ইলিয়াস গল্পের ৫০টি MCQ প্রশ্ন
১। ইলিয়াস গল্পটির তরজমা করেছেন কে?
ক) সুবীর গাঙ্গুলী
খ) মণীন্দ্র দত্ত
গ) লিও তলস্তয়
ঘ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
২। ইলিয়াস কোন জনগোষ্ঠীভুক্ত মানুষ ছিল?
ক) রুশ
খ) তুর্কি
গ) বাসকির
ঘ) মুসলিম
৩। ইলিয়াস কোথায় বসবাস করত?
ক) মধ্যপ্রদেশ
খ) অন্ধ্রপ্রদেশ
গ) উফা প্রদেশ
ঘ) উত্তর প্রদেশ
৪। ইলিয়াসের স্ত্রীর নাম কী ছিল?
ক) ফাতেমা
খ) আয়েশা
গ) শাম-শেমাগি
ঘ) জয়নব
৫। ইলিয়াসের সন্তান বলতে ছিল-
ক) এক ছেলে এক মেয়ে
খ) দুই ছেলে দুই মেয়ে
গ) এক ছেলে দুই মেয়ে
ঘ) দুই ছেলে এক মেয়ে
৬। কত বছরের পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল?
ক) ৩০ বছর
খ) ৩৫ বছর
গ) ৪০ বছর
ঘ) ২০ বছর
৭। ইলিয়াসের বড় ছেলে মারা গিয়েছিল কীভাবে?
ক) জ্বরে
খ) মারামারিতে
গ) মোড়কে
ঘ) দুর্ভিক্ষে
৮। ইলিয়াসের কোন বৌমা ঝগড়াটে ছিল?
ক) মেজ বৌমা
খ) ছোটো বৌমা
গ) বড় বৌমা
ঘ) সেজো বৌমা
৯। ইলিয়াস বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল কাকে?
ক) মেয়েকে
খ) স্ত্রীকে
গ) ছোটো ছেলেকে
ঘ) বড়ো ছেলেকে
১০। ইলিয়াসের অনেকগুলি ভেড়া মরে গিয়েছিল কীভাবে?
ক) বন্যায়
খ) খরাতে
গ) মড়কে
ঘ) দুর্ভিক্ষে
১১। ইলিয়াসের ভালো ঘোড়াগুলি চুরি করেছিল কারা?
ক) পাঠানরা
খ) হারমাদরা
গ) কিরবিজরা
ঘ) আততরা
১২। ইলিয়াস কত বছর বয়সে সর্বহারা হয়ে পড়েছিল?
ক) ৭২ বছর বয়সে
খ) ৭০ বছর বয়সে
গ) ৭৫ বছর বয়সে
ঘ) ৭৪ বছর বয়সে
১৩। ‘একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলে।’ – আত্মীয় এসেছিল কার কাছে?
(A) ইলিয়াসের মেয়ের কাছে
(B) মোল্লার কাছে
(C) মহম্মদ শার কাছে
(D) ইলিয়াসের কাছে
১৪। “এই সম্পন্ন মানুষ দুটির দূরবস্থা দেখে মহম্মদ শার দুঃখ হতো” – সম্পন্ন মানুষ দুটি হল কারা?
(A) ইলিয়াস ও তার স্ত্রী
(B) ইলিয়াসের দুই ছেলে
(C) মোহাম্মদ শা ও তার স্ত্রী
(D) মোল্লা ও তার স্ত্রী
১৫। ‘আমাদের সঙ্গে একটু কুমিস পান করবে’ – একথা কে বলেছিল?
(A) মহম্মদ শা মোল্লাকে
(B) মহম্মদ শা অতিথিকে
(C) মহম্মদ শা শামশেমাগিকে
(D) মহম্মদ শা ইলিয়াসকে
১৬। ‘অতিথিরা বিহ্মিত’-অতিথিদের বিহ্মিত হবার কারণ কী ছিল?
(A) অর্ধশতাব্দী ধরে তারা সুখ খুঁজেছে
(B) ইলিয়াস ও তার স্ত্রী সর্বহারা হয়েও সুখে আছে
(C) আজ তারা সুখের সন্ধান পেয়েছে
(D) তাদের কল্যাণের জন্য এ কথা বলেছে তারা
১৭। ‘যখন তার বাবা মারা গেল সে না ধনী, না দরিদ্র’-কার কথা বলা হয়েছে?
(A) মোল্লা
(B) শামশেমাগি
(C) ইলিয়াস
(D) অতিথিরা
১৮। ‘ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল’-ইলিয়াসের প্রতিবেশী কে ছিল?
(A) অতিথিরা
(B) মহম্মদ শা
(C) মোল্লা
(D) শামশেমাগি
১৯। ‘তার সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল’ – ঘোড়াগুলি চুরি করেছিল কারা?
(A) অতিথিরা
(B) ইলিয়াসের বিতাড়িত পুত্র
(C) কিরবিজরা
(D) ইলিয়াস
২০। ‘সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোঁচকা ‘- বোঁচকায় কী ছিল?
(A) লোমের তৈরি কোর্ট, জুতো, আর বুট
(B) চা, কুমিস, মাংস, শরবত
(C) কম্বল, ঘোড়ার জিন, তাবু
(D) অনেক মূল্যবান জিনিস
২১। ‘সে একেবারে সর্বহারা হয়ে পড়ল’ – সর্বহারা হয়েছিল কখন?
(A) শরীরের জোর কমে গেলে
(B) আসল অবস্থা বুঝে উঠবার আগেই
(C) মেয়েটি মারা যাওয়ার পর
(D) বড় ছেলে মারা যাওয়ার পর
২২। “এছাড়াও যদি কখনো কিছু লাগে, বলবে তাও দেবে” – কথাটি কে বলেছিল?
(A) অতিথি
(B) মহম্মদ শা
(C) মোল্লা
(D) ইলিয়াস
২৩। “আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথা বলতো।” – একথা কে বলেছে?
(A) মহম্মদ শা
(B) অতিথি
(C) ইলিয়াস
(D) শামশেমাগি
২৪। “কখনো সুখ পাইনি” – সুখ পায়নি কখন?
(A) শীতকালে
(B) যখন ধনী ছিলেন
(C) যখন দুশ্চিন্তা করেছেন
(D) যখন সম্পত্তি হারিয়েছিলেন
২৫। “এখনকার দুরাবস্থার কথা ভাবে কি খুব কষ্ট হচ্ছে?” – এ কথা কে বলেছিলেন?
(A) মহম্মদ শা ইলিয়াসকে
(B) অতিথি ইলিয়াসের স্ত্রীকে
(C) মোল্লা অতিথিদের
(D) ইলিয়াস বড় ছেলেকে
২৬। “দুর্দশার একেবারে চরমে নেমে গেল” – দুর্দশা চরমে নেমে গেল কখন?
(A) ইলিয়াসের ৭০ বছর বয়সে
(B) যখন গ্রীষ্মকাল
(C) অতিথির কথায়
(D) যখন ঘরের আত্মীয় সমাগম হলো
২৭। “লোকটিকে কখনো চোখে দেখেনি, কিন্তু তার সুনাম ছড়িয়ে ছিল বহুদূর” – উক্তিটি কার?
(A) শামশেমাগির
(B) অতিথির
(C) গৃহস্বামীর
(D) ইলিয়াসের
২৮। “সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি” – সুখ খুঁজেছেন কতদিন ধরে?
(A) কুড়ি বছর আগে
(B) অর্ধশতাব্দী ধরে
(C) কল্যাণের জন্য
(D) ৫০ বছর ধরে
২৯। “এ বিষয়ে তিনিই পুরো সত্য বলতে পারবেন” – সত্যটি কে বলেছিলেন?
(A) অতিথি
(B) মহম্মদ শা
(C) শামশেমাগি
(D) ইলিয়াস
৩০। “বন্ধুগণ হাসবেন না” – বন্ধুদের না হাসার কারণ কী?
(A) কথাগুলি সব পবিত্র গ্রন্থে লেখা আছে
(B) এটা তামাশা নয়। এটাই মানুষের জীবন
(C) কথাগুলি সবই সত্য
(D) অতিথিদের ভাবনা
৩১। “বন্ধুগণ হাসবেন না।” এ কথা কে বলেছে?
(A) মহম্মদ শা
(B) ইলিয়াস
(C) শাম-শেমাগি
(D) মহম্মদ শার জনৈক আত্মীয়
৩২। মহম্মদ শা-র বাড়িতে আগত অতিথিদের মধ্যে একজন কে ছিলেন?
(A) ইলিয়াস
(B) পুরোহিত
(C) মোল্লাসাহেব
(D) ইলিয়াসের ছেলে
৩৩। শীতের জন্য মজুত করে রাখা হত যথেষ্ট কী?
(A) খড়
(B) যব
(C) খাদ্যশস্য
(D) ভেড়া
৩৪। ইলিয়াসের বড়ো ছেলেটি মারা গিয়েছিল কীভাবে?
(A) কলেরা রোগে
(B) মারামারি করতে গিয়ে
(C) প্রবল জ্বরে
(D) ক্যানসারে
৩৫। “সেও তো পাপ” – কোন কাজের প্রসঙ্গে বলা হয়েছে?
(A) পশুহত্যা
(B) পশুপালনে তদারকি
(C) মজুরদের ওপর কড়া নজরদারি
(D) অতিথিদের সেবা না করা
৩৬। “বন্ধুগণ হাসবেন না। এটা তামাশা নয়।” – এটি কার উক্তি?
(A) মহম্মদ শা-র
(B) শাম-শেমাগির
(C) ইলিয়াসের
(D) মোল্লার
৩৭। ‘ইলিয়াস’ গল্পটি কে বাংলায় অনুবাদ করেছেন?
ক) মণীন্দ্র দত্ত
খ) লিও তলস্তয়
গ) সুবীর গাঙ্গুলী
ঘ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
৩৮। ‘এই তার যা কিছুই বিষয়-সম্পত্তি’-কার কথা বলা হয়েছে?
(A) মহম্মদ শা
(B) অতিথি
(C) শামশেমাগি
(D) ইলিয়াস
৩৯। ‘পাশেপাশের সকলেই তাকে ঈর্ষা করে’ – ঈর্ষা করার কারণ কী ছিল?
(A) ইলিয়াস ভাগ্যবান পুরুষ
(B) ইলিয়াসের তখন খুব বোলবোলাও
(C) ইলিয়াসের নাম যশ প্রচুর
(D) ইলিয়াস প্রচুর সম্পত্তির মালিক
৪০। ‘ইলিয়াস, তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো’ – একথা কে বলেছিল?
(A) অতিথিরা
(B) শামশেমাগি
(C) মোল্লা
(D) মহম্মদ শা
৪১। ‘কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়োশ হয়ে উঠল’ – আয়েশী হয়ে উঠেছিল কারা?
(A) মহম্মদ শা ও তার স্ত্রী
(B) ইলিয়াসের ছেলেমেয়েরা
(C) ইলিয়াস ও তার স্ত্রী
(D) অতিথিরা
৪২। ‘বুড়ো বুড়ি কে রেখে মহম্মদ শার লাভ হল’ – কারণ কী?
(A) তারা অলস নয়
(B) নিজেদের একদিন মনিব ছিল
(C) সব কাজই তারা ভালোভাবে করতে পারত
(D) তারা সাধ্যমত কাজকর্ম করত
৪৩। ইলিয়াসের বিয়ের এক বছর পরে যখন তার বাবা মারা গেল তখন সে ছিল –
(A) না ধনী, না দরিদ্র
(B) খুব গরিব
(C) খুব ধনী
(D) খুব ক্ষমতাসম্পন্ন
৪৪। ইলিয়াসের সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গিয়েছিল-
(A) প্রতিবেশীরা
(B) কজারিকা
(C) কিরবীজরা
(D) মহম্মদ শা
৪৫। “ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গোরু- ঘোড়াও দিল।” – ইলিয়াস এসব কাকে দিয়েছিল?
(A) তার বড়ো ছেলেকে
(B) তার ছোটো ছেলেকে
(C) তার একমাত্র মেয়েকে
(D) মহম্মদ শা নামে এক প্রতিবেশীকে
৪৬। ইলিয়াস গল্পে কাকে ‘বাবাই’ বলে সম্বোধন করা হয়েছে?
(A) মহম্মদ শা
(B) ইলিয়াসের ছোট ছেলেকে
(C) মোল্লা
(D) বৃদ্ধ ইলিয়াসকে
৪৭। “কথা বলবার সময় নেই।” – কখন কথা বলবার সময় ছিল না?
(A) যখন তারা অসুস্থ ছিল
(B) যখন তারা ধনী ছিল
(C) যখন তারা গরিব ছিল
(D) যখন তারা ভ্রমণ করছিল
৪৮। “ফলে সারারাত ঘুমই ছিল না।” – সারারাত ঘুম না থাকার কারণ কী ছিল?
(A) আর্থিক দুশ্চিন্তা
(B) অসুস্থতা
(C) কাজের চাপ
(D) গৃহপালিত জন্তুদের অনিষ্টের আশঙ্কা
৪৯। ইলিয়াস তার অতিথিদের কী দিয়ে সেবা করত?
(A) ফল
(B) রুটি
(C) দুধ
(D) কুমিস, চা, শরবত, মাংস
৫০। “অতিথিরা বিস্মিত” – কেন?
(A) ইলিয়াস এবং তাঁর স্ত্রী ধনী অবস্থায় সুখের সন্ধান পেয়েছেন, একথা শুনে।
(B) ইলিয়াস এবং তাঁর স্ত্রী, কপর্দকহীন অবস্থায় সুখের সন্ধান পেয়েছেন, একথা শুনে।
(C) ইলিয়াস এবং তাঁর স্ত্রী, অসুখী ছিলেন, একথা শুনে।
(D) ইলিয়াস এবং তাঁর স্ত্রী, তাদের অতীত ভুলে গেছেন, একথা শুনে।
0 Comments