একাদশ শ্রেণীর প্রশ্নপত্র ( নুন কবিতা )

১) 'নুন' কবিতায় সাধারণ খেটে খাওয়া দরিদ্র মানুষের জীবন চরিত্র কিভাবে ফুটে উঠেছে বিশ্লেষণ কর ।

২) "কিন্তু ফুল কি হবেই তাতে"- কবির এই সংশয় এর কারণ কী ?

৩) "কি হবে দুঃখ করে"-  কারা দুঃখ করে না ? কেন তারা দুঃখ করে না ?  দুঃখ মুক্তির উপায় কী কোনো আছে ?

৪) "আমাদের ঠান্ডা ভাতে লবনের ব্যবস্থা হোক" - কে, কাদের উদ্দেশ্যে , কেন এই দাবি করেছেন ?

৫) "করি তো কার তাতে কি"-  তারা কি করে ?  এতে কারো কিছু এসে যায় না কেন ?

Post a Comment

0 Comments