপারে কখন জানতে পেরেছিলেন? ক) ঘটনার ঠিক পরেই খ) পরদিন সকালে গ) কয়েকদিন পরে ঘ) তিনি কখনো জানতে পারেননি ২৪. অন্ধকূপ হত্যার সমস্ত দোষ কার উপর বর্তায়? ক) সিরাজউদ্দৌলার খ) মানিকচাঁদের গ) হলওয়েলের ঘ) কৃষ্ণদাসের ২৫. ২১ জুন সকালে এই ঘটনা নবাবের কানে গেলে তিনি কেমন মনোভাব দেখালেন? ক) অত্যন্ত ক্ষুব্ধ হলেন খ) খুব দুঃখিত হলেন গ) অতিশয় অনবধান দেখালেন ঘ) ঘটনাটি অস্বীকার করলেন ২৬. অন্ধকূপ থেকে জীবিত উদ্ধার পাওয়া ব্যক্তিদের মধ্যে কে ছিলেন? ক) মানিকচাঁদ খ) হলওয়েল সাহেব গ) কৃষ্ণদাস ঘ) মোহনলাল ২৭. হলওয়েল সাহেবকে ডেকে নবাব কী দেখিয়ে দিতে বললেন? ক) অস্ত্রাগার খ) ধনাগার গ) সৈন্যদের ছাউনি ঘ) গুপ্তপথ ২৮. ধনাগারের মধ্যে কত টাকার বেশি পাওয়া যায়নি? ক) পঞ্চাশ হাজার খ) এক লক্ষ গ) দশ হাজার ঘ) পঁচাত্তর হাজার ২৯. সিরাজউদ্দৌলা কতদিন কলকাতার আশেপাশে ছিলেন? ক) পাঁচ দিন খ) সাত দিন গ) নয় দিন ঘ) পনেরো দিন ৩০. কলকাতা দখল করার পর সিরাজউদ্দৌলা কলকাতার নতুন নাম কী রেখেছিলেন? ক) সিরাজাবাদ খ) ফোর্ট উইলিয়াম গ) আলীনগর ঘ) নিজামতাবাদ ৩১. কলকাতা থেকে মুর্শিদাবাদ রওনা দেওয়ার আগে নবাব কোন তারিখে হুগলীতে পৌঁছালেন? ক) ২১ জুন খ) ২ জুলাই গ) ১০ জুলাই ঘ) ১৫ আগস্ট ৩২. হুগলীতে পৌঁছে নবাব কাদের কাছ থেকে টাকা চাইলেন? ক) ইংরেজ ও মারাঠাদের খ) ওলন্দাজ ও ফরাসিদের গ) পর্তুগিজ ও স্প্যানিশদের ঘ) দিনেমার ও শিখদের ৩৩. নবাব ওলন্দাজদের কী বলে ভয় দেখিয়েছিলেন? ক) যদি টাকা না দাও, তোমাদের ব্যবসা বন্ধ করে দেব খ) যদি অস্বীকার করো, তোমাদেরও ইংরেজদের মতো অবস্থা করব গ) যদি অস্বীকার করো, তোমাদের দেশ দখল করব ঘ) যদি টাকা না দাও, তোমাদের জাহাজ ডুবিয়ে দেব ৩৪. ওলন্দাজেরা কত টাকা দিয়ে রেহাই পেয়েছিল? ক) চার লক্ষ টাকা খ) সাড়ে চার লক্ষ টাকা গ) পাঁচ লক্ষ টাকা ঘ) সাড়ে তিন লক্ষ টাকা ৩৫. ফরাসিরা কত টাকা দিয়ে রেহাই পেয়েছিল? ক) সাড়ে তিন লক্ষ টাকা খ) চার লক্ষ টাকা গ) সাড়ে চার লক্ষ টাকা ঘ) পাঁচ লক্ষ টাকা ৩৬. দিনেমাররা শ্রীরামপুর নগর কবে স্থাপন করেছিল? ক) ১৭৫০ খ্রিস্টাব্দে খ) ১৭৫৫ খ্রিস্টাব্দে গ) ১৭৫৬ খ্রিস্টাব্দে ঘ) ১৭৬০ খ্রিস্টাব্দে ৩৭. সিরাজউদ্দৌলা জয়লাভ করে কার উপর আক্রমণ স্থির করলেন? ক) মীরজাফর খ) জগৎশেঠ গ) সকতজঙ্গ ঘ) মোহনলাল ৩৮. সকতজঙ্গ সিরাজউদ্দৌলার সম্পর্কে কী ছিলেন? ক) তার সেনাপতি খ) তার সভাসদ গ) তার পিতৃব্যপুত্র (খুড়তুতো ভাই) ঘ) তার প্রতিদ্বন্দ্বী রাজা ৩৯. সিরাজউদ্দৌলা বিবাদ শুরু করার জন্য কাকে পূর্ণিয়ার ফৌজদার নিযুক্ত করলেন? ক) তার সেনাপতিকে খ) তার এক ভৃত্যকে গ) তার ছেলেকে ঘ) তার ভাইপোকে ৪০. সকতজঙ্গ সিরাজউদ্দৌলার পত্রের উত্তরে কী লিখেছিলেন? ক) আমি আপনার আদেশ মান্য করব খ) আমি সমস্ত প্রদেশের যথার্থ অধিপতি গ) আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ঘ) আমি আপনার সাথে দেখা করতে চাই ৪১. সকতজঙ্গ নিজেকে পূর্ণিয়ার যথার্থ অধিপতি প্রমাণ করার জন্য কোথা থেকে সনদ পাওয়ার কথা বলেছিলেন? ক) মুর্শিদাবাদ থেকে খ) কলকাতা থেকে গ) দিল্লি থেকে ঘ) পাটনা থেকে ৪২. সকতজঙ্গের উদ্ধত উত্তর পেয়ে সিরাজউদ্দৌলা কী করলেন? ক) ক্ষমা চাইলেন খ) ক্রোধে অধৈর্য হলেন ও সৈন্য সংগ্রহ করে রওনা হলেন গ) আলাপ-আলোচনার প্রস্তাব দিলেন ঘ) যুদ্ধ থামিয়ে দিলেন ৪৩. সকতজঙ্গ যুদ্ধের ব্যাপারে কেমন ছিলেন? ক) তিনি যুদ্ধের কিছুই জানতেন না খ) তিনি একজন অভিজ্ঞ যোদ্ধা ছিলেন গ) তিনি কেবল নিজের পরামর্শ শুনতেন ঘ) তিনি ভালো যোদ্ধা ছিলেন কিন্তু পরামর্শ শুনতেন না ৪৪. সকতজঙ্গের সেনাপতিরা সৈন্যদের নিয়ে কোথায় উপস্থিত হলেন? ক) একটি খোলা মাঠে খ) একটি দুর্ভেদ্য স্থানে গ) একটি পাহাড়ি অঞ্চলে ঘ) একটি শহরে ৪৫. সকতজঙ্গের সৈন্যের সামনের জলা পার হওয়ার জন্য কয়টি সেতু ছিল? ক) দুইটি খ) তিনটি গ) একটি ঘ) চারটি ৪৬. সকতজঙ্গের সৈন্যদলে উপযুক্ত সেনাপতি কতজন ছিল? ক) একজন খ) দুইজন গ) কয়েকজন ঘ) একজনও না ৪৭. সিরাজউদ্দৌলার সৈন্যরা প্রথমে কী দিয়ে সকতজঙ্গের সৈন্যদের উপর আক্রমণ শুরু করেছিল? ক) তীর দিয়ে খ) তলোয়ার দিয়ে গ) বড় বড় কামানের গোলা দিয়ে ঘ) বন্দুক দিয়ে ৪৮. সকতজঙ্গ যখন যুদ্ধ চলছিল তখন তিনি নিজের শিবিরে কী করছিলেন? ক) যুদ্ধ কৌশল তৈরি করছিলেন খ) অতিরিক্ত সুরাপান করছিলেন গ) আহত সৈন্যদের সেবা করছিলেন ঘ) ঘুমাচ্ছিলেন ৪৯. যুদ্ধক্ষেত্রে যখন সকতজঙ্গকে হস্তীতে চড়িয়ে আনা হচ্ছিল, তখন শত্রুপক্ষ থেকে আসা একটি গোলা তার কোথায় লাগলো? ক) বুকে খ) হাতে গ) কপালে ঘ) পায়ে ৫০. সকতজঙ্গের মৃত্যুর পর তার সৈন্যরা কী করল? ক) দ্বিগুণ উৎসাহে যুদ্ধ করল খ) শ্রেণিভঙ্গ করে পালিয়ে গেল গ) আত্মসমর্পণ করল ঘ) প্রতিরোধ গড়ে তুলল বাঙ্গালার ইতিহাস: MCQ প্রশ্নাবলী ৫১. পূর্ণিয়া অধিকার করার পর নবাবের সেনাপতি মোহনলাল কত টাকা মুর্শিদাবাদে পাঠিয়েছিলেন? ক) নব্বই লক্ষের বেশি/কম খ) ষাট লক্ষ গ) পঁচাত্তর লক্ষ ঘ) এক কোটি উত্তর: ক) নব্বই লক্ষের বেশি/কম ৫২. পূর্ণিয়া থেকে মোহনলাল ধনাগারের টাকা ছাড়া আর কী মুর্শিদাবাদে পাঠিয়েছিলেন? ক) সকতজঙ্গের পরিবারের সদস্যদের খ) সকতজঙ্গের যাবতীয় অন্তঃপুরিকাদের গ) যুদ্ধবন্দীদের ঘ) সৈন্যসামন্তদের উত্তর: খ) সকতজঙ্গের যাবতীয় অন্তঃপুরিকাদের ৫৩. হলওয়েল সাহেব যখন সিরাজউদ্দৌলার সামনে নীত হলেন, তখন নবাব তার হাত কেন খুলে দিতে আদেশ করলেন? ক) তিনি অসুস্থ ছিলেন বলে খ) তাকে সম্মান জানানোর জন্য গ) তাকে আশ্বস্ত করার জন্য ঘ) তার প্রতি ক্রোধ প্রকাশের জন্য উত্তর: গ) তাকে আশ্বস্ত করার জন্য ৫৪. সিরাজউদ্দৌলার কাছে হলওয়েল সাহেবের হাত বাঁধা দেখে নবাবের প্রাথমিক প্রতিক্রিয়া কী ছিল? ক) ক্রোধ খ) দুঃখ গ) আদেশ দিলেন হাত খুলে দিতে ঘ) উপেক্ষা করলেন উত্তর: গ) আদেশ দিলেন হাত খুলে দিতে ৫৫. নবাব যখন বিস্ময় প্রকাশ করে বললেন, "এত অল্প সংখ্যক ব্যক্তি, কীরূপে, চারিশত গুণ অধিক সৈন্যের সহিত এতক্ষণ যুদ্ধ করিল", তখন তিনি কাদের কথা বলছিলেন? ক) মারাঠাদের খ) ইউরোপীয়দের গ) ফরাসিদের ঘ) নিজ সৈন্যদের উত্তর: খ) ইউরোপীয়দের ৫৬. সিরাজউদ্দৌলা কৃষ্ণদাসকে সামনে আনার আদেশ দেওয়ার পর, তিনি কোথায় সভা করেছিলেন? ক) একটি তাঁবুর মধ্যে খ) একটি বদ্ধ কক্ষে গ) এক অনাবৃত প্রদেশে ঘ) একটি প্রাসাদের ভিতরে উত্তর: গ) এক অনাবৃত প্রদেশে ৫৭. কৃষ্ণদাসকে আশ্রয় দেওয়া ইংরেজদের কোন কাজকে নবাব আক্রমণের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছিলেন? ক) কৃষ্ণদাসকে আশ্রয় দেওয়া খ) বাণিজ্যিক অসঙ্গতি গ) সামরিক প্রস্তুতি ঘ) নবাবকে অসম্মান করা উত্তর: ক) কৃষ্ণদাসকে আশ্রয় দেওয়া ৫৮. সিরাজউদ্দৌলার কৃষ্ণদাসকে দণ্ড না দিয়ে উল্টো পুরস্কার দেওয়ার ঘটনা কীসের ইঙ্গিত দেয়? ক) নবাবের দুর্বলতা খ) নবাবের উদারতা বা কূটনীতি গ) নবাবের ভুল সিদ্ধান্ত ঘ) নবাবের ভয় উত্তর: খ) নবাবের উদারতা বা কূটনীতি ৫৯. অন্ধকূপের ঘরটি বায়ু সঞ্চালনের জন্য পর্যাপ্ত ছিল না কেন? ক) এটি ভূগর্ভস্থ ছিল খ) মাত্র একটি জানালা ছিল গ) এর দরজা সবসময় বন্ধ থাকত ঘ) এটি ছোট ছিল এবং বাতাস ঢোকার পথ ছিল না উত্তর: খ) মাত্র একটি জানালা ছিল ৬০. বন্দীরা জল পাওয়ার পর কেন আরও ক্ষিপ্তপ্রায় হয়েছিল? ক) জল যথেষ্ট ছিল না খ) জল পানের পর তাদের কষ্ট বেড়ে গিয়েছিল গ) রক্ষীরা তাদের সাথে খারাপ ব্যবহার করেছিল ঘ) জল পানের পর তারা আরও অসুস্থ হয়ে পড়েছিল উত্তর: খ) জল পানের পর তাদের কষ্ট বেড়ে গিয়েছিল ৬১. বন্দীরা নিজেদের যন্ত্রণার অবসান চেয়ে রক্ষকদের কাছে কী করতে অনুরোধ করছিল? ক) তাদের মুক্তি দিতে খ) তাদের গুলি করে মেরে ফেলতে গ) তাদের খাবার দিতে ঘ) তাদের অন্য কোথাও নিয়ে যেতে উত্তর: খ) তাদের গুলি করে মেরে ফেলতে ৬২. অন্ধকূপের মধ্যে অনেক বন্দীর মৃত্যু হয়েছিল কীভাবে? ক) অস্ত্রের আঘাতে খ) অনাহারে গ) শ্বাসরুদ্ধ হয়ে এবং পিপাসায় ঘ) আত্মহত্যা করে উত্তর: গ) শ্বাসরুদ্ধ হয়ে এবং পিপাসায় ৬৩. অন্ধকূপ হত্যায় জীবিতরা কীভাবে বেঁচে ছিল? ক) তারা জানালার কাছে ছিল খ) তারা মৃতদেহের উপর দাঁড়িয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করেছিল গ) রক্ষীরা তাদের সাহায্য করেছিল ঘ) তারা গোপনে জল পেয়েছিল উত্তর: খ) তারা মৃতদেহের উপর দাঁড়িয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করেছিল ৬৪. সিরাজউদ্দৌলা অন্ধকূপ হত্যার খবর জানার পর কেমন মনোভাব দেখিয়েছিলেন? ক) তিনি দ্রুত তদন্তের নির্দেশ দেন খ) তিনি দুঃখ প্রকাশ করেন গ) তিনি এই বিষয়ে তেমন মনোযোগ দেননি ঘ) তিনি মানিকচাঁদের প্রশংসা করেন উত্তর: গ) তিনি এই বিষয়ে তেমন মনোযোগ দেননি ৬৫. হলওয়েল সাহেব নবাবকে ধনাগার দেখিয়ে দেওয়ার পর, নবাব ধনাগারের টাকার পরিমাণ দেখে কী মন্তব্য করেছিলেন? ক) তিনি খুশি হয়েছিলেন খ) তিনি হতাশ হয়েছিলেন কারণ টাকা কম ছিল গ) তিনি অবাক হয়েছিলেন কারণ টাকা অনেক বেশি ছিল ঘ) তিনি কোনো মন্তব্য করেননি উত্তর: খ) তিনি হতাশ হয়েছিলেন কারণ টাকা কম ছিল ৬৬. নবাব কলকাতা ছেড়ে মুর্শিদাবাদে কেন ফিরে গিয়েছিলেন? ক) তার সৈন্য কম ছিল খ) তিনি অন্য যুদ্ধে যেতে চেয়েছিলেন গ) সম্ভবত তিনি মনে করেছিলেন কলকাতা জয় করা যথেষ্ট ছিল ঘ) তার উপদেষ্টারা তাকে পরামর্শ দিয়েছিল উত্তর: গ) সম্ভবত তিনি মনে করেছিলেন কলকাতা জয় করা যথেষ্ট ছিল ৬৭. নবাব হুগলীতে ডাচ ও ফরাসিদের কাছে টাকা চাওয়ার সময় কেন তাদের হুমকি দিয়েছিলেন? ক) তিনি তাদের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন খ) তিনি তাদের ইংরেজদের মতো পরিণতি ঘটাতে চেয়েছিলেন গ) তিনি তাদের সাথে বাণিজ্য বন্ধ করতে চেয়েছিলেন ঘ) তিনি তাদের আনুগত্য পরীক্ষা করতে চেয়েছিলেন উত্তর: খ) তিনি তাদের ইংরেজদের মতো পরিণতি ঘটাতে চেয়েছিলেন ৬৮. ডাচ ও ফরাসিরা নবাবকে টাকা দিয়ে কী করেছিল? ক) তারা স্বেচ্ছায় টাকা দিয়েছিল খ) তারা নবাবের হুমকি শুনে ভয় পেয়েছিল গ) তারা নবাবের সাথে চুক্তি করেছিল ঘ) তারা যুদ্ধে অংশ নিতে চেয়েছিল উত্তর: খ) তারা নবাবের হুমকি শুনে ভয় পেয়েছিল ৬৯. দিনেমারদের শ্রীরামপুর স্থাপনের ঘটনাটি বাংলার ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ ঘটনার সমসাময়িক? ক) পলাশীর যুদ্ধ খ) বক্সারের যুদ্ধ গ) কলকাতা পরাজয় এবং ইংরেজদের বিতাড়িত হওয়া ঘ) ১৭৬৫ সালের চুক্তি উত্তর: গ) কলকাতা পরাজয় এবং ইংরেজদের বিতাড়িত হওয়া ৭০. সিরাজউদ্দৌলা পূর্ণিয়ার অধিপতি সকতজঙ্গকে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন কেন? ক) সকতজঙ্গ মুর্শিদাবাদ আক্রমণ করেছিল খ) সিরাজউদ্দৌলা জয়লাভে প্রফুল্ল ছিলেন এবং নিজের ক্ষমতা জাহির করতে চেয়েছিলেন গ) সকতজঙ্গ ইংরেজদের সাথে হাত মিলিয়েছিল ঘ) সকতজঙ্গের কাছে প্রচুর ধন ছিল উত্তর: খ) সিরাজউদ্দৌলা জয়লাভে প্রফুল্ল ছিলেন এবং নিজের ক্ষমতা জাহির করতে চেয়েছিলেন ৭১. সিরাজউদ্দৌলা যখন পূর্ণিয়ার জন্য ফৌজদার নিযুক্ত করলেন, তখন তার প্রধান উদ্দেশ্য কী ছিল? ক) পূর্ণিয়া শাসন করা খ) সকতজঙ্গের সাথে বিবাদ শুরু করা গ) রাজস্ব আদায় করা ঘ) নতুন প্রশাসন তৈরি করা উত্তর: খ) সকতজঙ্গের সাথে বিবাদ শুরু করা ৭২. সকতজঙ্গ সিরাজউদ্দৌলার আজ্ঞাপত্র পেয়ে কেমন প্রতিক্রিয়া দেখালেন? ক) তিনি মেনে নিলেন খ) তিনি ভয় পেলেন গ) ক্রোধান্ধ ও ক্ষিপ্তপ্রায় হলেন ঘ) তিনি হাসি মুখে গ্রহণ করলেন উত্তর: গ) ক্রোধান্ধ ও ক্ষিপ্তপ্রায় হলেন ৭৩. সকতজঙ্গ নিজের চিঠিতে সিরাজউদ্দৌলাকে মুর্শিদাবাদ থেকে চলে যেতে বলার কারণ কী ছিল? ক) তিনি সিরাজকে ভয় দেখানোর জন্য খ) তিনি নিজেকে দিল্লির প্রকৃত অধিপতি মনে করতেন গ) তিনি সিরাজের উপর রাগ করেছিলেন ঘ) তিনি সিরাজকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিলেন উত্তর: খ) তিনি নিজেকে দিল্লির প্রকৃত অধিপতি মনে করতেন ৭৪. সকতজঙ্গের উত্তর পেয়ে সিরাজউদ্দৌলা দ্রুত সৈন্য সংগ্রহ করে কোথায় যাত্রা করলেন? ক) কলকাতা খ) হুগলি গ) পূর্ণিয়া ঘ) দিল্লি উত্তর: গ) পূর্ণিয়া ৭৫. সকতজঙ্গ যখন সিরাজউদ্দৌলার আগমনের খবর পেলেন, তখন তিনি সৈন্যদের নিয়ে কী করলেন? ক) পালিয়ে গেলেন খ) আত্মসমর্পণ করলেন গ) সৈন্য নিয়ে সিরাজের দিকে অগ্রসর হলেন ঘ) দুর্গে আশ্রয় নিলেন উত্তর: গ) সৈন্য নিয়ে সিরাজের দিকে অগ্রসর হলেন ৭৬. সকতজঙ্গের সৈন্যদলের অবস্থানটি কী দিয়ে সুরক্ষিত ছিল? ক) পাহাড় খ) জলা গ) গভীর অরণ্য ঘ) শক্তিশালী দেয়াল উত্তর: খ) জলা ৭৭. সকতজঙ্গের সৈন্যরা যে জায়গায় শিবির স্থাপন করেছিল, তার সামনে কী ছিল? ক) একটি নদী খ) একটি জলা গ) একটি পাহাড় ঘ) একটি উপত্যকা উত্তর: খ) একটি জলা ৭৮. সকতজঙ্গের সৈন্যদের মধ্যে একটিও উপযুক্ত সেনাপতি না থাকার ফল কী হয়েছিল? ক) তারা সুসংগঠিতভাবে যুদ্ধ করেছিল খ) প্রত্যেক সেনাপতি নিজের সুবিধা অনুযায়ী আলাদা জায়গায় শিবির স্থাপন করেছিল গ) তারা নবাবের কাছে আত্মসমর্পণ করেছিল ঘ) তারা যুদ্ধে জয়ী হয়েছিল উত্তর: খ) প্রত্যেক সেনাপতি নিজের সুবিধা অনুযায়ী আলাদা জায়গায় শিবির স্থাপন করেছিল ৭৯. সিরাজউদ্দৌলার সৈন্যরা যখন জলার সামনে এসে সকতজঙ্গের সৈন্যদের উপর গোলা বর্ষণ করছিল, তখন কী হচ্ছিল? ক) সকতজঙ্গের সৈন্যরা পাল্টা আক্রমণ করছিল খ) সকতজঙ্গের সৈন্যরা ছিন্নভিন্ন হচ্ছিল গ) যুদ্ধ থেমে গিয়েছিল ঘ) সিরাজের সৈন্যরা পিছিয়ে যাচ্ছিল উত্তর: খ) সকতজঙ্গের সৈন্যরা ছিন্নভিন্ন হচ্ছিল ৮০. সকতজঙ্গ তার অশ্বারোহীদের জলা পার হয়ে বিপক্ষ সৈন্য আক্রমণ করতে কেন আদেশ দিয়েছিলেন? ক) তিনি যুদ্ধ জেতার জন্য মরিয়া ছিলেন খ) তিনি নিতান্ত উন্মত্তের ন্যায় আচরণ করছিলেন গ) তার কৌশল ছিল ঘ) তিনি শত্রুকে ফাঁদে ফেলতে চেয়েছিলেন উত্তর: খ) তিনি নিতান্ত উন্মত্তের ন্যায় আচরণ করছিলেন ৮১. সকতজঙ্গের অশ্বারোহীরা কর্দম পার হয়ে শুদ্ধ স্থানে পৌঁছানোর পর কী ঘটল? ক) তারা শত্রুদের পরাজিত করল খ) সিরাজউদ্দৌলার সৈন্যরা ভয়ানকভাবে তাদের আক্রমণ করল গ) যুদ্ধ শেষ হয়ে গেল ঘ) তারা বিশ্রাম নিল উত্তর: খ) সিরাজউদ্দৌলার সৈন্যরা ভয়ানকভাবে তাদের আক্রমণ করল ৮২. ঘোরতর যুদ্ধের সময় সকতজঙ্গ কী কারণে আর সোজা হয়ে বসতে পারছিলেন না? ক) তিনি অসুস্থ ছিলেন খ) তিনি আঘাত পেয়েছিলেন গ) তিনি অত্যধিক সুরাপান করেছিলেন ঘ) তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন উত্তর: গ) তিনি অত্যধিক সুরাপান করেছিলেন ৮৩. সকতজঙ্গের সেনাপতিরা তাকে যুদ্ধক্ষেত্রে উপস্থিত থাকার জন্য কীভাবে অনুরোধ করছিলেন? ক) তাকে শাসন করছিলেন খ) অতিশয় অনুরোধ করছিলেন গ) আদেশ দিচ্ছিলেন ঘ) অনুনয় করছিলেন না উত্তর: খ) অতিশয় অনুরোধ করছিলেন ৮৪. সকতজঙ্গকে যখন যুদ্ধক্ষেত্রে আনা হলো, তখন তাকে কীভাবে আনা হয়েছিল? ক) ঘোড়ায় চড়িয়ে খ) পালকিতে করে গ) হাতিতে চড়িয়ে এক ভৃত্যসমেত ঘ) পায়ে হেঁটে উত্তর: গ) হাতিতে চড়িয়ে এক ভৃত্যসমেত ৮৫. সকতজঙ্গের মৃত্যুর পর তার সৈন্যদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া কী ছিল? ক) তারা প্রতিশোধ নিতে চেয়েছিল খ) তারা শ্রেণিভঙ্গ করে পালিয়ে গেল গ) তারা নবাবের কাছে আত্মসমর্পণ করল ঘ) তারা নিজেদের সেনাপতি বেছে নিল উত্তর: খ) তারা শ্রেণিভঙ্গ করে পালিয়ে গেল ৮৬. পূর্ণিয়া অধিকার করার পর মোহনলাল কত দিন পর মুর্শিদাবাদে ফিরে গিয়েছিলেন? ক) একদিন পর খ) দুই দিন পর গ) তিন দিন পর ঘ) এক সপ্তাহ পর উত্তর: খ) দুই দিন পর ৮৭. নবাব সিরাজউদ্দৌলা কলকাতায় পৌঁছানোর পর ইউরোপীয়দের কোথায় আনা হয়েছিল? ক) দরবারে খ) তাঁর সম্মুখে গ) বন্দীশালায় ঘ) যুদ্ধক্ষেত্রে উত্তর: খ) তাঁর সম্মুখে ৮৮. কৃষ্ণদাসকে আশ্রয় দেওয়ার ঘটনাটি সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে কীসের সূচনা করেছিল? ক) বন্ধুত্বের খ) বিরোধের গ) বাণিজ্যের ঘ) সন্ধির উত্তর: খ) বিরোধের ৮৯. দুর্গ যখন সেনাপতি মানিকচাঁদের হাতে সমর্পণ করা হলো, তখন সময় কত ছিল? ক) দুপুর খ) সন্ধ্যা গ) গভীর রাত ঘ) ভোর উত্তর: খ) সন্ধ্যা ৯০. বন্দীদের পিপাসার্ত অবস্থার বর্ণনা দিতে গিয়ে বিদ্যাসাগর কোন শব্দ ব্যবহার করেছেন? ক) তৃষিত খ) শুষ্ক গ) কাতর ঘ) মুমূর্ষু উত্তর: গ) কাতর ৯১. অন্ধকূপের জানালাগুলো কীসের জন্য ছিল? ক) আলো ঢোকার জন্য খ) বাতাস ঢোকার জন্য গ) বায়ু সঞ্চালনের জন্য ঘ) প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য উত্তর: গ) বায়ু সঞ্চালনের জন্য ৯২. অন্ধকূপ হত্যার পর নবাব যখন ধনাগার দেখতে চাইলেন, তখন তার উদ্দেশ্য কী ছিল? ক) ধনের পরিমাণ যাচাই করা খ) ইংলিসদের সম্পদ বাজেয়াপ্ত করা গ) হলওয়েলকে পুরস্কৃত করা ঘ) ধনাগারের নিরাপত্তা পরীক্ষা করা উত্তর: খ) ইংলিসদের সম্পদ বাজেয়াপ্ত করা ৯৩. নবাব সিরাজউদ্দৌলা ২ জুলাই গঙ্গা পার হয়ে কোথায় পৌঁছালেন? ক) কলকাতা খ) মুর্শিদাবাদ গ) হুগলীতে ঘ) শ্রীরামপুর উত্তর: গ) হুগলীতে ৯৪. ওলন্দাজ ও ফরাসিরা নবাবকে টাকা দিতে রাজি হয়েছিল কারণ তারা ইংরেজদের কোন অবস্থা থেকে বাঁচতে চেয়েছিল? ক) বাণিজ্যিক ক্ষতি খ) দুরবস্থা গ) পরাজয় ঘ) বন্দীদশা উত্তর: খ) দুরবস্থা ৯৫. শ্রীরামপুর নগর স্থাপন করেছিল কারা? ক) ফরাসিরা খ) ইংরেজরা গ) দিনেমাররা ঘ) পর্তুগিজরা উত্তর: গ) দিনেমাররা ৯৬. সকতজঙ্গ যখন সিরাজউদ্দৌলার আজ্ঞাপত্র পেলেন, তখন তাকে কে এই পত্র দিয়েছিল? ক) একজন দূত খ) নবাবের নিযুক্ত ফৌজদার গ) একজন সেনাপতি ঘ) তার নিজের ভৃত্য উত্তর: খ) নবাবের নিযুক্ত ফৌজদার ৯৭. সকতজঙ্গের সৈন্যরা কেন উপযুক্ত সেনাপতি ছিল না? ক) তারা অশিক্ষিত ছিল খ) তারা কাপুরুষ ছিল গ) তারা নিজেদের সুবিধা মতো পৃথক স্থানে শিবির স্থাপন করেছিল ঘ) তারা নবাবের বিরুদ্ধে ছিল উত্তর: গ) তারা নিজেদের সুবিধা মতো পৃথক স্থানে শিবির স্থাপন করেছিল ৯৮. সকতজঙ্গের মৃত্যুর পর তার সৈন্যদের পলায়নের কারণ কী ছিল? ক) তারা পরাজিত হয়েছিল খ) তারা অস্ত্রহীন ছিল গ) তাদের সেনাপতিকে মৃত দেখে ঘ) তারা যুদ্ধ করতে ভয় পেয়েছিল উত্তর: গ) তাদের সেনাপতিকে মৃত দেখে ৯৯. পূর্ণিয়া জয়ের পর মোহনলাল কাকে কাকে মুর্শিদাবাদে পাঠিয়েছিলেন? ক) কেবল ধনাগার থেকে প্রাপ্ত টাকা খ) ধনাগার থেকে প্রাপ্ত টাকা ও সকতজঙ্গের অন্তঃপুরিকাগণ গ) শুধু সকতজঙ্গের অন্তঃপুরিকাগণ ঘ) শুধুমাত্র যুদ্ধবন্দীদের উত্তর: খ) ধনাগার থেকে প্রাপ্ত টাকা ও সকতজঙ্গের অন্তঃপুরিকাগণ ১০০. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই অংশটি মূলত কোন ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে লেখা? ক) পলাশীর যুদ্ধ খ) অন্ধকূপ হত্যা ও সিরাজউদ্দৌলার প্রারম্ভিক অভিযান গ) মারাঠা আক্রমণ ঘ) ইংরেজদের বাণিজ্যিক বিস্তার উত্তর: খ) অন্ধকূপ হত্যা ও সিরাজউদ্দৌলার প্রারম্ভিক অভিযা

Post a Comment

0 Comments