- ক) বিদ্যার সাগর
   - খ) করুণার সিন্ধু
   - গ) দীনের বন্ধু
   - ঘ) হেমাদ্রির হেম-কান্তি
2. **কবিতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে "করুণার সিন্ধু" বলা হয়েছে কেন?**
   - ক) তিনি দরিদ্রদের সাহায্য করতেন
   - খ) তিনি বিদ্যার প্রচার করতেন
   - গ) তিনি সাহিত্য রচনা করতেন
   - ঘ) তিনি ধর্ম প্রচার করতেন
3. **কবিতায় "হেমাদ্রির হেম-কান্তি" বলতে কী বোঝানো হয়েছে?**
   - ক) সূর্যের আলো
   - খ) পর্বতের সৌন্দর্য
   - গ) ঈশ্বরচন্দ্রের জ্ঞান
   - ঘ) সোনার উজ্জ্বলতা
4. **কবিতায় "গিরীশ" বলতে কাকে বোঝানো হয়েছে?**
   - ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
   - খ) মাইকেল মধুসূদন দত্ত
   - গ) পর্বত
   - ঘ) সূর্য
5. **কবিতায় "সূবর্ণ চরণে" বলতে কী বোঝানো হয়েছে?**
   - ক) সোনার পাদুকা
   - খ) ঈশ্বরচন্দ্রের পদচিহ্ন
   - গ) পর্বতের শিখর
   - ঘ) সূর্যের আলো
6. **কবিতায় "দানে বারি নদীরূপ" বলতে কী বোঝানো হয়েছে?**
   - ক) নদীর জলদান
   - খ) পরোপকার
   - গ) বৃষ্টির জল
   - ঘ) সূর্যের আলো
7. **কবিতায় "বিমলা কিঙ্করী" বলতে কী বোঝানো হয়েছে?**
   - ক) নদী
   - খ) পর্বত
   - গ) সূর্য
   - ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
8. **কবিতায় "পরিমলে ফুল-কুল দশ দিশ ভরে" বলতে কী বোঝানো হয়েছে?**
   - ক) ফুলের সুগন্ধ
   - খ) ঈশ্বরচন্দ্রের খ্যাতি
   - গ) পর্বতের সৌন্দর্য
   - ঘ) সূর্যের আলো
9. **কবিতায় "দিবসে শীতল শ্বাসী ছায়া" বলতে কী বোঝানো হয়েছে?**
   - ক) গাছের ছায়া
   - খ) পর্বতের ছায়া
   - গ) ঈশ্বরচন্দ্রের সাহায্য
   - ঘ) সূর্যের আলো
10. **কবিতায় "নিশায় সুশান্ত নিদ্রা" বলতে কী বোঝানো হয়েছে?**
    - ক) রাতের শান্তি
    - খ) পর্বতের শান্তি
    - গ) ঈশ্বরচন্দ্রের শান্তি
    - ঘ) সূর্যের আলো
11. **কবিতায় "ক্লান্তি দূর করে" বলতে কী বোঝানো হয়েছে?**
    - ক) বিশ্রাম
    - খ) পর্বতের শান্তি
    - গ) ঈশ্বরচন্দ্রের সাহায্য
    - ঘ) সূর্যের আলো
12. **কবিতায় "দীর্ঘ-শিরঃ তরু-দল" বলতে কী বোঝানো হয়েছে?**
    - ক) লম্বা গাছ
    - খ) পর্বতের গাছ
    - গ) ঈশ্বরচন্দ্রের সাহায্য
    - ঘ) সূর্যের আলো
13. **কবিতায় "দাসরূপ ধরি" বলতে কী বোঝানো হয়েছে?**
    - ক) সেবা করা
    - খ) পর্বতের সেবা
    - গ) ঈশ্বরচন্দ্রের সেবা
    - ঘ) সূর্যের সেবা
14. **কবিতায় "পরম আদরে" বলতে কী বোঝানো হয়েছে?**
    - ক) ভালোবাসা
    - খ) পর্বতের ভালোবাসা
    - গ) ঈশ্বরচন্দ্রের ভালোবাসা
    - ঘ) সূর্যের ভালোবাসা
15. **কবিতায় "অমৃত ফল" বলতে কী বোঝানো হয়েছে?**
    - ক) সুস্বাদু ফল
    - খ) পর্বতের ফল
    - গ) ঈশ্বরচন্দ্রের সাহায্য
    - ঘ) সূর্যের আলো
16. **কবিতায় "যোগায়" বলতে কী বোঝানো হয়েছে?**
    - ক) প্রদান করা
    - খ) পর্বতের প্রদান
    - গ) ঈশ্বরচন্দ্রের প্রদান
    - ঘ) সূর্যের প্রদান
17. **কবিতায় "দশ দিশ ভরে" বলতে কী বোঝানো হয়েছে?**
    - ক) সব দিক
    - খ) পর্বতের সব দিক
    - গ) ঈশ্বরচন্দ্রের সব দিক
    - ঘ) সূর্যের সব দিক
18. **কবিতায় "বনেশ্বরী" বলতে কী বোঝানো হয়েছে?**
    - ক) বনের দেবী
    - খ) পর্বতের দেবী
    - গ) ঈশ্বরচন্দ্রের দেবী
    - ঘ) সূর্যের দেবী
19. **কবিতায় "সেই জানে কত গুণ ধরে কত মতে" বলতে কী বোঝানো হয়েছে?**
    - ক) ঈশ্বরচন্দ্রের গুণ
    - খ) পর্বতের গুণ
    - গ) সূর্যের গুণ
    - ঘ) নদীর গুণ
20. **কবিতায় "সেই জানে মনে" বলতে কী বোঝানো হয়েছে?**
    - ক) ঈশ্বরচন্দ্রের মনে
    - খ) পর্বতের মনে
    - গ) সূর্যের মনে
    - ঘ) নদীর মনে
21. **মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোথায়?**
    - ক) যশোর জেলার সাগরদীড়ি
    - খ) কলকাতা
    - গ) ঢাকা
    - ঘ) খুলনা
22. **মাইকেল মধুসূদন দত্ত কোন কলেজে পড়াশোনা করেন?**
    - ক) হিন্দু কলেজ
    - খ) প্রেসিডেন্সি কলেজ
    - গ) ঢাকা কলেজ
    - ঘ) স্কটিশ চার্চ কলেজ
23. **মাইকেল মধুসূদন দত্ত কোন ধর্ম গ্রহণ করেন?**
    - ক) খ্রিস্টধর্ম
    - খ) ইসলাম
    - গ) হিন্দুধর্ম
    - ঘ) বৌদ্ধধর্ম
24. **মাইকেল মধুসূদন দত্ত বাংলা কাব্যে কোন ছন্দ প্রবর্তন করেন?**
    - ক) অমিত্রাক্ষর ছন্দ
    - খ) মিত্রাক্ষর ছন্দ
    - গ) স্বরবৃত্ত ছন্দ
    - ঘ) মাত্রাবৃত্ত ছন্দ
25. **মাইকেল মধুসূদন দত্তের সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি?**
    - ক) মেঘনাদবধ কাব্য
    - খ) তিলোত্তমাসম্ভব কাব্য
    - গ) বীরাঙ্গনা কাব্য
    - ঘ) ব্রজাঙ্গানা কাব্য
### উত্তরমালা:
1. ক) বিদ্যার সাগর  
2. ক) তিনি দরিদ্রদের সাহায্য করতেন  
3. ঘ) সোনার উজ্জ্বলতা  
4. গ) পর্বত  
5. গ) পর্বতের শিখর  
6. খ) পরোপকার  
7. ক) নদী  
8. ক) ফুলের সুগন্ধ  
9. ক) গাছের ছায়া  
10. ক) রাতের শান্তি  
11. ক) বিশ্রাম  
12. ক) লম্বা গাছ  
13. ক) সেবা করা  
14. ক) ভালোবাসা  
15. ক) সুস্বাদু ফল  
16. ক) প্রদান করা  
17. ক) সব দিক  
18. ক) বনের দেবী  
19. ক) ঈশ্বরচন্দ্রের গুণ  
20. ক) ঈশ্বরচন্দ্রের মনে  
21. ক) যশোর জেলার সাগরদীড়ি  
22. ক) হিন্দু কলেজ  
23. ক) খ্রিস্টধর্ম  
24. ক) অমিত্রাক্ষর ছন্দ  
25. ক) মেঘনাদবধ কাব্য
 
 
 
 
0 Comments