পুঁইমাচা MCQ প্রশ্ন উত্তর

১. পুঁই শাকের বোঝা কোথায় পড়ে গিয়েছিল?
ক) উঠানে
খ) পুকুর পাড়ে
গ) মাটিতে
ঘ) রান্নাঘরে
২. অন্নপূর্ণা ছোট মেয়েটিকে পুঁইশাকের বোঝাটিকে কী করতে বলেছিলেন?
ক) কুড়িয়ে আনতে
খ) পুকুরের ধারে ফেলে দিতে
গ) রান্না করতে
ঘ) বিক্রি করতে
৩. ছোট মেয়েটি কিসের মতো বোঝা তুলছিল?
ক) কলের পুতুলের মতো
খ) পাখির মতো
গ) খরগোশের মতো
ঘ) বিড়ালের মতো
৪. "তাহার মনে বড় কষ্ট হইল"- কার মনে কষ্ট হয়েছিল
ক) সহায়হরির
খ) অন্নপূর্ণার
গ) ক্ষেন্তির
ঘ) পুটি ও রাধি-র
৫. অন্নপূর্ণা কখন ক্ষেন্তির আবদারের কথা মনে করেন?
ক) রান্নার সময়
খ) ঘুমানোর সময়
গ) বাজার করার সময়
ঘ) কাপড় কাচার সময়
৬. অন্নপূর্ণা উঠান ও খিড়কী থেকে কী কুড়িয়ে আনেন?
ক) লাকড়ি
খ) পুঁই শাকের ডাঁটা
গ) ফল
ঘ) সবজি
৭. ক্ষেন্তি পাতে কী দেখে আনন্দিত হয়?
ক) মাছের ঝোল
খ) পুঁই শাকের চচ্চড়ি
গ) ডাল
ঘ) মাংস
৮. ক্ষেন্তির কিসের প্রতি লোভ ছিল?
ক) মাছের 
খ) মাংসের 
গ) পুঁই শাক- এর
ঘ) ফল-এর
৯. অন্নপূর্ণার চোখে জল আসার কারণ কী?
ক) ক্ষেন্তির আনন্দ
খ) নিজের রাগ
গ) সহায়হরির নীরবতা
ঘ) কালীময়ের কথা
১০. কে স্বভাব না হলে পাত্র দিতে রাজি হয়নি?
ক) বিষ্ণু সরকার
খ) কেষ্ট মুখুয্যে
গ) শ্রীমন্ত মজুমদার
ঘ) হরিহর
১১. হরির ছেলে কেমন শ্রোত্রিয়?
ক) উচ্চবংশীয়
খ) সৎ
গ) পচা
ঘ) ধার্মিক
১২. কেষ্ট মুখুয্যে শেষ পর্যন্ত কী করেছিলেন?
ক) বিয়ে ভেঙে দিয়েছিলেন
খ) হরির ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়েছিলেন
গ) গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন
ঘ) কালীময়ের সাথে ঝগড়া করেছিলেন

১৩. আশীর্বাদ হওয়া পাত্রের সাথে বিয়ে না দেওয়ার কারণ কী?
ক) পাত্রের আর্থিক অবস্থা খারাপ
খ) পাত্রের লেখাপড়া নেই
গ) পাত্রের আগে একটি কুকীর্তি ছিল
ঘ) পাত্রের পরিবার ভালো নয়
১৪. কালীময় কার ছেলের সাথে সহায়হরির মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন?
ক) শ্রীমন্ত মজুমদারের
খ) গ্রামের মাতব্বরের
গ) হরির
ঘ) কেষ্ট মুখুয্যের
১৫. শ্রীমন্ত মজুমদারের ছেলের কী ছিল?
ক) প্রচুর জমি ও পুকুর
খ) ভালো ব্যবসা
গ) সরকারি চাকরি
ঘ) গ্রামের নেতৃত্ব
১৬. সহায়হরি ক্ষেন্তিকে কী আনতে বলেছিল?
ক) লাঠি
খ) শাবল
গ) কোদাল
ঘ) দা
১৭. সহায়হরি ও ক্ষেন্তি কোথায় যাচ্ছিলেন?
ক) বাজারে
খ) মন্দিরে
গ) নদীর ঘাটে
ঘ) বরোজপোতার জঙ্গলে

১৮. সমাজের বামুনদের কী মারার কথা বলা হয়েছে?
ক) জাত
খ) সম্পত্তি
গ) সম্মান
ঘ) জীবন


১৯. মুখুয্যে বাড়ির ছোট খুকির নাম-
ক) পার্বতী 
খ) জয়া
গ) দুর্গা
ঘ) গৌরি

২০. মুখুয্যে বাড়ির ছোট খুকি কাকে নবান্ন মেখে দিতে বলেছিল?
ক) ক্ষেন্তিকে
খ) অন্নপূর্ণাকে
গ) সহায়হরিকে
ঘ) মুখুয্যেকে
২১. মুখুয্যে বাড়ি কোথায় ছিল?
ক) এ-পাড়ায়
খ) ও-পাড়ায়
গ) গ্রামের মাঝে
ঘ) নদীর ধারে
২২. দুর্গা কোন পাখি দেখিয়েছিল?
ক) শালিক
খ) চড়ুই
গ) দোয়েল
ঘ) লেজঝোলা হলদে পাখি
২৩. অন্নপূর্ণা কী লক্ষ করেছিলেন?
ক) বনের মধ্যে হাতির ডাক
খ) বনের মধ্যে খুপ খুপ আওয়াজ
গ) বনের মধ্যে মানুষের আনাগোনা
ঘ) বনের মধ্যে আগুন
২৪. ক্ষেন্তি তেলের বাটি সামনে রেখে খোঁপা খুলছিল কোথায় বসে?
ক) উঠানে
খ) রান্নাঘরে
গ) পুকুর পাড়ে
ঘ) ঘরে
২৫. সহায়হরি কত সের ওজনের মেটে আলু এনেছিলেন?
ক) ১০-১২ সের
খ) ১৫-১৬ সের
গ) ২০-২২ সের
ঘ) ২৫-২৬ সের
২৬. অন্নপূর্ণার মতে সহায়হরির কয় কাল গিয়েছে?
ক) এক কাল
খ) দুই কাল
গ) তিন কাল
ঘ) চার কাল
২৭. সহায়হরি মেটে আলু কার কাছ থেকে পেয়েছিল, বলে বলেছিল?
ক) ময়শা চৌকিদারের কাছ থেকে
খ) মুখুয্যের কাছ থেকে
গ) দুর্গার কাছ থেকে
ঘ) ক্ষেন্তির কাছ থেকে
২৮. দিনদুপুরে বাঘ লুকিয়ে থাকে কোথায়?
ক) গভীর বনের ধারে
খ) পাঁচিলের ধারে
গ) বরোজপোতার জঙ্গলে
ঘ) পুকুর পাড়ে
২৯. ক্ষেন্তি কোন চারা পুঁতেছিল?
ক) লাউ
খ) কুমড়ো
গ) পুঁই শাক
ঘ) বেগুন
৩০. অন্নপূর্ণা ক্ষেন্তিকে কখন চারা পুঁততে বলেছিলেন?
ক) গ্রীষ্মকালে
খ) বর্ষাকালে
গ) শীতকালে
ঘ) বসন্তকালে
৩১. ক্ষেন্তি কীভাবে চারা বাঁচানোর পরিকল্পনা করেছিল?
ক) সার দিয়ে
খ) জল দিয়ে
গ) ছায়া দিয়ে
ঘ) বেড়া দিয়ে
৩২. কারা চৌকিদার ডেকে ক্ষেন্তিকে ধরিয়ে দিত?
ক) ময়সা চৌকিদার
খ) গোঁসাইরা
গ) কালীময় ঠাকুর
ঘ) চৌধুরীরা

৩৩. কে গোবর কুড়িয়ে এনেছিল?
ক) সহায়হরি
খ) ক্ষেন্তি
গ) মুখুয্যে
ঘ) অন্নপূর্ণা
৩৪. সহায়হরি ক্ষেন্তিকে কোন মেলা থেকে জামা কিনে দিয়েছিলেন?
ক) হরিপুরের রাসের মেলা
খ) হরিপুরের সংক্রান্তির মেলা
গ) হরিপুরের চৈত্র সংক্রান্তির মেলা
ঘ) হরিপুরের বৈশাখী মেলা
৩৫. জামাটির বর্তমানে কোথায় ছিল?
ক) অন্নপূর্ণার কাছে
খ) সহায়হরির কাছে
গ) ক্ষেন্তির ভাঙ্গা টিনের তোরঙ্গে
ঘ) প্রতিবেশীর কাছে
৩৬. অন্নপূর্ণা ও সহায়হরির ছোট মেয়ের নাম কী?
ক) রাধী
খ) পুঁটি
গ) বামি
ঘ) শামী
৩৭. অন্নপূর্ণা ও সহায়হরির মেজ মেয়ের নাম কী?   
ক) রাধী
খ) পুঁটি
গ) বামি
ঘ) শামী
৩৮. জেঠাইমারা কী তৈরি করছিল?
ক) পায়েস
খ) ক্ষীর
গ) পিঠে
ঘ) হালুয়া
৩৯. পিঠে তৈরির জন্য অন্নপূর্ণা কেন ক্ষেন্তির সাহায্য নিতে করতে চাননি?
ক) ক্ষেন্তির কাপড় চোপড় শাস্ত্রসম্মত ও শূচি ছিল না
খ) ক্ষেন্তি অলস ছিল
গ) ক্ষেন্তি মিথ্যাবাদী ছিল
ঘ) ক্ষেন্তি রাগী ছিল

৪০. পুঁটি কীসের পুর না হলে পাটিসাপটা হয় না বলে জেনেছিল?
ক) নারকেল ছাঁই
খ) ক্ষীর
গ) গুড়
ঘ) ময়দা
৪১. অন্নপূর্ণা কী দিয়ে খোলা মাখাচ্ছিলেন?
ক) নারকেল তেল
খ) সর্ষের তেল
গ) বেগুনের বোঁটায় তেল
ঘ) ঘি
৪২. ক্ষেন্তির মতে, পাটিসাপটা ক্ষীর দিলে কীসের মতো খেতে হয়?
ক) মিষ্টি
খ) নোনতা
গ) ছাই
ঘ) তিতকুটে

৪৩. পুঁটির মতে, বড়দি কী খাক?
ক) ভাত
খ) পিঠে
গ) ক্ষীর
ঘ) পায়েস
৪৪. ক্ষেন্তি ক'খানা পিঠে খেয়েছিল?
ক) ১০-১২ খানা
খ) ১৫-১৬ খানা
গ) ১৮-১৯ খানা
ঘ) ২০-২২ খানা
৪৫. ক্ষেন্তির বিয়ে কখন হয়েছিল?
ক) বৈশাখ মাসের প্রথমে
খ) জ্যৈষ্ঠ মাসের শেষে
গ) আষাঢ় মাসের প্রথমে
ঘ) শ্রাবণ মাসের শেষে
৪৬. ক্ষেন্তির পাত্রের বয়স কত ছিল?
ক) ৩০ বছরের কম
খ) ৩৫ বছরের বেশি
গ) ৪০ এর খুব বেশি নয়
ঘ) ৫০ বছর

৪৭. ক্ষেন্তির বিয়ে কার ঘটকালি-তে হয়েছিল?
ক) বিষ্ণু সরকারের
খ) কালীময় ঠাকুর এর
গ) দূর সম্পর্কের এক আত্মীয়ের
ঘ) হরিহরের মধ্যস্থতায় 

৪৮. কে অধিক মিষ্টি খেতে পারে না? 
ক) ক্ষেন্তি
খ) পুঁটি 
গ) রাধী
ঘ) মুখুয্যে বাড়ির ছোট মেয়ে দুর্গা 

৪৮. কে অধিক মিষ্টি খেতে পারে না? 
ক) ক্ষেন্তি
খ) পুঁটি 
গ) রাধী
ঘ) মুখুয্যে বাড়ির ছোট মেয়ে দুর্গা 

৪৯. ক্ষীরের পুর না হলে পাটিসাপটা হয় না- একথা পুঁটি কার কাছে জেনেছিল? 
ক) ক্ষেন্তির কাছে
খ) খেদির কাছে
গ) রাধীর কাছে
ঘ) মুখুয্যে বাড়িতে গিয়ে 

৫০. অন্নপূর্ণা কেন প্রথমে জামাইয়ের সামনে যেতে সঙ্কোচ বোধ করছিলেন?
ক) জামাইয়ের বয়স বেশি ছিল
খ) জামাই দেখতে খারাপ ছিল
গ) জামাইয়ের স্বভাব খারাপ ছিল
ঘ) জামাইয়ের পরিবার খারাপ ছিল
৫১. বিবাহের সময় ক্ষেন্তির পরনে ছিল-
ক) বেনারসি শাড়ি
খ) কোটাপুরি শাড়ি
গ) তসর শাড়ি
ঘ) বালুচরী শাড়ি
৫৩. ক্ষেন্তি কোন মাসে তার বাবাকে আসতে বলেছিল?
ক) বৈশাখ মাসে
খ) পৌষ মাসে
গ) আশ্বিন মাসে
ঘ) আষাঢ় মাসে 
৫৪. ও-পাড়ার ঠানদিদি ক্ষেন্তিকে কী বলেছিলেন?
ক) সে আর বাবার বাড়ি যেতে পারবে না
খ) সে বাবাকে নিয়ে আসতে পারবে
গ) তার নাতি হলে বাবা আসবে
ঘ) সে বাবাকে চিঠি লিখতে পারবে
৫৫. ফাল্গুন-চৈত্র মাসে অন্নপূর্ণা কী তুলতেন?
ক) আমসত্ত্ব
খ) আচার
গ) মুড়ি
ঘ) চিঁড়া
৫৬. ঘরের দাওয়ায় বসে সহায়হরি কার সাথে কথা বলছিলেন?
ক) বিষ্ণু সরকারের সাথে
খ) মুখুয্যের সাথে
গ) গ্রামের মাতব্বরের সাথে
ঘ) প্রতিবেশীর সাথে
৫৭. ক্ষেন্তির কী রোগ হয়েছিল?
ক) জ্বর
খ) বসন্ত
গ) ডায়রিয়া
ঘ) কলেরা
৫৮. ক্ষেন্তির শ্বশুরবাড়ি কত টাকা বাকি ছিল?
ক) ১০০ টাকা
খ) ১৫০ টাকা
গ) ২০০ টাকা
ঘ) ২৫০ টাকা
৫৯. ক্ষেন্তির শ্বশুরবাড়ি টাকা না দিলে কী করবে বলেছিল?
ক) ক্ষেন্তিকে বাপের বাড়ি পাঠাবে না
খ) ক্ষেন্তিকে পড়াশোনা করাবে না
গ) ক্ষেন্তিকে নতুন জামা কাপড় দেবে না
ঘ) ক্ষেন্তিকে দেখা করতেও দেবে না

৬০. পুজোতে গেলে কত টাকার তত্ত্ব দিতে হতো?
ক) দশ টাকা
খ) কুড়ি টাকা
গ) তিরিশ টাকা
ঘ) আড়াইশো টাকা
৬১. সহায়হরি কেন মেয়ের শ্বশুরবাড়ি গিয়েছিলেন?
ক) মেয়ের খোঁজ নিতে
খ) তত্ত্ব দিতে
গ) মেয়েকে নিয়ে আসতে
ঘ) বেড়াতে
৬৩. সহায়হরির শাশুড়ি কী বলে অপমান করেছিল?
ক) ছোটলোকের মেয়ে
খ) গরীবের মেয়ে
গ) বড়লোকের ছোট চালের মেয়ে
ঘ) মায়ের দোষ
ঘ) অসহায়
৬৪. ক্ষেন্তির বসন্ত হয়েছিল ?
ক) ফাল্গুন মাসে
খ) পৌষ মাসে
গ) কার্তিক মাসে
ঘ) অগ্রহায়ন মাসে
৬৫. অসুস্থ ক্ষেন্তিকে শ্বশুরবাড়ির লোকজন কোথায় রেখে এসেছিল?
ক) শ্বশুরবাড়িতে
খ) টালায়
গ) হাবিবপুর
ঘ) মণীগ্রামে
৬৬. পিঁপড়ের টোপে কী মেশানোর কথা হয়েছিল?
ক) মুড়ি
খ) চিঁড়ে
গ) খই
ঘ) চাল
৬৭. কোন মাসে সবচেয়ে বেশি শীত পড়েছিল?
ক) পৌষ মাসে
খ) মাঘ মাসে
গ) ফাল্গুন মাসে
ঘ) চৈত্র মাসে
৬৮. রাধীর দোলাই কোথায় ঝুলছিল?
ক) খাটের পাশে
খ) উনুনের পাশে
গ) দরজার পাশে
ঘ) জানালার পাশে
৬৯. কার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত?
ক) সহায়হরির নামে
খ) পরমেশ্বর চাটুজ্জের নামে
গ) কালীময় ঠাকুরের নামে
ঘ) শ্রীমন্ত ঠাকুরের নামে 
৭০. টালাই সহায়হরির কে ছিলেন?
ক) দূর সম্পর্কের ভাই
খ) দূর সম্পর্কের বোন
গ) দূর সম্পর্কের মামা
ঘ) দূর সম্পর্কের কাকা

৭১. পুঁটি প্রথম পিঠেখানা কাকে দিতে চেয়েছিল?
ক) রাধীকে
খ) অন্নপূর্ণাকে
গ) কানাচে ষাঁড়া যষ্ঠীকে
ঘ) প্রতিবেশীকে
৭২. পুঁটি ও রাধী কোথায় পিঠে ফেলে এসেছিল?
ক) উঠোনে
খ) রান্নাঘরে
গ) নেবুর চারা গাছের কাছে
ঘ) পুকুর পাড়ে
৭৩. পুঁটি ও রাধী কী দেখে ভয় পেয়েছিল?
ক) শিয়াল
খ) সাপ
গ) বাঘ
ঘ) ভূত
৭৪. রাত বেশি হলে কোন পাখি ডাকছিল?
ক) পেঁচা
খ) কাক
গ) কাঠঠোকরা
ঘ) চড়ুই
৭৫. পুঁটি কার জন্য কলার পাতা চিরছিল?
ক) রাধীর জন্য
খ) অন্নপূর্ণার জন্য
গ) ক্ষেন্তির জন্য
ঘ) নিজে ও রাধীর জন্য
৭৬. 'দিদি বড় ভালোবাসতো'- কী/কাকে ভালবাসত?
ক) রাধীকে
খ) অন্নপূর্ণাকে
গ) পিঠে খেতে
ঘ) তার পরিবারের সবাইকে
৭৭. উঠানের এক কোণে কী ছিল?
ক) ক্ষেন্তির লাগানো পুঁই গাছ
খ) নেবু গাছ
গ) বাঁশ বন
ঘ) তেলাকুচা লতা
৭৭. পুঁই গাছ কেমন ছিল?
ক) দুর্বল, শুষ্ক
খ) সতেজ অথচ কুঞ্চিত
গ) সুস্পষ্ট ও নধর
ঘ) রোগা
৭৮. পুঁই গাছ এর বৃদ্ধির অন্যতম কারণ- 
ক) বর্ষার জল
খ) বর্ষার জল ও কার্তিক মাসের শিশির
গ) কার্তিক মাসের শিশির
ঘ) উপরের কোনোটিই নয়

৭৯. সঠিক জোড়টি নির্বাচন করো:-
স্তম্ভ ১                       স্তম্ভ ২
a) কালীময়           i) বেদমপ্রহার 
b) শ্রীমন্ত মজুমদার ii)ঘটকালি 
c) সহায়হরি         iii) মণিগাঁ 
d) কুম্ভকার বধূর আত্মীয়-স্বজন    iv) তামাক সেবন

ক) a- i, b-ii, c-iii, d-iv
খ) a- ii, b-iii, c-iv, d-i
গ) a- iv, b-i, c-ii, d-iii
ঘ) a-iii, b-iv, c-i, d-ii

৮০. সঠিক জোড়টি নির্বাচন করো:-
স্তম্ভ ১ স্তম্ভ ২
a) সহায়হরি i) চিংড়ি মাছ
b) সেফটিপিন ii) কাঁসার বাটি 
c) গয়াবুড়ি iii) পুঁইশাক 
d) রায় কাকা iv) কাচের চুড়ি

ক) a- iv, b-i, c-ii, d-iii
খ) a- ii, b-iv, c-i, d-iii
গ) a- i, b-ii, c-iii, d-iv 
ঘ) a-iii, b-iv, c-i, d-ii


৮১. সঠিকক্রম নির্বাচন করো:-
i) অন্নপূর্ণা শুকনো লঙ্কা পাড়ছিলেন।
ii) পুঁইশাকের চচ্চড়ি দেখে ক্ষেন্তি আনন্দিত হয়েছিল।
iii) অন্নপূর্ণার চোখে জল চলে এসেছিল।
iv) আরেকটু চচ্চড়ি দেবে কিনা অন্নপূর্ণা জানতে চেয়েছিল। 
ক) iv, iii, ii, i খ) iii, ii, iv, i গ) ii, iv, iii, i ঘ) i, ii, iv, iii


৮২. সঠিকক্রম নির্বাচন করো:-
i) সহায়হরি ক্ষেতিকে শাবল নিয়ে আসতে বলেছিলেন।
ii) রোদ্দুরে বসে সহায়হরি তামাক টানছিলেন।
iii) অন্নপূর্ণা ঘাটে গিয়েছিলেন।
iv) সহায়হরি ঘাটের পথের দিকে তাকাচ্ছিলেন। 
ক) iv, iii, ii, i খ) iii, ii, iv, i গ) ii, iii, i, iv ঘ) i, iii, ii, iv


৮৩. সঠিক সম্পর্কটি চিহ্নিত করো:-
বিবৃতি A:- অন্নপূর্ণা পৌষ পার্বণের দিন পাটিসাপটা বানাচ্ছিলেন।
বিবৃতি B:- ক্ষেন্তি কুরুনিতে নারকেল কুরছিল।
ক) A ঠিক B ভুল খ) A ভুল B ঠিক গ) Aও B পরস্পর নিরপেক্ষ ঘ) A ও B পরস্পর সাপেক্ষ

৮৪. সঠিক সম্পর্কটি চিহ্নিত করো:-
বিবৃতি A:- অনিচ্ছা সত্ত্বেও অন্নপূর্ণা ক্ষেন্তির বিয়ে দিয়েছিল।
বিবৃতি B:- ক্ষেন্তি নিজে বিয়ে করতে ইচ্ছুক ছিল।
ক) A ঠিক B ভুল খ) A ও B উভয়ই ভুল  গ) Aও B উভয়ই ঠিক এবং B, A এর কারণ ঘ) A ভুল B ঠিক 

৮৫. বড় মেয়েটি- মেয়েটি সম্পর্কে অসত্য কথাটি হল- i) খুব লম্বা ii) শীর্ণ চেহারা iii) পুরুষালি ধরন iv) মাথার চুল অগোছালো 
ক) i, iv সত্য, ii, iii মিথ্যা খ) i, ii, সত্য, iii, iv মিথ্যা গ) ii, iii সত্য, i, iv মিথ্যা ঘ) ii, iv সত্য, i, iii মিথ্যা


৮৬. ক্ষেন্তি আর নিবি?- এই প্রশ্নের সঙ্গে সম্পর্কিত i) অন্নপূর্ণা ii) পিঠে iii) রাধীর আরও খেতে চাওয়া iv) পুঁইশাকের চচ্চড়ি
ক)  ii, iv সত্য, i, iii মিথ্যা খ) i, ii, সত্য, iii, iv মিথ্যা গ) ii, iii সত্য, i, iv মিথ্যা ঘ) i, iv সত্য, ii, iii মিথ্যা

৮৭. "মেয়ে মানুষের আবার অত_________!কিসের?"

ক) সাহস‌ খ) কথা  গ) নোলা
ঘ) আবদার
৮৮. "কিরে ক্ষেন্তি, আর একটু ________দিই।"
ক)  চচ্চড়ি খ) নারকেল ছাঁই  গ) ভাত
ঘ) পায়েস 

৮৯) "এই__________তুই এনেছিস কি না?"
ক) পুঁইশাক খ) মেটে আলু‌ গ) মাছ ঘ) উপদ্রব
৯০. "তাঁর দুই ছোট মেয়ে
____________ গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায়"
ক) চাদর খ) দোলাই  গ) আলোয়ান
ঘ) কম্বল

৯২) "উক্ত__________মহাশয়ের পুত্রটি কালীময়ই ঠিক করিয়া দেন।"
ক) রায় খ) মজুমদার গ) মুখুজ্যে
ঘ) চৌধুরী
৯৩) "পাত্রটির বয়স ___________
 খুব বেশি কোনোমতেই হইবে না।"
ক) তিরিশের খ) পঁয়তিরিশের
গ) চল্লিশের ঘ) পঁয়তাল্লিশের  

৯৪, "একবার কি জানি কেন ___________ দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন।"
ক) জানলার‌ খ) ঘাটের গ) খিড়কীর
ঘ) রাস্তার
৯৫. "মুখুয্যে বাড়ির ছোট খুকি
____________আসিয়া বলিল"
ক) দুর্গা‌ খ) পুঁটি‌ গ) খেদি ঘ) রাধী

৯৬."কালীময়ের _________
সেদিন বৈকালবেলা সহায়হরির ডাক পড়িল।"
ক) চন্ডীমণ্ডপে খ) বাড়িতে গ) বৈঠকখানায় ঘ) আড়তে  
৯৭. "যদি _________________
চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়?"
ক) বাবুরা খ) গোঁসাইরা গ) মুখুয্যেরা   ঘ) চৌধুরীরা

৯৮. "আজকাল রাতে খুব______________
হয়।"
ক) গরম খ) শিশির গ) দুশ্চিন্তা
ঘ) ঝামেলা
৯৯. "ছ-সাত পুরুষে ভঙ্গ, পচা______"
ক) ক্ষত্রিয় খ) শ্রোত্রিয় গ) বৈরাগী
ঘ) বরেন্দ্রী

১০০. "যা শিগগির, __________ নিয়ে আয় দিকি!"
ক) চাদর খ) কোদাল গ) জামাটা
ঘ) শাবল

Post a Comment

0 Comments