সমাস: ১০০টি বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ)

সমাস: ১০০টি বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ১. 'সমাস' শব্দের বুৎপত্তিগত অর্থ কী? ক) সম্ + আস খ) সমা + অস গ) সম্-√অস্ + ঘঙ্ ঘ) সমা + √আস ২. 'সংক্ষেপ' এই অর্থটি কোন ব্যাকরণগত বিষয়ের সঙ্গে সম্পর্কিত? ক) কারক খ) সন্ধি গ) সমাস ঘ) প্রত্যয় ৩. কোন ধরনের সমাসে সাধারণত উভয় পদের অর্থ প্রাধান্য পায়? ক) তৎপুরুষ খ) কর্মধারয় গ) দ্বন্দ্ব ঘ) বহুব্রীহি ৪. একটি সমাসবদ্ধ পদে নতুন বা ভিন্ন অর্থ তৈরি হয় কোন সমাসে? ক) দ্বিগু খ) বহুব্রীহি গ) অব্যয়ীভাব ঘ) নিত্য সমাস ৫. 'বিস্ময়াপন্ন' - এই পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? ক) বিস্ময় দ্বারা আপন্ন খ) বিস্ময়ে আপন্ন গ) বিস্ময়ের নিমিত্ত আপন্ন ঘ) বিস্ময়কে আপন্ন ৬. 'দিনে দিনে' - ব্যাসবাক্যটির সমাসবদ্ধ রূপ কী? ক) দিনদিন খ) প্রতিদিন গ) ফি দিন ঘ) রোজ দিন ৭. 'গিরিশ' শব্দটির ব্যাসবাক্য কী হবে? ক) গিরিকে ঈশ খ) গিরির ঈশ গ) গিরীতে শয়ন করে যে ঘ) গিরীর ঈশ ৮. উপপদের সঙ্গে কৃদন্ত পদের সংযোগে কোন সমাস গঠিত হয়? ক) নিত্য সমাস খ) দ্বন্দ্ব সমাস গ) উপপদ তৎপুরুষ ঘ) বহুব্রীহি সমাস ৯. 'শাপমুক্ত' - এই পদটি কোন তৎপুরুষ সমাসের উদাহরণ? ক) করণ তৎপুরুষ খ) নিমিত্ত তৎপুরুষ গ) কর্ম তৎপুরুষ ঘ) অপাদান তৎপুরুষ ১০. উপমান কর্মধারয় সমাসে পূর্বপদটি সাধারণত কী হয়? ক) অব্যয় খ) বিশেষণের বিশেষণ গ) বিশেষ্য ঘ) বিশেষণ ১১. যে সমাসে উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়, তাকে কী বলে? ক) উপমান কর্মধারয় খ) উপমিত কর্মধারয় গ) উপমেয় কর্মধারয় ঘ) রূপক কর্মধারয় ১২. সমাস গঠনে কমপক্ষে কয়টি পদের প্রয়োজন? ক) একটি খ) চারটি গ) দুটি ঘ) তিনটি ১৩. কোন সমাসের ব্যাসবাক্য হয় না? ক) তৎপুরুষ খ) নিত্য সমাস গ) অব্যয়ীভাব ঘ) দ্বিগু ১৪. 'পলান্ন' শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম কী? ক) পলের অন্ন = তৎপুরুষ খ) পল মিশ্রিত অন্ন = মধ্যপদলোপী কর্মধারয় গ) পল ও অন্ন = দ্বন্দ্ব ঘ) পল রূপ অন্ন = রূপক কর্মধারয় ১৫. যে সমাসে পূর্বপদ ও পরপদ উভয় সমস্যমান পদের অর্থ সমস্তপদে অক্ষুণ্ণ থাকে, তাকে কী বলে? ক) বহুব্রীহি খ) অব্যয়ীভাব গ) দ্বন্দ্ব সমাস ঘ) কর্মধারয় ১৬. 'গিন্নিমা' শব্দটির ব্যাসবাক্য কী হবে? ক) গিন্নির মা খ) যিনি গিন্নি তিনি মা গ) গিন্নি যে মা ঘ) গিন্নি ও মা ১৭. নিত্য সমাসের একটি উদাহরণ দিন। ক) গ্রামান্তর খ) তেপান্তর গ) হাতেখড়ি ঘ) দিনদিন ১৮. কোন সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়? ক) বহুব্রীহি খ) কর্মধারয় গ) অব্যয়ীভাব সমাস ঘ) দ্বিগু ১৯. যে সকল পদ নিয়ে সমাস গঠিত হয়, সেই পদ সমষ্টিকে কী বলে? ক) সমস্ত পদ খ) পূর্বপদ গ) ব্যাসবাক্য ঘ) পরপদ ২০. 'সমাস' শব্দটির সঠিক বুৎপত্তি কোনটি? ক) সম্ - √অস + ঘঙ খ) সমা + √আস গ) সম্ + অস + অ ঘ) সম্ + √অস্ + অ ২১. 'বিষাদসিন্ধু' - এটি কোন সমাসের উদাহরণ? ক) উপমিত কর্মধারয় খ) উপমান কর্মধারয় গ) রূপক কর্মধারয় ঘ) মধ্যপদলোপী কর্মধারয় ২২. ব্যাসবাক্যের অপর নাম কী? ক) সমস্যমান পদ খ) বিগ্রহ বাক্য গ) সমস্ত পদ ঘ) পূর্বপদ ২৩. কোন সমাসে পরপদ প্রধান হয়? ক) দ্বন্দ্ব খ) বহুব্রীহি গ) তৎপুরুষ সমাসে ঘ) নিত্য সমাস ২৪. বহুব্রীহি সমাসে কোন পদের প্রাধান্য থাকে? ক) পূর্বপদ খ) পরপদ গ) উভয় পদ ঘ) সমস্যমান পদগুলির কোনোটিরই অর্থ প্রধান না বুঝিয়ে অন্য কোনো অর্থ ২৫. যার সঙ্গে তুলনা করা হয়, তাকে কী বলা হয়? ক) উপমেয় পদ খ) সাধারণ ধর্ম গ) উপমান পদ ঘ) পূর্বপদ ২৬. কোন সমাসে পূর্বপদ সংখ্যাবাচক হয়? ক) দ্বন্দ্ব খ) তৎপুরুষ গ) দ্বিগু সমাসে ঘ) কর্মধারয় ২৭. যাকে তুলনা করা হয়, তাকে কী বলা হয়? ক) উপমান পদ খ) উপমেয় পদ গ) সাধারণ ধর্ম ঘ) তুলনীয় পদ ২৮. 'কর্মধারয়' শব্দটির আক্ষরিক অর্থ কী? ক) কর্মকে ধারণ করে খ) কর্মে নিযুক্ত গ) কর্ম ধারণ করে ঘ) কর্মের ধারক ২৯. সমাসবদ্ধ পদের অপর নাম কী? ক) ব্যাসবাক্য খ) বিগ্রহ বাক্য গ) সমস্ত পদ ঘ) সমস্যমান পদ ৩০. পরস্পর একজাতীয় কাজ করা বোঝালে যে বহুব্রীহি সমাস হয় তার নাম কী? ক) নঞ বহুব্রীহি খ) মধ্যপদলোপী বহুব্রীহি গ) ব্যতিহার বহুব্রীহি ঘ) অলুক বহুব্রীহি ৩১. 'আসত্তি' - এই শব্দটি নিচের কোনটির সাথে সমাসের সম্পর্কযুক্ত নয়? ক) ব্যাসবাক্য খ) পূর্বপদ গ) আসত্তি ঘ) সমস্যমান পদ ৩২. উপমিত কর্মধারয় সমাসে কোন পদটি অদৃশ্য থাকে? ক) উপমেয় খ) উপমান গ) সাধারণ ধর্ম ঘ) বিশেষণ ৩৩. 'বহুব্রীহি' শব্দের আভিধানিক অর্থ কী? ক) বহু = অনেক, ব্রীহি = ধান বা অর্থ খ) অনেক ফল গ) বহু ধান্য ঘ) বহু অর্থ ৩৪. সমাসের প্রধান কাজ কী? ক) পদের অর্থ পরিবর্তন খ) পদের মিলন ঘটানো গ) বাক্যকে দীর্ঘ করা ঘ) পদের ধ্বনিগত পরিবর্তন ৩৫. উপপদ কোথায় বসে? ক) পরপদের আগে খ) কৃদন্ত পদের আগে গ) ব্যাসবাক্যের পরে ঘ) সমস্ত পদের পরে ৩৬. 'সংযোগমূলক সমাস'-এর একটি উদাহরণ দিন। ক) কর্মধারয় খ) দ্বন্দ্ব সমাস গ) তৎপুরুষ ঘ) দ্বিগু ৩৭. নিচের কোন পদটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ? ক) নিরামিষ খ) অথই গ) ডাকাবুকো ঘ) হাতাহাতি ৩৮. যে যে পদ মিলিত হয়ে সমাস গঠিত হয়, তাকে কী বলে? ক) সমস্ত পদ খ) ব্যাসবাক্য গ) সমস্যমান পদ ঘ) পূর্বপদ ৩৯. অলোপ সমাস কয় প্রকার? ক) দুই প্রকার খ) তিন প্রকার গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার ৪০. 'তেপান্তর' - এই শব্দটি নিচের কোনটির নিত্য সমাস নয়? ক) গ্রামান্তর খ) তেপান্তর গ) যুগান্তর ঘ) ভাষান্তর ৪১. 'গ্রামান্তর' - ব্যাসবাক্য ও সমাসের নাম কী? ক) গ্রামের অন্তর = তৎপুরুষ খ) অন্য গ্রাম = নিত্য সমাস গ) গ্রাম ও অন্তর = দ্বন্দ্ব ঘ) গ্রাম যে অন্তর = কর্মধারয় ৪২. 'তেলে ভাজা' - ব্যাসবাক্য ও সমাসের নাম কী? ক) তেল দ্বারা ভাজা = করণ তৎপুরুষ খ) তেল যে ভাজা = কর্মধারয় গ) তেলে ভাজা = অলোপ তৎপুরুষ ঘ) তেল এবং ভাজা = দ্বন্দ্ব ৪৩. 'পথপ্রদর্শক' - ব্যাসবাক্য ও সমাসের নাম কী? ক) পথের প্রদর্শক = সম্বন্ধ তৎপুরুষ খ) পথকে প্রদর্শন করে যে = উপপদ তৎপুরুষ গ) পথ ও প্রদর্শক = দ্বন্দ্ব ঘ) পথ রূপ প্রদর্শক = রূপক কর্মধারয় ৪৪. 'ভয়কাতর' - ব্যাসবাক্য ও সমাসের নাম কী? ক) ভয় দ্বারা কাতর = করণ তৎপুরুষ খ) ভয় থেকে কাতর = অপাদান তৎপুরুষ গ) ভয়ের নিমিত্ত কাতর = নিমিত্ত তৎপুরুষ ঘ) ভয় যে কাতর = কর্মধারয় ৪৫. 'অরিন্দম' - ব্যাসবাক্য ও সমাসের নাম কী? ক) অরীর দমন = সম্বন্ধ তৎপুরুষ খ) অরিকে দমন করে যে = উপপদ তৎপুরুষ গ) অরি ও দমন = দ্বন্দ্ব ঘ) অরি রূপ দমন = রূপক কর্মধারয় ৪৬. 'মহাসমুদ্র' - ব্যাসবাক্য ও সমাসের নাম কী? ক) মহান সমুদ্র = কর্মধারয় সমাস খ) মহা ও সমুদ্র = দ্বন্দ্ব গ) মহা যে সমুদ্র = কর্মধারয় সমাস ঘ) মহৎ যে সমুদ্র = কর্মধারয় সমাস ৪৭. 'অসমাপ্ত' - ব্যাসবাক্য ও সমাসের নাম কী? ক) অ যে সমাপ্ত = কর্মধারয় খ) নয় সমাপ্ত = নঞ তৎপুরুষ গ) সমাপ্ত নয় = নিত্য সমাস ঘ) অ-সমাপ্ত = অব্যয়ীভাব ৪৮. 'মাতৃহীন' - ব্যাসবাক্য ও সমাসের নাম কী? ক) মাতাকে হীন = কর্ম তৎপুরুষ খ) মাতৃ দ্বারা হীন = করণ তৎপুরুষ গ) মাতৃ থেকে হীন = অপাদান তৎপুরুষ ঘ) মায়ের হীন = সম্বন্ধ তৎপুরুষ ৪৯. 'রক্তবর্ণ' - ব্যাসবাক্য ও সমাসের নাম কী? ক) রক্তের মতো বর্ণ = উপমান কর্মধারয় সমাস খ) রক্ত ও বর্ণ = দ্বন্দ্ব গ) রক্তই বর্ণ = রূপক কর্মধারয় ঘ) রক্ত দ্বারা বর্ণ = করণ তৎপুরুষ ৫০. 'বিদেশে' - ব্যাসবাক্য ও সমাসের নাম কী? ক) বি যে দেশ = কর্মধারয় খ) ভিন্ন দেশে = নিত্য সমাস গ) অন্য দেশে = অব্যয়ীভাব ঘ) বিদেশ ও দেশ = দ্বন্দ্ব ৫১. 'ত্রিসংসার' - ব্যাসবাক্য ও সমাসের নাম কী? ক) তিন সংসার = কর্মধারয় খ) তিন সংসারের সমাহার = দ্বিগু সমাস গ) তিন এবং সংসার = দ্বন্দ্ব ঘ) ত্রিসংযোগ সংসার = বহুব্রীহি ৫২. 'জীবকুল' - ব্যাসবাক্য ও সমাসের নাম কী? ক) জীব যে কুল = কর্মধারয় খ) জীবের কুল = সম্বন্ধ তৎপুরুষ সমাস গ) জীব ও কুল = দ্বন্দ্ব ঘ) জীব রূপ কুল = রূপক কর্মধারয় ৫৩. 'লেশমাত্র' - ব্যাসবাক্য ও সমাসের নাম কী? ক) লেশ যে মাত্র = কর্মধারয় খ) কেবল লেশ = নিত্য সমাস গ) লেশ ও মাত্র = দ্বন্দ্ব ঘ) লেশ থেকে মাত্র = অপাদান তৎপুরুষ ৫৪. 'নিস্তরঙ্গ' - ব্যাসবাক্য ও সমাসের নাম কী? ক) নয় তরঙ্গ = নঞ তৎপুরুষ খ) নেই তরঙ্গ যার = নঞ বহুব্রীহি সমাস গ) তরঙ্গের অভাব = অব্যয়ীভাব ঘ) তরঙ্গহীন = তৎপুরুষ ৫৫. 'দেখাশোনা' - ব্যাসবাক্য ও সমাসের নাম কী? ক) দেখা যে শোনা = কর্মধারয় খ) দেখা ও শোনা = দ্বন্দ্ব সমাস গ) দেখা থেকে শোনা = অপাদান তৎপুরুষ ঘ) দেখে শোনা যায় যা = বহুব্রীহি ৫৬. 'ছোটগল্প' - ব্যাসবাক্য ও সমাসের নাম কী? ক) ছোট এবং গল্প = দ্বন্দ্ব খ) ছোট যে গল্প = কর্মধারয় সমাস গ) ছোটর গল্প = সম্বন্ধ তৎপুরুষ ঘ) ছোট দ্বারা গল্প = করণ তৎপুরুষ ৫৭. 'ধর্মযুদ্ধ' - ব্যাসবাক্য ও সমাসের নাম কী? ক) ধর্মের জন্য যুদ্ধ = নিমিত্ত তৎপুরুষ সমাস খ) ধর্ম ও যুদ্ধ = দ্বন্দ্ব গ) ধর্ম যে যুদ্ধ = কর্মধারয় ঘ) ধর্ম দ্বারা যুদ্ধ = করণ তৎপুরুষ ৫৮. 'মানহারা' - ব্যাসবাক্য ও সমাসের নাম কী? ক) মান হারানো = তৎপুরুষ খ) মান হারিয়েছে যে = উপপদ তৎপুরুষ সমাস গ) মানের হারা = সম্বন্ধ তৎপুরুষ ঘ) মান ও হারা = দ্বন্দ্ব ৫৯. 'লাঠালাঠি' - ব্যাসবাক্য ও সমাসের নাম কী? ক) লাঠি দ্বারা লাঠি = করণ তৎপুরুষ খ) লাঠি ও লাঠি = দ্বন্দ্ব গ) লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = ব্যতিহার বহুব্রীহি ঘ) লাঠির মতো লাঠি = উপমান কর্মধারয় ৬০. 'রাজমিস্ত্রি' - ব্যাসবাক্য ও সমাসের নাম কী? ক) রাজার মিস্ত্রি = সম্বন্ধ তৎপুরুষ সমাস খ) রাজ যে মিস্ত্রি = কর্মধারয় গ) রাজা ও মিস্ত্রি = দ্বন্দ্ব ঘ) রাজাকে মিস্ত্রি = কর্ম তৎপুরুষ ৬১. 'ভবনদী' - ব্যাসবাক্য ও সমাসের নাম কী? ক) ভব ও নদী = দ্বন্দ্ব খ) ভব রূপ নদী = রূপক কর্মধারয় গ) নদী ভবের ন্যায় = উপমান কর্মধারয় ঘ) ভবের নদী = সম্বন্ধ তৎপুরুষ ৬২. 'শোকানল' - ব্যাসবাক্য ও সমাসের নাম কী? ক) শোকের অনল = সম্বন্ধ তৎপুরুষ খ) শোক রূপ অনল = রূপক কর্মধারয় গ) শোক যে অনল = কর্মধারয় ঘ) শোকের মতো অনল = উপমান কর্মধারয় ৬৩. 'মারামারি' - ব্যাসবাক্য ও সমাসের নাম কী? ক) মারা ও মারি = দ্বন্দ্ব খ) মেরে মেরে যে যুদ্ধ = ব্যতিহার বহুব্রীহি সমাস গ) মারতে মারতে = অব্যয়ীভাব ঘ) মারার মারি = সম্বন্ধ তৎপুরুষ ৬৪. 'অসহায়' - ব্যাসবাক্য ও সমাসের নাম কী? ক) নয় সহায় = নঞ তৎপুরুষ সমাস খ) নেই সহায় যার = নঞ বহুব্রীহি সমাস গ) সহায় নয় = নিত্য সমাস ঘ) অ এবং সহায় = দ্বন্দ্ব ৬৫. 'বনেবাদাড়ে' - ব্যাসবাক্য ও সমাসের নাম কী? ক) বনে ও বাদাড়ে = অলোপ দ্বন্দ্ব সমাস খ) বনে যে বাদাড়ে = কর্মধারয় গ) বন ও বাদাড়ে = দ্বন্দ্ব ঘ) বন থেকে বাদাড়ে = অপাদান তৎপুরুষ ৬৬. কোন পদটি সমাস গঠনের জন্য অপরিহার্য? ক) বিশেষণের বিশেষণ খ) অব্যয় গ) সমস্যমান পদ ঘ) ক্রিয়া পদ ৬৭. তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? ক) পূর্বপদ খ) পরপদ গ) উভয় পদ ঘ) কোনোটিই নয় ৬৮. 'পঞ্চনদ' - এটি কোন সমাসের উদাহরণ? ক) দ্বন্দ্ব খ) কর্মধারয় গ) দ্বিগু ঘ) বহুব্রীহি ৬৯. 'উপসাগর' - এটি কোন সমাসের উদাহরণ? ক) তৎপুরুষ খ) কর্মধারয় গ) অব্যয়ীভাব ঘ) দ্বিগু ৭০. যে সমাসে ব্যাসবাক্য তৈরি করা কঠিন বা অসম্ভব, সেটি কোন সমাস? ক) দ্বন্দ্ব খ) নিত্য সমাস গ) বহুব্রীহি ঘ) তৎপুরুষ ৭১. 'প্রতিদিন' - এই পদটির ব্যাসবাক্য কী? ক) দিন ও দিন খ) দিনের দিন গ) দিন দিন ঘ) দিনকে দিন ৭২. 'চন্দ্রমুখ' - এটি কোন কর্মধারয় সমাসের উদাহরণ? ক) উপমান খ) উপমিত গ) রূপক ঘ) মধ্যপদলোপী ৭৩. 'সিংহাসন' - এটি কোন কর্মধারয় সমাসের উদাহরণ? ক) উপমান খ) উপমিত গ) রূপক ঘ) মধ্যপদলোপী ৭৪. কোন সমাসে সাধারণত তুলনাবাচক শব্দ (যেমন - মতো, ন্যায়) থাকে? ক) রূপক কর্মধারয় খ) উপমিত কর্মধারয় গ) উপমান কর্মধারয় ঘ) সাধারণ কর্মধারয় ৭৫. 'নব রত্ন' - এই পদটির সমাস কী হবে? ক) নব রত্ন = কর্মধারয় খ) নব রত্নের সমাহার = দ্বিগু গ) নব রত্ন যা = বহুব্রীহি ঘ) নব এবং রত্ন = দ্বন্দ্ব ৭৬. 'নিরামিষ' - এই পদটি কোন সমাসের উদাহরণ? ক) নঞ তৎপুরুষ খ) নঞ বহুব্রীহি গ) নিত্য সমাস ঘ) অব্যয়ীভাব ৭৭. 'পিতামাতা' - এটি কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ক) সমাহার দ্বন্দ্ব খ) বিকল্প দ্বন্দ্ব গ) ইতরেতর দ্বন্দ্ব ঘ) একশেষ দ্বন্দ্ব ৭৮. কোন সমাসে পরপদের অর্থ প্রধান হয় কিন্তু পূর্বপদের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকে? ক) দ্বন্দ্ব খ) কর্মধারয় গ) তৎপুরুষ ঘ) বহুব্রীহি ৭৯. 'নীলকণ্ঠ' - এই পদটি কোন সমাসের উদাহরণ? ক) কর্মধারয় খ) তৎপুরুষ গ) বহুব্রীহি ঘ) দ্বিগু ৮০. 'তপবন' - এর ব্যাসবাক্য কী হবে? ক) তপ ও বন খ) তপস্যার জন্য বন গ) তপ যে বন ঘ) তপে বন ৮১. অব্যয়ীভাব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? ক) পূর্বপদ খ) পরপদ গ) তৃতীয় পদ ঘ) কোনোটিই নয় ৮২. 'প্রতি' উপসর্গ দ্বারা গঠিত কোন সমাসটি? ক) তৎপুরুষ খ) কর্মধারয় গ) অব্যয়ীভাব ঘ) দ্বিগু ৮৩. 'সহোদর' - এর ব্যাসবাক্য কী? ক) সহ যে উদর খ) সহ উদর যার গ) সহ উদর ঘ) সহ এবং উদর ৮৪. 'অমিল' - কোন সমাসের উদাহরণ? ক) নঞ তৎপুরুষ খ) নঞ বহুব্রীহি গ) নিত্য সমাস ঘ) অব্যয়ীভাব ৮৫. 'গঙ্গা যমুনা' - এটি কোন দ্বন্দ্ব সমাস? ক) সমাহার দ্বন্দ্ব খ) ইতরেতর দ্বন্দ্ব গ) বিকল্প দ্বন্দ্ব ঘ) একশেষ দ্বন্দ্ব ৮৬. 'হাতা-হাতা' - এই পদটি কোন সমাস? ক) দ্বন্দ্ব খ) অব্যয়ীভাব গ) ব্যতিহার বহুব্রীহি ঘ) দ্বিগু ৮৭. 'আজন্ম' - এটি কোন সমাসের উদাহরণ? ক) তৎপুরুষ খ) অব্যয়ীভাব গ) বহুব্রীহি ঘ) নিত্য সমাস ৮৮. যে সমাসে পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য হয়, সেটি সাধারণত কোন সমাস? ক) কর্মধারয় খ) দ্বন্দ্ব গ) তৎপুরুষ ঘ) বহুব্রীহি ৮৯. 'উপকণ্ঠ' - এটি কোন সমাসের উদাহরণ? ক) তৎপুরুষ খ) অব্যয়ীভাব গ) দ্বিগু ঘ) কর্মধারয় ৯০. 'একচক্ষু' - এটি কোন সমাসের উদাহরণ? ক) দ্বিগু খ) বহুব্রীহি গ) তৎপুরুষ ঘ) কর্মধারয় ৯১. 'পাপমুক্ত' - এর ব্যাসবাক্য কী? ক) পাপ থেকে মুক্ত খ) পাপ দ্বারা মুক্ত গ) পাপ ও মুক্ত ঘ) পাপের মুক্ত ৯২. 'ঘরজামাই' - এর ব্যাসবাক্য কী? ক) ঘরে জামাই খ) ঘর ও জামাই গ) ঘর যে জামাই ঘ) ঘরের জামাই ৯৩. 'কষ্টলব্ধ' - এর ব্যাসবাক্য কী? ক) কষ্ট ও লব্ধ খ) কষ্ট থেকে লব্ধ গ) কষ্ট দ্বারা লব্ধ ঘ) কষ্টের লব্ধ ৯৪. 'বনবিড়াল' - এটি কোন তৎপুরুষ সমাস? ক) কর্ম তৎপুরুষ খ) সম্বন্ধ তৎপুরুষ গ) অধিকরণ তৎপুরুষ ঘ) অপাদান তৎপুরুষ ৯৫. 'রাজপথ' - এর ব্যাসবাক্য কী? ক) পথের রাজা খ) রাজার পথ গ) রাজকীয় পথ ঘ) রাজ এবং পথ ৯৬. 'কাঁচামিঠা' - এটি কোন কর্মধারয় সমাস? ক) সাধারণ কর্মধারয় খ) উপমান কর্মধারয় গ) উপমিত কর্মধারয় ঘ) মধ্যপদলোপী কর্মধারয় ৯৭. 'ক্ষুধার্ত' - এর ব্যাসবাক্য কী? ক) ক্ষুধা দ্বারা আর্ত খ) ক্ষুধা ও আর্ত গ) ক্ষুধা যে আর্ত ঘ) ক্ষুধার্ত যে ৯৮. 'সিংহাসন' - এটি কোন সমাসের উদাহরণ? ক) উপমিত কর্মধারয় খ) রূপক কর্মধারয় গ) মধ্যপদলোপী কর্মধারয় ঘ) উপমান কর্মধারয় ৯৯. 'দেশান্তর' - এটি কোন সমাসের উদাহরণ? ক) নিত্য সমাস খ) তৎপুরুষ গ) কর্মধারয় ঘ) অব্যয়ীভাব ১০০. 'বহুধান্য' - এটি কোন সমাসের উদাহরণ? ক) দ্বিগু খ) কর্মধারয় গ) বহুব্রীহি ঘ) তৎপুরুষ উত্তরমালা: ১. গ) সম্-√অস্ + ঘঙ্ ২. গ) সমাস ৩. গ) দ্বন্দ্ব ৪. খ) বহুব্রীহি ৫. খ) বিস্ময়ে আপন্ন ৬. ক) দিনদিন ৭. খ) গিরির ঈশ ৮. গ) উপপদ তৎপুরুষ ৯. ঘ) অপাদান তৎপুরুষ ১০. ঘ) বিশেষণ ১১. ঘ) রূপক কর্মধারয় ১২. গ) দুটি ১৩. খ) নিত্য সমাস ১৪. খ) পল মিশ্রিত অন্ন = মধ্যপদলোপী কর্মধারয় ১৫. গ) দ্বন্দ্ব সমাস ১৬. খ) যিনি গিন্নি তিনি মা ১৭. ক) গ্রামান্তর ১৮. গ) অব্যয়ীভাব সমাস ১৯. গ) ব্যাসবাক্য ২০. ক) সম্ - √অস + ঘঙ ২১. গ) রূপক কর্মধারয় ২২. খ) বিগ্রহ বাক্য ২৩. গ) তৎপুরুষ সমাসে ২৪. ঘ) সমস্যমান পদগুলির কোনোটিরই অর্থ প্রধান না বুঝিয়ে অন্য কোনো অর্থ ২৫. গ) উপমান পদ ২৬. গ) দ্বিগু সমাসে ২৭. খ) উপমেয় পদ ২৮. গ) কর্ম ধারণ করে ২৯. গ) সমস্ত পদ ৩০. গ) ব্যতিহার বহুব্রীহি ৩১. গ) আসত্তি ৩২. গ) সাধারণ ধর্ম ৩৩. ক) বহু = অনেক, ব্রীহি = ধান বা অর্থ ৩৪. খ) পদের মিলন ঘটানো ৩৫. খ) কৃদন্ত পদের আগে ৩৬. খ) দ্বন্দ্ব সমাস ৩৭. ঘ) হাতাহাতি ৩৮. গ) সমস্যমান পদ ৩৯. খ) তিন প্রকার ৪০. খ) তেপান্তর ৪১. খ) অন্য গ্রাম = নিত্য সমাস ৪২. গ) তেলে ভাজা = অলোপ তৎপুরুষ ৪৩. খ) পথকে প্রদর্শন করে যে = উপপদ তৎপুরুষ ৪৪. খ) ভয় থেকে কাতর = অপাদান তৎপুরুষ ৪৫. খ) অরিকে দমন করে যে = উপপদ তৎপুরুষ ৪৬. গ) মহা যে সমুদ্র = কর্মধারয় সমাস ৪৭. খ) নয় সমাপ্ত = নঞ তৎপুরুষ ৪৮. খ) মাতৃ দ্বারা হীন = করণ তৎপুরুষ ৪৯. ক) রক্তের মতো বর্ণ = উপমান কর্মধারয় সমাস ৫০. গ) অন্য দেশে = অব্যয়ীভাব ৫১. খ) তিন সংসারের সমাহার = দ্বিগু সমাস ৫২. খ) জীবের কুল = সম্বন্ধ তৎপুরুষ সমাস ৫৩. খ) কেবল লেশ = নিত্য সমাস ৫৪. খ) নেই তরঙ্গ যার = নঞ বহুব্রীহি সমাস ৫৫. খ) দেখা ও শোনা = দ্বন্দ্ব সমাস ৫৬. খ) ছোট যে গল্প = কর্মধারয় সমাস ৫৭. ক) ধর্মের জন্য যুদ্ধ = নিমিত্ত তৎপুরুষ সমাস ৫৮. খ) মান হারিয়েছে যে = উপপদ তৎপুরুষ সমাস ৫৯. গ) লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = ব্যতিহার বহুব্রীহি ৬০. ক) রাজার মিস্ত্রি = সম্বন্ধ তৎপুরুষ সমাস ৬১. গ) নদী ভবের ন্যায় = উপমান কর্মধারয় ৬২. খ) শোক রূপ অনল = রূপক কর্মধারয় ৬৩. খ) মেরে মেরে যে যুদ্ধ = ব্যতিহার বহুব্রীহি সমাস ৬৪. খ) নেই সহায় যার = নঞ বহুব্রীহি সমাস ৬৫. ক) বনে ও বাদাড়ে = অলোপ দ্বন্দ্ব সমাস ৬৬. গ) সমস্যমান পদ ৬৭. খ) পরপদ ৬৮. গ) দ্বিগু ৬৯. গ) অব্যয়ীভাব ৭০. খ) নিত্য সমাস ৭১. গ) দিন দিন ৭২. খ) উপমিত ৭৩. গ) মধ্যপদলোপী ৭৪. গ) উপমান কর্মধারয় ৭৫. খ) নব রত্নের সমাহার = দ্বিগু ৭৬. ক) নঞ তৎপুরুষ ৭৭. গ) ইতরেতর দ্বন্দ্ব ৭৮. গ) তৎপুরুষ ৭৯. গ) বহুব্রীহি ৮০. খ) তপস্যার জন্য বন ৮১. ক) পূর্বপদ ৮২. গ) অব্যয়ীভাব ৮৩. খ) সহ উদর যার ৮৪. ক) নঞ তৎপুরুষ ৮৫. খ) ইতরেতর দ্বন্দ্ব ৮৬. গ) ব্যতিহার বহুব্রীহি ৮৭. খ) অব্যয়ীভাব ৮৮. খ) দ্বন্দ্ব ৮৯. খ) অব্যয়ীভাব ৯০. খ) বহুব্রীহি ৯১. ক) পাপ থেকে মুক্ত ৯২. ক) ঘরে জামাই ৯৩. গ) কষ্ট দ্বারা লব্ধ ৯৪. গ) অধিকরণ তৎপুরুষ ৯৫. ক) পথের রাজা ৯৬. ক) সাধারণ কর্মধারয় ৯৭. ক) ক্ষুধা দ্বারা আর্ত ৯৮. গ) মধ্যপদলোপী কর্মধারয় ৯৯. ক) নিত্য সমাস ১০০. গ) বহুব্রীহি

Post a Comment

0 Comments