একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার সাম্যবাদী কবিতা: প্রশ্ন ও উত্তর

একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার সাম্যবাদী কবিতা: প্রশ্ন ও উত্তর ১. কোন স্থানে এলে সব বিভেদ দূর হয়ে এক হয়ে যায় বলে কবি উল্লেখ করেছেন? ক) রাজপ্রাসাদে খ) যুদ্ধক্ষেত্রে গ) হৃদয়ে ঘ) বাজারে ২. ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথমে কোন সাহিত্যপত্রে প্রকাশিত হয়েছিল? ক) কল্লোল খ) লাঙল গ) মোসলেম ভারত ঘ) মহিলা ৩. শাক্যমুনি কী শুনে রাজ্য ত্যাগ করেছিলেন? ক) মনের টান খ) সন্তানের আহবানে গ) মানবজাতির কষ্ট ঘ) ঈশ্বরের আদেশ ৪. নিচের কোন শব্দটি 'মস্তিষ্ক' বোঝায়? ক) দেউল খ) হিয়া গ) কেতাব ঘ) মেষ ৫. ‘ত্রিপিটক’ কোন ধর্মের পবিত্র গ্রন্থ? ক) পারসিক খ) জৈন গ) বৌদ্ধ ঘ) জরথুস্ট্র ৬. ‘মহা-গীতা’ কে গেয়েছিলেন? ক) নবীরা খ) মেষের রাখাল গ) চার্বাক মুনি ঘ) বাঁশীর কিশোর ৭. কোন পরিস্থিতিতে ধর্মগ্রন্থ পাঠ নিরর্থক হয়? ক) যখন নিজেকে ছোট ভাবা হয় খ) যখন ধর্মগ্রন্থ নিয়ে দর কষাকষি করা হয় গ) যখন অন্য ধর্মের সাথে আলোচনা করা হয় ঘ) যখন সবাইকে ভালোবাসা হয় ৮. ‘সাম্যের গান’ বলতে কী বোঝানো হয়েছে? ক) গানের সুর খ) ধর্মের বাণী গ) সমতার ধারণা ঘ) ভেদাভেদ ৯. কবি কীসে ‘পণ্ডশ্রম’ বলেছেন? ক) কঠিন কাজ করা খ) মানবসেবা করা গ) ধর্মগ্রন্থে জ্ঞান খোঁজা ঘ) চোরকে ধর্মের গল্প শোনানো ১০. কনফুসিয়াস কোন দেশের দার্শনিক ছিলেন? ক) জাপানি খ) জৈন গ) মিশরীয় ঘ) চৈনিক ১১. ‘দেউল’ শব্দটির মূল উৎস কী? ক) দোল খ) দেবকুল গ) দেয়াল ঘ) উদারতা ১২. কবির মতে, ‘তাজা ফুল’ কোথায় ফোটে? ক) কাননে খ) পথে গ) মাঠে ঘ) সাগরে ১৩. বৌদ্ধধর্মের প্রতিষ্ঠাতা কে? ক) মহাবীর খ) জরথুস্ট্র গ) গৌতম বুদ্ধ ঘ) ঈসা মুসা ১৪. ‘বাঁশীর কিশোর’ কে? ক) ঈসা খ) মোহাম্মদ গ) শিব ঘ) কৃষ্ণ ১৫. ‘সাম্যবাদী’ কবিতায় কোন তীর্থক্ষেত্রটি হিন্দুদের নয়? ক) মথুরা খ) বৃন্দাবন গ) জেরুজালেম ঘ) নীলাচল ১৬. ‘আরব-দুলাল’ কার পরিচয়? ক) হজরত মোহাম্মদ খ) ঈসা গ) গৌতম বুদ্ধ ঘ) চার্বাক ১৭. ‘চার্বাক চেলা’ মানে কী? ক) তান্ত্রিক সাধক খ) ভক্ত গ) কাব্যপ্রেমিক ঘ) বস্তুবাদী ১৮. এই কবিতাটি কোন ছন্দে রচিত? ক) স্বরবৃত্ত খ) মাত্রাবৃত্ত গ) গদ্য ঘ) পয়ার ১৯. ‘জেন্দাবেস্তা’ কাদের ধর্মীয় গ্রন্থ? ক) হিন্দু খ) ইহুদি গ) জৈন ঘ) পারসিক ২০. ‘গ্রন্থসাহেব’ কাদের ধর্মগ্রন্থ? ক) ইসলামীদের খ) পারসিকদের গ) শিখদের ঘ) জৈনদের ২১. সবচেয়ে বড়ো মন্দির ‘কাবা’ কোনটি? ক) নীলাচল খ) হৃদয় গ) পুঁথি ঘ) ধর্মগ্রন্থ ২২. মাঠে বসে ‘খোদার মিতা’ কারা? ক) বাঁশীর কিশোর খ) নবীরা গ) হজযাত্রীরা ঘ) বৌদ্ধরা ২৩. কবি বলেছেন “লুটাইয়া পড়ে সকল রাজমুকুট” – এর অর্থ কী? ক) রাজাদের মৃত্যু খ) যুদ্ধের পরাজয় গ) হৃদয়ের বিশালতা ঘ) রাজনীতি ২৪. নিচের কোনটি মিথ্যা? ক) কেতাব = পুস্তক খ) দেউল = মন্দির গ) মেষ = মোষ ঘ) হিয়া = মস্তিষ্ক ২৫. কবিতার প্রথম লাইনে কী গাইতে বলা হয়েছে? ক) বিপ্লবের গান খ) সাম্যের গান গ) প্রেমের গান ঘ) মুক্তির গান ২৬. নিজের অন্তরে কী পাওয়া যাবে? ক) বিশ্বভুবন খ) বিশ্ব দেউল গ) কোনোটিই নয় ঘ) সকল শাস্ত্র ২৭. “দোকানে কেন এ দর-কষাকষি?”—কবি কী বোঝাতে চেয়েছেন? ক) মানুষের ব্যক্তিগত লাভের হিসাব খ) ধর্মের মধ্যে বিভেদ গ) মানুষের স্বার্থ রক্ষা ঘ) উপরের সবগুলো ২৮. “এই হৃদয়ই সে নীলাচল ...” — হৃদয়ের তুলনা কিসের সঙ্গে করা হয়েছে? ক) রাজপ্রাসাদ খ) তীর্থক্ষেত্র গ) পাঠশালা ঘ) যুদ্ধক্ষেত্র ২৯. ‘সাম্যবাদী’ কবিতায় মোট কতগুলো পঙ্‌ক্তি আছে? ক) তেইশ খ) ছত্রিশ গ) পনেরো ঘ) বত্রিশ ৩০. উল্লিখিত প্রাচীন আদিবাসী গোষ্ঠীগুলো কী কী? ক) ভীল খ) সাঁওতাল গ) গারো ঘ) উপরের সবগুলো ৩১. ‘মসজিদ, মন্দির, গির্জা — এই হৃদয়” — এখানে কয়টি উপাসনালয়ের নাম আছে? ক) চারটি খ) পাঁচটি গ) দুটি ঘ) তিনটি ৩২. ইহুদিরা কোন দেশের বাসিন্দা ছিল? ক) পারস্য খ) ভারতবর্ষ গ) প্রাচীন জুডিয়া ঘ) মায়ানমার ৩৩. “সকল কেতাব সকল কালের জ্ঞান” – কোথায় থাকার কথা বলা হয়েছে? ক) ধর্মে খ) তোমাতে গ) আমাতে ঘ) সাম্যবাদে ৩৪. “হাসিছেন তিনি অমৃত-হিয়ার ...” — এখানে ‘তিনি’ কে? ক) শাক্যমুনি খ) কবি গ) নবী ঘ) ঈশ্বর ৩৫. কোরানের সাম গান কে গেয়েছিলেন? ক) জরথুস্ট্র খ) আরব দুলাল গ) রাখাল বালক ঘ) শাক্যমুনি ৩৬. বুদ্ধদেব কোথায় জ্ঞান লাভ করেন? ক) কপিলাবস্তু খ) বুদ্ধ-গয়া গ) কলিঙ্গ ঘ) জেরুজালেম ৩৭. কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? ক) দোলন চাঁপা খ) অগ্নিবীণা গ) বিষের বাঁশী ঘ) সর্বহারা ৩৮. কোন মুনি রাজ্য ত্যাগ করেন? ক) ভরদ্বাজ খ) বিশ্বামিত্র গ) কাশ্যপ ঘ) শাক্যমুনি ৩৯. “পার্সি? জৈন? ইহুদী? সাঁওতাল, ভীল, গারো?” — এখানে কয়টি জাতির নাম আছে? ক) ৪টি খ) ৫টি গ) ৬টি ঘ) ৭টি ৪০. ‘সাম্যবাদী’ কবিতায় কতগুলো ধর্মগ্রন্থের নাম পাওয়া যায়? ক) ৪টি খ) ১০টি গ) ৮টি ঘ) ৬টি উত্তর তালিকা ১. ঘ) হৃদয় ২. ক) ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান ৩. খ) বাঁশীর কিশোর ৪. খ) বস্তুবাদী ৫. খ) ধর্মে ধর্মে বিভেদের কথা ৬. ঘ) সমতার কথা ৭. ক) লাঙল ৮. গ) উপরের সবগুলো ৯. ক) নবীরা ১০. গ) শিখদের ১১. ক) হৃদয়ের মহত্ব ১২. খ) ধর্মগ্রন্থ নিয়ে দরদাম করলে ১৩. ঘ) তোমাতে রয়েছে ১৪. গ) হিয়া = মস্তিষ্ক ১৫. ঘ) বুদ্ধ-গয়া ১৬. গ) বত্রিশ ১৭. ক) জেরুজালেম ১৮. গ) বৌদ্ধ ১৯. গ) চৈনিক দার্শনিক ২০. খ) গৌতম বুদ্ধ ২১. ক) পারসিক ২২. ক) মাত্রাবৃত্ত ২৩. ক) সকল শাস্ত্র ২৪. ঘ) মানববেদনার ডাক ২৫. খ) সাম্যের গান ২৬. গ) বাধা-ব্যবধান ২৭. ঘ) তীর্থক্ষেত্র ২৮. খ) পথে ২৯. ঘ) ৮টি ৩০. গ) শাক্যমুনি ৩১. খ) ৬টি ৩২. ঘ) অগ্নিবীণা ৩৩. গ) কৃষ্ণ ৩৪. খ) তিনটি ৩৫. খ) সঠিক এবং যুক্ত ৩৬. ঘ) দেবকুল ৩৭. ঘ) হজরত মোহাম্মদ ৩৮. ক) প্রাচীন জুডিয়া ৩৯. ঘ) ঈশ্বর ৪০. গ) আরব দুলাল

Post a Comment

0 Comments